নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝিংগালালা

ঝিংগালালা › বিস্তারিত পোস্টঃ

আনলিমিটেড ইন্টারনেট ও মরীচিকা

২৯ শে মে, ২০১৬ রাত ১:১৫

ঘড়িতে তখন চারটা বিশ বসে ছিলাম লিঙ্ক ৩ এর অফিসে । এমনিতেই বাইরে বৃষ্টি পড়ছে তার উপর আবার এসি মনে হচ্ছে যেন ফ্রিজের ভিতর বসে আছি। বেশ আরাম লাগছিলো কিন্তু টেবিলের ওপাশে বসে থাকা ভদ্রলোকটির কথা শোনে মাত্র যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার এলাকায় নাকি কাভারেজ নাই। যদিও মাত্র হাটা দুরত্বে পাশের এলাকায় কাভারেজ আছে। অফিস থেকে বেরিয়ে এলাম। খুব খারাপ লাগছে। অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছিলাম , ব্রডব্যান্ড আনার জন্য। কিন্তু শেষ পর্যন্ত. সে আশা আর পূরণ হলনা। কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ছাড়া যে আর চলছে না। কি করা যায় ভাবছিলাম তখনি আমার বন্ধু আমাকে বললো বাংলালায়ন ব্যাবহার কর্। বাংলালায়ন এ স্পিড ভালই। তো বন্ধুর কথামত একটা বাংলালায়নের মডেম কিনে নিয়ে আসলাম। মনটা আবার ভাল হয়ে গেল। ১২০০ টাকার একটা প্যাকেজ পছন্দ হল তাই ওটা একটিভ করলাম। কিন্তু বাসায় এসে ঘন্টা খানেক গুতোগুতি করার পরও যখন ইন্টারনেট ঢুকতে পারলাম না তখন মেজাজটা গেল বিগরে। বন্ধুকে ফোন করে বলার পর বললো তার কাছে নিয়ে যেতে। গেলাম তার কম্পিউটারে লাগালাম এবার কাজ হল। ভাবলাম যাক মডেমটা তাহলে ঠিক আছে। বাসায় এসে দেখি সেই একি অবস্থা। একটু ঘাটাঘাটি করে বুঝলাম যে ভাগ্য আমার সাথে নির্মম রসিকতা করছে। বাংলালায়নের কাভারেজও এখানে নেই!!! আর এস এস আই. লাল রং হয়ে -৬০-৯০ এ উঠানামা করছে।এক ঘন্টা যাবত মডেম এর দিকে তাকিয়েছিলাম এই বুঝি নীল লাইটটা জ্বলল। কিন্তু ………। হজম করতে পারছিলাম না ব্যাপারটা। ভাবতেও পারিনি যে বাংলালায়নের কাভারেজও পাবনা। হাজার টাকার মডেম এবং ১২০০ টাকার পেকেজসহ আনলিমিটেড ইন্টারনেট এর স্বপ্নও বুঝি জলে গেল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ১:১৯

চিকেন শর্মা বলেছেন: এখন কি ইউজাইতাসেন?

২| ২৯ শে মে, ২০১৬ রাত ১:১৯

ঝিংগালালা বলেছেন: গ্রামিন ইন্টারনেট :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.