![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বিএসএফের গুলিতে আবার বাংলাদেশী নিহত!"
এবার পতাকা বৈঠক হবে। সবশেষে বাঙালীদের গরুচোর উপাধি দেবে। ভারতীয় হাতি 'বঙ্গবাহাদুর' নিয়ে যারা টিভিতে টকশো করেছে তারা আবার টকশো করবে। কিন্তু হত্যা বন্ধ হবেনা !
"রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত এবং ওসি সহ তিন পুলিশ কর্মকর্তা আহত!"
জঙ্গিমুক্ত দেশে এখন যেন জঙ্গির উপচে পরা ভিড় ! পত্রিকার পাতা জুড়ে শুধুই জঙ্গিবাদের খবর। হায়রে দেশ !
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনার কাছে থিওরিটিক্যাল কোন সমাধানের পথ জানা আছে?
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: পত্রিকার পাতায় জঙ্গিবাদের খবর এটা তো ভাল,এতে হায়রে বলার কি আছে?বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার খবর আমি পত্রিকাতেই জেনেছি গতকাল।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
বেলাল উদ্দীন বলেছেন: বিএসএফের গুলি কিছু দিন পর পর বাংলাদেশীকে হত্যা করে তা খুবই দুঃখ জনক! অন্যদিকে বাংলাদেশের যে গরুর দালাল গুলো আছে তারাও কম দোষী নয়। শোনেছি, এ দালালগুলো নাকি সময় বুঝে কাটাতার গুলো কেটে তার মধ্য দিয়ে গরু নিয়ে আসে। ফলে বিএসএফও অতিরঞ্জিত গুলি করে। যাবে গুরুর দালালের পারাপার বন্ধ হয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১
বিজন রয় বলেছেন:
"বিএসএফের গুলিতে আবার বাংলাদেশী নিহত!" এই খবরটিও তো অনেক প্রত্রিকায় এসেছে।