নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

কবিতা, গল্প কিছুই না। মনের কিছু কথা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৪

তোরা কেউ যাবি আমার সাথে সেই পৃথীবিতে???
যে খানে গেলে বুঝবি জিবনের মানে।
আয় তবে আজ আমি তোদের নিয়ে যাব অন্য এক জগতে।
___
ঘাবড়ে যাস না কোন বড় রেষ্টুরেন্টে নিয়ে যাব না,নিয়ে যাব
সেইখানে যেখানে ফেলে দেয়া নোংরা একটু খাবার কুড়িয়ে নিয়ে
২ টি ভাই বোন পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে।
কি দেখে ভয় পেলি? পেটে কামড় দিয়ে উঠলো?
ওরে ভয় নেই এ বাসি পচা খাবারে ওদের পেট খারাপ হবে না।কারন
ওরা যে এই খাবারেই অভ্যস্ত।
___
দামী কোন খাটের উপর কম্বল পেঁচিয়ে নয় আজ আমি তোকে নিয়ে
যাব সেখানে, যেখানে কোন খাট নয় রাস্তার পাশে বা কোন লঞ্চ
টার্মিনালে একটি ছেড়া বিছানার চাদর মুড়ি দিয়ে অনায়াসে
শান্তির ঘুম ঘুমায় ৫ বছরের একটা শিশু।
___
যাবি আমার সাথে? নিয়ে যাব তোকে। বড় কোন শপিংমলে নয়,
সেইখানে নিয়ে যাব যেইখানে একটুকরো ছেঁড়া কাপড়ের অভাবে
বিবস্ত্র অবস্থায় থাকে কোন মায়ের পরম আদরের সন্তান।
___
তোরা তো ডিস্ক ক্লাবে গিয়ে কত টাকাই ছুড়ে মার নগ্ন দেহের
উপড়। আজ আমি তোকে কোন ডিস্ক ক্লাবে নয় সেইখানে নিয়ে যাব
যেইখানে ২ টাকার জন্য তোর পা জরিয়ে ধরে হুমড়ি খেয়ে পরবে
ফুটফুটে একটা বাচ্চা মেয়ে।
___
জিবনে কতদিন তো স্কুলের ফিসের নাম করে বাবার পকেটের
হাজার হাজার টাকা নিয়েও স্কুল পালিয়ে গেলি সিনেমা দেখতে।
আজ কোন সিনেমা হলে নয় নিয়ে যাব সেখানে যেখানে টাকার
জন্য স্কুলে যেতে পারছে না হাজারো পথশিশু। তবে তারা এখনও
স্বপ্ন দেখে স্কুলে যাবার।
___
যাবি আমার সাথে সেইখানে??? ওদের জন্য যদি সামান্য কিছু কর
তাতেই দেখবি কত ভাললাগবে তোর।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৩

সানোয়ারুল ইসলাম বলেছেন: ধীক মানব !! মানবতা,সহমর্মিতা, আজ ভূলুন্ঠিত।সবাই চাইলেই বদলাতে পারি তবুও সবাই করে যায় অন্যায় দূর্নীতি আর অবিচার জিজ্ঞেস করলে বলে,সবাই করে আমি করলে দোষ কি?

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪০

অ্যালেন সাইফুল বলেছেন: নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ?...............

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লিখেছেন। তবে বানানের ব্যাপারে আরেকটু সতর্ক হোন।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

অ্যালেন সাইফুল বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

অ্যালেন সাইফুল বলেছেন: শুভেচ্ছা রইল।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

ফেরদৌস প্রামানিক বলেছেন: হুম, আমিও বলেছি লেখা চমৎকার হয়েছে, তবে বানান সমস্যা !

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২২

অ্যালেন সাইফুল বলেছেন: ইনশাআল্লাহ্‌ ঠিক করে ফেলব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.