নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

চটিবাজদের বিচার হোক।

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭


সাদা কাগজে মোড়ানো একটা বই ! এমনভাবে মোড়ানো যেন এটা গুপ্তধন টাইপের কিছু। খুব আগ্রহ নিয়ে তার টেবিল থেকে বইটা তুললাম। প্রথম পেইজ টা উল্টিয়ে বইয়ের নাম দেখে আমার চক্ষু চড়কগাছ !

'মেডিক্যাল সেক্স গাইড' নামের এই বইটার মালিকের টেবিলে আর কোন বই নেই। তার মানে, যে মানুষগুলো বই পড়তে পছন্দ করেনা তারাও চটি টাইপ বই কিনে সযত্নে লুকিয়ে রাখে। তসলিমা নাসরিন নির্বাসিত হয়েছে অথচ এইসব চটি লেখক নির্বাসিত হয়না। আর এজন্যই গুগলে 'মা' কিংবা 'নারী' শব্দটা লিখে সার্চ করলে সবার আগে যেসব লিংক আসে তার সবগুলো চটি গল্পের।

কিছু মানুষ ভাই-বোন, মা-ছেলে, বাবা-মেয়ের মত পবিত্র সম্পর্ককেও নোংরা করে প্রতিনিয়ত তৈরি করছে রোমাঞ্চকর সব চটিগল্পের বই কিংবা ওয়েবসাইট। আবার কিছু মানুষ সেইসব পড়ে পড়ে নিজেকে গরম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাচ্ছে। ভালভাবে চিন্তা করে দেখলে এই দুই দল মানুষই সমান অপরাধী। কিন্তু এই অপরাধীদের কোনো বিচার কখনওই হয়নি আর হবেও না।

এদেশে রুটি চোরের বিচার হয় কিন্তু গমের গোডাউন যে চুরি করে তার বিচার হয়না। তেমনি যারা সমাজের অস্বাভাবিক কর্মকাণ্ড তুলে ধরতে বইয়ের মধ্যে ১৮+ উদাহরণ দেয় তাদের বিচার হয় অথচ চটি লেখকদের বিচার হয়না। এইসব চটি লেখকদের কল্যাণে, আপনার আমার আগামী প্রজন্ম হয়ত খুব শীঘ্রই পশুর মত সকল সম্পর্ক অস্বীকার করে মেতে উঠবে বিকৃত যৌনকর্মে। আর 'এককালে মানুষ সৃষ্টির সেরা জীব ছিল' এটা যত্ন করে পড়ানো হবে স্কুল কলেজে।
এই সমাজ আর তার বিচার দুটোই মাশাল্লা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

এই আমি রবীন বলেছেন: আউটসোর্সিয়ের নামে কত গুলু শিক্ষিত প্রতারক পেজ ভিউ বাড়াতে এই সস্তা রাস্তা বেছে নিয়েছে।
অবশ্য অনেকের নোংরা মনমানষিকতা্ও এর জন্য দায়ী।
কি আর করা, চৈত্রের মেঘের দিকে তাকিয়ে আছি।

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

অ্যালেন সাইফুল বলেছেন: টাকা কামানোর জন্য যারা এসব করে তারাও এক টাইপের পতিতা।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

গেম চেঞ্জার বলেছেন: এরা জঘন্যতম মানুষ!! এদের বিচার কেমনে হবে!

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

অ্যালেন সাইফুল বলেছেন: আমারও সেটাই প্রশ্ন।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্রিয় ব্লগার অ্যালেন সাইফুল আপনার সাথে সমত পোষণ করছি।

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

অ্যালেন সাইফুল বলেছেন: শুকরিয়া।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৭

কালীদাস বলেছেন: মুখ খারাপ হয়ে যায় কয়েকটা তথাকথিত অনলাইন পত্রিকা আর ইন্টারনেটে টেকাটুকা কামাই করার ধান্দাবাজের ফাতরামি দেখলে। এই টাইপের লিংক দিয়ে বোঝাই বাংগালীর নেটের জগৎ।

১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

অ্যালেন সাইফুল বলেছেন: বন্ধ করার জন্য কেউ নেই।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৬

সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: আপনার লেখাটি যুক্তিক। আমি এই নরপশুদের বিচার দাবি করছি। যারা নোংরামি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে!

৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের বিবেক নেই। তবে চিন্তা করবেন না। এরা এক সময় পরিবার, সন্তানদের কাছেই নিজের কৃতকর্মের জন্য লজ্জা পাবে একদিন...

৭| ০৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২০

পাগলাগরু বলেছেন: আপনে ভাই গুগলে "মেয়ে" দিয়া সার্চ দিলেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.