নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মজায় মজা আনে

আসুন মজা করি

মজায় মজা আনে।

আসুন মজা করি › বিস্তারিত পোস্টঃ

'আমি পতিতা নই' আমি ভাড়া খাটি

২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৯







‘আমি পতিতা নই



আমি আমার স্বামীর কথামতো কাজ করি।





আমি মানুষের কাছে ভাড়া খাটি।’



এ স্বীকারোক্তি গাইবান্ধার বিউটি খাতুনের।







তার স্বামীর নাম আবদুর রাজ্জাক প্রদীপ।



তিনি তার স্ত্রীকে ১০ মিনিট থেকে ঘণ্টা,



এমনকি রাতের জন্য অন্যের কাছে ভাড়া দেন।



বিনিময়ে তিন বেলা ভাত আর কমিশন নেন তিনি।



অভাবনীয় এ ঘটনা ঘটছে গাইবান্ধা শহরেই।



২০১০ সালের প্রথম দিকে বিয়ে করেন প্রদীপ।



বিয়ের পর থেকেই স্ত্রী বিউটি (২০)-কে নিয়ে বাবা-মায়ের সঙ্গে বাস করেন তিনি।



তার নিজের কোন কর্ম নেই।



তাই আবদুর রাজ্জাক আয়-রোজগারের পথ খুঁজতে থাকেন।



অবশেষে স্ত্রীকে ভাড়া দেয়ার মতো অমানবিক সিদ্ধান্ত নেন।



স্ত্রী বিউটি রাজি ছিলেন না। কিন্তু স্বামীর কথা না শুনলে সংসার ছাড়তে হবে। তাছাড়া তার ধারণা- স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।



এই ভ্রান্ত ধারণা ও স্বামীর চাপের কারণে বিউটি বাধ্য হন ভাড়া খাটতে।



স্বামী রাজ্জাক নিজেও খদ্দের ধরে আনেন তার বাড়িতে।

পরে স্ত্রীর কাছে থেকে কমিশন হিসেবে শতকরা ১০ টাকা নেন।

বিউটি বলেন, আমি মানুষের কাছে ভাড়া খাটি।



সে সময় স্বামী আশপাশেই থাকে। মানুষ সন্তুষ্ট হয়ে হয়তো আমাকে ১০০ টাকা দেয়। পার্টি বড় হলে তার বাড়িতেই যেতে হয়।



তখন রেট একটু বেশি দিতে হয়। তার কথা, এতে কোন পাপ নেই। প্রতি রাতেই এভাবে তার উপার্জন হয় ৩০০ থেকে ৬০০ টাকা। আর স্বামী আবদুর রাজ্জাককে দিতে হয় ৩০ থেকে ৬০ টাকা। কমিশনের এই টাকায় চলে তার পান-সিগারেট খাওয়া। আর স্ত্রীর উপার্জন থেকে জোটে তিনবেলা খাবার আর কাপড় চোপড়। বছরখানেক আগে থেকে সে ভাড়া খাটলেও তার হাতে কোন টাকা জমা নেই। স্বামীকে না জানিয়ে পানদোকানির কাছে কিছু জমা করছেন নিজের ভবিষ্যতের জন্য। বিউটি জানান, স্বামীর এমন রুচির কারণে তার প্রতি ঘৃণা ধরে গেছে।

কিন্তু কোথায় যাবে? কে তাকে আর স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেবে? আবদুর রাজ্জাক জানায়, আমি বিউটিকে বিয়ে করেছি এক বছর আগে। শুনেছি আগে থেকেই বিউটি খারাপ স্বভাবের। বিউটির শাশুড়ি বিষয়টি মেনে নিতে পারেননি। তাই ছেলে ও ছেলের বউকে আলাদা করে দিয়েছেন সংসার থেকে।

mzamin থেকে নেয়া

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৪

নিখিলেস প্যারিসে বলেছেন: হাইরে সমাজ... এই নষ্ট পুরুষদের বিচার হবে কবে...

২| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৭

আমি সুফিয়ান বলেছেন: পোলা কিছু করে তারপরও তার কাছে মেয়ে বিয়ে দিতে হবে....
মাইর তো বিউটির বাপ,মা আর জামাই তিনটা রেই দেয়া দরকার

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১০

কাজী জেসমিন আরা বলেছেন: ইসলামে স্বামীর শরীয়ত সম্মত আদেশ উপদেশ কিংবা আবদার মানার ব্যাপারে স্ত্রীদের কে বলা হয়েছে। তেমনি কোন অন্যায়, অনৈতিক কিংবা অবৈধ আদেশ উপদেশ কিংবা আবদার যা শরীয়ত সম্মত নয় কিংবা শরীয়ত সমর্থন করে না তা না মানার জন্যও বলা হয়েছে।

কিন্তু কারো কারো অজ্ঞতার কারনে করা ভুল কে আমরা ইসলামের উপর যেন না চাপাই।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১১

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: অমানবিক !!!!!!!!!!!!!!!!!! কিছু চিন্তা করার শক্তি পাইতেছিনা!!!!!!!!!!!!!!!!!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৬

পুশকিন বলেছেন: ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: অমানবিক !!!!!!!!!!!!!!!!!! কিছু চিন্তা করার শক্তি পাইতেছিনা!!!!!!!!!!!!!!!!!

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩১

রাতুল_শাহ বলেছেন: অমানবিক !!!!!!!!!!!!!!!!!! কিছু চিন্তা করার শক্তি পাইতেছিনা!!!!!!!!!!!!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৪

নির্বাসিত আমি বলেছেন: :#) :#) :#) X( X(

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:১৮

আমি তুমি সে এবং তাহারা... বলেছেন: হালায় ক্যামনে পারলো।জায়গা মত ইট ব্যাইন্ধা হালারে পুরা এলাকা ঘুরানো দরকার

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:১০

নষ্টপথিক বলেছেন: বড় ঘেন্না ধরে যায় সমাজে, প্রতিবেশে যখন এমন পৈশাচিক প্রাগৈতিহাসিক ঘটনা ঘটে। এ সবের জবাবদিহিতা কি এই সভ্যতার কাছে আছে। এরা কি মানুষ ! সত্যিই এরা কি মানুষ -নাকি পশু বা তার চেয়েও অধম !

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:৪৯

স্বাধীকার বলেছেন:
বিউটির এই চাহনীতে যত ঘৃনা তা কেবল-

আমাদের সমাজকে,
আমাদের শিক্ষাকে,
আমাদের সভ্যতাকে,
আমাদের সুশীল নামক মুখোশকে,
আমাদের চেতনাধারী শাসককে,
আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে,
আমাদের স্বাধীন দেশের নাগরিকত্বকে,
আমাদের পুরুষ শাসিত সমাজের মুর্খবিশ্বাসকে।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৫০

রোমি খান বলেছেন: এরা কি মানুষ ! জায়গা মত ইট ব্যাইন্ধা হালারে পুরা এলাকা ঘুরানো দরকার

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:০৯

রোমি খান বলেছেন: এরা কি মানুষ ! জায়গা মত ইট ব্যাইন্ধা হালারে পুরা এলাকা ঘুরানো দরকার

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:১৫

রোমি খান বলেছেন: এরা কি মানুষ ! জায়গা মত ইট ব্যাইন্ধা হালারে পুরা এলাকা ঘুরানো দরকার

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩১

ফালাক বলেছেন: অমানবিক !!!!!!!!!!!!!!!!!! কিছু চিন্তা করার শক্তি পাইতেছিনা!!!!!!!!!!!!

বাঙ্গালীদের জিবনে সব থেকে বড় কাজ মনে হয় বিয়ে করা বা ছেলে মেয়েদের বিয়ে দেওয়া। খাইতে পারে না, পড়তে পারে না কিন্তু মেয়ের বয়স ৯/১০ হইলেই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠে। জামাই কি করে বা কেমনে মেয়ে কে রাখবে তার কোন ক্যালকুলেশন নাই, ধইরা ধইরা খালি বিয়া দেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.