নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভবঘুরে মানুষ । ভবের ঘরে প্রবেশের নেশায় ঘুরে ফিরি দিবানিশি।

আলী নওয়াজ খান

ভবঘুরে মানুষ আমি । ভবের ঘরে প্রবেশের নেশায় ছুটে মরি দিবানিশি। তবুও পাইনা খুজে তারে।

আলী নওয়াজ খান › বিস্তারিত পোস্টঃ

big bang theory ও আমাদের চিন্তা

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩



মানবজাতি সৃষ্টিজগতে পর্দাপনের পর প্রথম যখন এই মহাবিষ্ময়কর এজগতের পানে দুচোখ তুলে তাকিয়েছিল সেদিন থেকে এবিশ্বের যর্থাথ পরপচিতি লাভের জন্য সে অধীর আগ্রহে প্রচেষ্টা চালিয়ে এসেছে এবং এ চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। মানুষ তার এজগতের যত রসহ্য আবিস্কার করেছে ততই যেন বিশ্ব মহারহস্য হয়ে উঠেছে। এই প্রচেষ্টায় পদার্থ বিজ্ঞানের সর্বশেষ ফল হল big bang theory । উক্ত তত্ত্বের ভিত্তিতে ধারণা হরা হয়ে থাকে যে বিশ্ব এক সময় কোন কিছুই ছিল না, শুধুমাত্র গ্যাসের কুন্ডলী এবং হঠাত এক মহাবিস্ফোড়নের ফলে কোটি কোটি বছর ধরে অগ্নেয়লাভা শীতল হয়ে পৃথিবীতে আজ জীব বসবাসের উপযোগী হয়েছে।

আসলে মহাবিশ্ব সৃষ্টিতত্ত্বের রহস্য বা আত্মপরিচিতি মুলক জ্ঞান প্রতিটি ব্যক্তির জন্য একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অত্যন্তজরুরী বিষয়। কেননা প্রতিটি ব্যক্তি তার নিজের অবস্থান, ক্ষমতা, সূচনা এবং শেষ পরিণতি বা গন্তব্য সম্পর্কে জ্ঞান না রাখলে সে নিজের কল্যাণ ও অকল্যাণ সম্পর্কে কোন সিদ্ধান্তই নিতে পারবেন না। তাই আমাদের নিজ সত্তার অস্তিত্ব সম্পর্কে কোন ধরণের সিদ্ধান্ত নিতে হলে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হল নিজ সম্বন্ধে যথাযথ জ্ঞান লাভ করা।
একইভাবে আমরা এই বিশাল সৃষ্টিজগতের একটি সৃষ্টজীব যে নিজেই নিজেকে সৃষ্টি করিনি বরং তাকে সৃষ্টি করা হয়েছে। আমি যদি নিজেকে সৃষ্টি করতাম তাহলে অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রূপে তৈরী হতাম। অথচ আমি তেমনটি নই। শুধু তাই-ই নয় বরং আমার বর্তমান অস্তিত্বকে যদি আমিই সৃষ্টি করে থাকবো তাহলে আমার এই সৃষ্টির পূর্বে আমার অস্তিত্ব অনিবার্যবশত থাকতে হবে; যা সম্পূর্ণ রূপে একটি অসম্ভব কল্পনা।
এমনকি আমরা যদি মনে করি আমাদের মত কোন সৃষ্টি আমাকে অস্তিত্ব দান করেছে সেক্ষেত্রেও ঐ একই প্রশ্নের সম্মুখীন হব। যে সত্তা আপন অস্তিত্ব লাভে অন্যের মুখাপেক্ষী সে কিভাবে তার মত অন্য একটি অস্তিত্বকে সৃষ্টি করবে ? আর যদি এমনটি ধারণাও করি যে অন্য একটি সৃষ্টি তাকে অস্তিত্ব দান করেছে; এভাবে সৃষ্টি পরম্পরায় অপর সৃষ্টিকে অস্তিত্ব দান করে আসছে। তাহলে প্রথম সৃষ্টিকে কে অস্তিত্ব দান করলো ; এপ্রশ্ন থেকেই যাবে। এভাবে এই সৃষ্টিচক্র এক পর্যায়ে যেয়ে অবশ্যই পরিসমাপ্ত হতে হবে নতুবা এটা হবে একটি দুষ্ট চক্র যা দর্শনে বাতিল যুক্তি বলে ঘোষণা দেয়া হয়েছে। আর এছাড়া সৃষ্টি অর্থই হচ্ছে যা এক সময় ছিল না এবং এক সময় আবার থাকবে না। তাই এই অস্তিত্ব প্রদানে এমন এক মহাশক্তির প্রয়োজন যে এই সৃষ্টি সমূহের পূর্বে থাকবে এবং সৃষ্টি সমুহের স্থায়ীত্ব কালব্যাপীও তাকে থাকতে হবে।

এমন কি যদি বস্তুবাদী বা পর্দাথবিজ্ঞানের চুড়ান্ত সুত্র 'বিগ ব্যাং থিউরীর' মত ধারণাও করি যে মানুষ প্রকৃতির সৃষ্টি। তাহলে আমরা যে প্রশ্নগুলোর সম্মুখীন হব তাহল প্রকৃতিকে কে অস্তিত্ব দান করলো? এ ক্ষেত্রে আরও একটি প্রশ্ন হচ্ছে সৃষ্টির বৈশিষ্ট্যগুলো স্রষ্টার মধ্যে অবশ্যই পূর্ণরূপে অবস্থান করতে হবে। অথচ মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে তার অধিকাংশই প্রকৃতির মধ্যে নেই। প্রকৃতি হল সম্পূর্ণরূপে বস্তুসত্তা আর মানব প্রকৃতিতে বস্তুসত্তা বর্হিভূত অনেক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রকৃতি বা বস্তু অর্থ আধাঁর/ আড়াল তাই বস্তুর বৈশিষ্ট্য হল সে তার নিজের অস্তিত্ব সম্পর্কে অবগত নয়। আর এক্ষেত্রে মানুষকে বলা হয় স্বজ্ঞেয় সত্তা যে তার নিজের অস্তিত্ব সম্পর্কে অবগত আছে বা জ্ঞান রাখে।
'big bang theory' বিরাট বিস্ফোড়নের সূত্রও আরেকটি সম্পূর্ণ অযৌক্তিক কল্পনা বৈ ভিন্ন কিছু নয়। এটা বস্তুবাদী জ্ঞানের চুড়ান্ত ফল হিসেবে প্রতিফলিত হয়েছে। এবিষয়টি এমন একটি তথাকথিত বুদ্ধিমান মানুষদের ধরণা যারা নিজেদেরকে বিশ্বে জ্ঞান-বিজ্ঞানের ধারক বলে মনে করেন। তাদের সূত্রের সংক্ষিপ্ত রূপ হল বিশ্বে কোন কিছুই ছিল না হঠাৎ মহা বিস্ফোড়ন ঘটে এই মহা জগতের সৃষ্টি হয়েছে। এধরণের যুক্তিশুন্য কথা রাজার নতুন পোষাকের মত জ্ঞানীদেরও বোকা বানিয়ে দিয়েছে। এক্ষেত্রে প্রথম প্রশ্ন হল, মহাশুন্য কথার কোন বাস্তব রূপ আছে কি ? বা মহাশুন্যের কোন অস্তিত্ব আছে কি ? বস্তুজগতে [বস্তুবাদী চিন্তায়] কোন মহাশুন্য কল্পনা করা সম্ভব কি ? আদৌ সম্ভব নয়। কেননা তাদের ধারণা অনুযায়ী বস্তুর বাইরের কোন অস্তিত্ব সমান অনাস্তিত্ব । তাই এধারণা অনুযায়ী 'কিছুই ছিল না' থেকে 'সব কিছু হয়েছে' এটা ঘোড়ার ডিমের মত বিষয় যে, ঘোড়া কখনো ডিম পাড়ে না; কিন্তু একবারই একটা ডিম পেড়েছে।
আরো মজার ব্যাপার হলো তাদের কথা অনুযায়ী কোন কারণ ছাড়া কার্য সংঘটিত হয় না। অথচ এক্ষেত্রে তারা বোকার মত গ্রহণ করে নিয়েছেন যে এই একটি ঘটনায় কোন কারণের প্রয়োজন পড়েনি।
অতএব বস্তুবাদীদের বস্তুর সীমানায় সৃষ্টিজগতের সূত্র নিয়ে এর বেশী ব্যাখ্যা প্রদান আদৌ সম্ভব নয়। এমনকি যদি ধরেও নেয়া হয় যে বর্তমান বিশ্ব একটি বিরাট বিস্ফোড়নের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাতে ইসলামী ধারণার কোন অসুবিধা নেই। কেননা ইসলামী চিন্তায় যে বিষয়টির প্রতি গুরুত্ব দেয়া হয়ে থাকে তা'হল বিষ্ফোড়ন হোক আর যাই হোক না কেন এর পিছনে স্রষ্টার পরিকল্পিত শক্তি কাজ করেছে।
তাই একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট যে এই বিস্ফোড়ন সংঘটিত হওয়ার পূর্বে এমন কোন অস্তিত্ব বিদ্যমান থাকতে হবে যে অস্তিত্ব তার বিজ্ঞবান পরিকল্পনার ভিত্তিতে এ বিস্ফোড়ন ঘটিয়েছেন।
শেষের এই ধারণাটুকু উপরের ধারণার সাথে সংযুক্ত করলে বিষয়টি সম্পূর্ণ যুক্তির ছকে দাড় করানো সম্ভব। নতুনা বিষ্ফোড়নের সূত্র রাজার নতুন পোষাক গল্পে ছোট শিশুর মতো ক্ষুদ্র মস্তিষ্কের মানুষরাও এই সূত্রের তথাকথিত জ্ঞানীদের মুখোশ উন্মোচন করতে সক্ষম। অবশ্য শেষোক্ত ধারণাটুকু তাদের কাছে প্রত্যাশা করা চলে না। কেননা এটা সম্পূর্ণ বস্তুবাদী বিশ্বের বাইরের কথা তাই এই কথায় তাদের আসতে হলে বস্তুর সীমানা পাড়ী দিয়ে আসতে হবে।
একথাগুলো উল্লেখ করার একমাত্র উদ্দেশ্য হল মহান স্রষ্টা অতি সুন্দর পরিকল্পনায় এ বিশ্বকে সাজিয়েছেন। আর এই বিশ্বের রাজমুকুট স্বরূপ সৃষ্টি করেছেন মানুষকে। এজন্য আল্লাহ বলেছেন আমি ভূ-পৃষ্ঠে আমার প্রতিনিধি পাঠাতে চাই। অতএব এই মানুষের প্রকৃত অবস্থান হল 'মাকামে খালিফাতুল্লাহ্' অর্থাৎ সে সৃষ্টিজগতে মহান স্রষ্টার প্রতিনিধিত্ব করবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিগ ব্যাংগ'এ একটা পরিবর্তন এনে মহাবিশ্বকে নতুন রূপ দিয়েছে, এরআগেও মহাবিশ্ব ছিল; তবে, মহাবিশ্ব তখন অন্যভাবে ছিল; সেটাও বের করার চেষ্টা করবে মানুষ; হয় সম্ভব হবে, না হয় সম্ভব হবে না।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

আলী নওয়াজ খান বলেছেন: চাাঁদগাজী@ ধন্যবাদ । সাধারণত পদার্থবিজ্ঞানের থিউরীতে সময়ের পরির্বতনের সাথে সাথে পরির্বতন আসে। তবে কোরানিক চিন্তুার আলোকে মহান প্রতিপালক মহাকাশ ও ভূ-পৃষ্ঠের যাবতীয় বিষয়াটি মানবজাতির অধীনস্থ করে দিয়েছেন । তাই সে চেষ্টা করলে আজ না হোক কাল তর্থ্য উদ্ঘাটন করতে ক্ষম হবে ।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০

নূর আলম হিরণ বলেছেন: এই মহাবিশ্ব সুন্দর পরিকল্পনায়, সুন্দরভাবে সাজানো হয়নি! প্রতিনিয়ত মহাবিশ্বে ধ্বংসযজ্ঞ চলে। এক তারাকাকে আরেক তারাকা খেয়ে পেলছে, গ্রহানুর আঘাতে গ্রহ চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে, ব্ল্যাক হোলে তারাকা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। গ্যালাক্সি গ্যালাক্সি পর্যন্ত সংঘর্ষ হয়! এত এত বিশৃঙ্খলার কারনে আমাদের দৃষ্টিসীমানায় কোন প্রাণের উদ্ভব হতে পারছে না। আমরাও এ গ্রহ ছেড়ে পালাতে পাড়ছি না।

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

আলী নওয়াজ খান বলেছেন: জনাব নূর আলম হিরণ @ মানবজাতির আবাসস্থল কিন্তু এখনো নিরাপদ । আর সবচেয়ে মজার ব্যাপার হল মানুষ তার নিজের বিষ্ময়কর সৃষ্টি রহস্যের দিকে নজর রাখে না। শুধুমাত্র তার চোখের সৃষ্টি নিপুনতা নিয়ে একটু চিন্তুা করলে নি:সন্দেহে বুঝতে পারবে এর সৃষ্টিকর্তা কতখানি বিজ্ঞবান। অতএব বিশ্বের সবকিছুই একটি পরিকল্পিত ছকেই পরিচালিত হচ্ছে, হয়তবা মানুষ আজ সবকিছুর রহস্য আবিস্কার করতে পারেনি , ভবিষ্যতে করবে ইনশাল্লাহ ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

হাফিজ বিন শামসী বলেছেন:
মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে যত বেশি জানবে স্রষ্টা সম্পর্কে তত বেশি আগ্রহী হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

আলী নওয়াজ খান বলেছেন: জনাব হাফিজ বিন শামসী @ মহান স্রষ্টার অস্তিত্ব ও তাঁর সর্ব সৃষ্টি অতি চমৎকার ও এবং বিষ্ময়কর। তাই তাঁরপানে যতবেশী অগ্রসর হওয়া যাবে ততই বিষ্ময় আর বিষ্ময় বেড়ে যাবে। ধন্যবাদ আপনকে।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

কাছের-মানুষ বলেছেন: আপাদত মন্তব্য করলাম। পরে পড়ব সময় নিয়ে।

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩

আলী নওয়াজ খান বলেছেন: জনাব কাছের-মানুষ @ অবশ্যই সময় নিয়ে পড়বেন এবং মন্তব্য করবেন। ধন্যবাদ।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: বিগ ব্যাং সম্পর্কে ধর্ম যা বলে আমি বিশ্বাস করি। আবার বিজ্ঞান যা বলে আমি সেটাও বিশ্বাস করি।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২

আলী নওয়াজ খান বলেছেন: ধন্যবাদ ।
তবে পর্দাথ বিজ্ঞানের আলোকে বিশ্বসৃষ্টির ব্যাখ্যার সাথে আস্তিকদের ব্যাখ্যার অনেক পার্থক্য রয়েছে।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

Hermes বলেছেন: তথাকথিত সেকুলার বুদ্ধিজীবি ও যুক্তিবাদীদের জন্য দাতভাঙ্গা যুক্তি উপস্থাপন করেছেন ।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪

আলী নওয়াজ খান বলেছেন: ধন্যবাদ।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ।
তবে পর্দাথ বিজ্ঞানের আলোকে বিশ্বসৃষ্টির ব্যাখ্যার সাথে আস্তিকদের ব্যাখ্যার অনেক পার্থক্য রয়েছে।

পদার্থবিদ্যা দিয়েই দুনিয়া চলছে।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

আলী নওয়াজ খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.