নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

বিএনপিকে ধুয়ে নিজেদের গা মুছছে এনসিপি!

১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:২৫


আহ্, কী দিনকাল পড়লো! রাজনৈতিক দলগুলো যেন একেকটা কমেডি থিয়েটার খুলে বসেছে। আর সাম্প্রতিক সময়ে 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) নামের নতুন দলটির কাণ্ডকারখানা দেখলে মনে হয়, তারা যেন আমাদের হাসাতে হাসাতে পেটে খিল ধরানোর একটা নতুন মিশন শুরু করেছে!

ভাবুন তো একবার! এই এনসিপি নেতারা গলা ফাটানো বক্তৃতা দেন চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে। তারেক জিয়াকে বলছেন, "ভাইজান, লন্ডন থেকে চাঁদাবাজির পৃষ্ঠপোষকতা না করে দেশে আসেন, বিএনপিকে বাঁচান!" চমৎকার! উপদেশ দেওয়ার ভঙ্গি দেখে মনে হয়, এরা বুঝি স্বয়ং দেবতা, যারা ত্রাতা হয়ে এসেছেন দেশকে উদ্ধার করতে। কিন্তু মজার ব্যাপার কী জানেন? এই মহৎপ্রাণ নেতাদের বিরুদ্ধেই এখন চাউর হচ্ছে গুরুতর অভিযোগ ৪৮ লাখ টাকা 'ডোনেশন' (নাকি সোজা কথায় চাঁদা?) নেওয়ার! কী দারুণ স্ববিরোধিতা! এ যেন চোরকে বলছে চুরি ছাড়তে, আর নিজে পকেট থেকে মাল নামাচ্ছে!

সম্প্রতি একটা ভিডিও ফাঁস হয়েছে, যেখানে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন নামের এক ভদ্রলোককে দেখা যাচ্ছে, এক নারীর কাছ থেকে ৭ লক্ষ টাকা নিচ্ছেন। নারী বেচারি বলছেন, "১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া, একটু ক্রাইসিস বুঝেন না!" আহা রে! কী করুন দৃশ্য! মনে হয় যেন, এক অসহায় বোন তার অভাবী ভাইকে সাহায্য করছে! আর এনসিপি নেতারা নাকি বলছেন, তারা জানতেনই না যে এই 'ডোনেশন'-এর বিনিময়ে ওই নারী কিছু আশা করছিলেন। কী নিস্পাপ কথা! এমন সাধু সাজার ভঙ্গি দেখলে তো পাথরও লজ্জা পাবে! এরা যেন মাটির মানুষ, শুধু জনগণের সেবায় নিজেদের বিলিয়ে দিতে এসেছেন, পয়সার দিকে তাদের কোনো লোভ নেই!

এই দলের অধিকাংশ নেতাই তরুণ, কোটা বিরোধি আন্দোলন থেকে উঠে আসা। অনেকেই কোনো চাকরি-বাকরি করে না। তাহলে খাচ্ছেন কী, চলছেন কীভাবে? আয়ের উৎস জিজ্ঞেস করলেই একটা ভিক্টোরি স্মাইল দিয়ে বলেন, 'ডোনেশন' বা 'ক্রাউড ফান্ডিং'! আরে বাবা, সোজা বাংলায় বলেন না, রাজনীতিকে একটা লাভজনক ব্যবসা বানিয়েছেন ! ৫ই আগস্টের পর এরা নাকি ভেবেছিল, দেশে আর চাঁদাবাজি থাকবে না, কিন্তু মনে হচ্ছে, তারাই নতুন করে চাঁদাবাজির মশাল হাতে পুরাতন দের সাথে যোগ দিয়েছে। কী আর করা ! 'যেমন লাউ, তেমনি কদু' এই প্রবাদ বাক্যটা বোধহয় এদের জন্যই তৈরি হয়েছে।

এনসিপির এই মজার শো হয়তো ভবিষ্যতে কোনো কমেডি নাটকের প্লট হিসেবে ব্যবহার করা হবে। আর দর্শকরা হাসতে হাসতে গড়াগড়ি খাবে, যখন দেখবে যে যারা চাঁদাবাজি বন্ধ করার কথা বলেছিল, তারাই কিনা নতুন করে সেই কাজে হাত পাকিয়েছে !

এসব দেখে মনে হয়, আমাদের দেশের রাজনীতিতে স্বচ্ছতা আর জবাবদিহিতা এখনো বহু দূর ! নতুন দলগুলোও যদি পুরনো পথেই হাঁটে, তাহলে পরিবর্তন আসবে কীভাবে? নাকি এই 'জাতীয় নাগরিক পার্টি' শুধুই নামের জাতীয়, আর কাজের বেলায়...? বাকিটা না হয় আপনারাই পূরণ করে নিন!

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৭

এইচ এন নার্গিস বলেছেন: সত্যি ঘটনা গুলো জানানোর জন্য ধন্যবাদ

১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫০

সৈয়দ কুতুব বলেছেন: এসব ঘটনা যত কম জানা যায় তত ভালো।

২| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫১

ঢাবিয়ান বলেছেন: জুলকারনাইন সায়ের ও ওয়াহহিদুজ্জামান এর সাজানো নাটক। নীলা ইস্রাফীল দিয়ে হানি ট্র্যপ করে তুষারকে আপাতত থামিয়ে দিতে সফল হয়েছে। এখন দেশজুড়ে যখন বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে জনগন উত্তাল, তখন সবার দৃষ্টি ঘোরাতে দরকার কচুক্ষেতিদের প্রযোজনায় একটা নাটক। এনসিপি জনগনের অনুদান নিচ্ছে সেটাতো বলেছেই। আর তাই ভিডিও ক্যমেরা অন করে এই না্টক সাজানো হয়েছে।

১৩ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: এনসিপির বিরুদ্ধে যে সব খবর আসে, তা সব সাজানো। :)

৩| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ১১:০৪

মাথা পাগলা বলেছেন: আমরা তেলা মাথায় তেল দেওয়া নীতিতে বিশ্বাস করি না সারজিস আলম
Youtube Link
https://youtu.be/VM_qj-Ux_5M

দুষ্টু লোকটিকে আমাদের প্রিয় সাদা পাডার সাথে দেখা যাচ্ছে।

১৩ ই জুলাই, ২০২৫ রাত ১১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: এরা চাকুরি করবে বা দরকার হলে কোচিং বিজনেস করবে । ঢাবির পোলাপান তাি ভালো সাড়া পাবে। সোশাল বিজনেস করবে নোবেল লরিয়েটের কাছ থেকে এডভাইস নিবে তা না করে কি সব করছে ।

৪| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ১১:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: বড় দল হতে বিএনপি, আওয়ামী লীগের মত বড় অফিস, রাজকীয় বেশভূষা, ফাইভ স্টারে প্রোগ্রাম, আর্থিক কেলেঙ্কারি, চান্দাবাজি, প্রাডো গাড়ি, নাড়ি, তদবির বানিজ্য সব ক্লাইটোরিয়া এনসিপির পুরন হয়ে গেছে।

আর বাকি গোটা কয়েক ধর্ষন, হত্যা আর ক্যাসিনো বানিজ্য এর সাথে যুক্ত হলেই এনসিপি নেতারা বড় দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে; আশাকরি তারা দেশবাসী কে হতাশ করবে না।

১৩ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: সহজ সরল লাইফ লিড না করে পুরাতন দলগুলোর গু চটছে।

৫| ১৪ ই জুলাই, ২০২৫ রাত ১২:২৪

কিরকুট বলেছেন: ঠগ বাছতে গাঁও উজাড়

১৪ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩১

সৈয়দ কুতুব বলেছেন: হা হা ।

৬| ১৪ ই জুলাই, ২০২৫ ভোর ৫:০২

ক্লোন রাফা বলেছেন: বর্তমান প্রজন্মের সবচেয়ে নিকৃষ্টতম টোকাই ও কিশোর গ‍্যাং একত্রিত হয়ে জন্ম হয়েছে এনছিপি। এদের জন্মটাই একটা প্রশ্ন হয়ে থাকবে ভবিষ্যতের বাংলাদেশে। এই দলটি কোনো নতুন দল নয় । ২০০৮ সালের সুদি মহাজন ডক্টর সাহেবের স্বপ্নের দল‼️এত দ্রুত অধপতিত হবে ভাবনায় ছিলো না। কিন্তু ব‍্যাকগ্রাউন্ড চেক করার পর মনে হলো এরা আসলে এই স্বপ্ন নিয়ে বড় হয়েছে ।

১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো খারাপ হয়েছে লিগের সাথে থেকে । ভালো করতে হবে এদের।

৭| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ৬ নং মন্তব্যকারীর সাথে একমত।

১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২৩

সৈয়দ কুতুব বলেছেন: রসুন কোয়া কোয়া বাট টিয়া একই । ;)

৮| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১১:১০

নূর আলম হিরণ বলেছেন: এনসিপির দুই চারজন নেতানেত্রী ছাড়া বাকিরা তেমন পরিচিত নয় বলে তাদের চাঁদাবাজি, দুর্নীতি, অন্যান্য অপকর্ম গুলো তেমন চাঞ্চল্যকর সৃষ্টি করে না। তারউপর প্রশাসনের তাদের প্রতি নমনীয় ভাব তো আছেই।

১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আমার সাফ কথা পলিটিক্স কে পেশা হিসাবে নিলে সফল হবে না ।

৯| ১৪ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০১

রানার ব্লগ বলেছেন: ন্যাশনাল চাইল্ডিস পার্টি ।

১৪ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৫

সৈয়দ কুতুব বলেছেন: উহ এভাবে বলে না । তারা দাবি করে ৫৪ বছর ধরে এ দেশের মানুষ তাদের মতো দল বাংলাদেশ চালাবে বলে ওয়েট করেছে।

১০| ১৪ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৭

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: উহ এভাবে বলে না । তারা দাবি করে ৫৪ বছর ধরে এ দেশের মানুষ তাদের মতো দল বাংলাদেশ চালাবে বলে ওয়েট করেছে।

পোলাপাইনদের কিউট কিউট কথাবার্তা । শুনতেই ভালো লাগে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.