![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি না এই ঘটনাটা এভাবে উপস্থাপন করার কারনটা কি?
থামতে বলার পরে না থামায় যদি গুলি করেও থাকে তাহলেও বলব , উনারা ঠিক কাজটাই করেছেন। কারন না থামাটা একটা সিরিয়াস হুমকি ছিল রেবের জন্য।
কয়েকদিন আগে আত্মঘাতী হামলার কথা আমরা সকলেই জানি। অন্য যেকোন দেশের পুলিশ হলেও সেইম কাজটাই করত। আমেরিকায় তো পুলিশ হাত পকেট থেকে বের করতে বললে কেউ যদি তা না করে অথবা দেরি করে তখনই গুলি করে দেয়।ভাই এ দেশটা এখনো পাকিস্তান হয়নি শুধু আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জংগীদের যতবার লড়াই হয়েছে , একবারও শুনলাম না তাদেরকে বাহবা দিতে। প্রত্যেকবারই কোন না কোন ইস্যু টেনে এনে উনাদের ভিলেন বানানো হয়েছে। আজব!!!
যারা নিজেদের জীবন বাজি রেখে জংগীদের সাথে লড়ছেন শুধুমাত্র আমাদের নিরাপদে রাখবেন বলে , তাদেরকে ধন্যবাদ দিতে না পারি , বাহবা দিতে না পারি অন্তত আজেবাজে কথাটা যেন না বলি।
©somewhere in net ltd.