![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
তুমি
সে
পাশাপাশি বসে;
সহস্র গল্প বলি নিয়মিত।
অথচ,
আমার হৃদপিণ্ডে আটকে থাকা বিষাক্ত গল্পটা
ঠিক গল্প হয়ে ওঠেনা-
ভাবলেই,
ফুসফুসে লিখে ফেলি কিছু প্রশ্ন
ওসব ঈশ্বরকেই করবো।
উল্লেখ্য, আমি জানি;
তিঁনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন।
২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +
৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮
কানিজ ফাতেমা বলেছেন: +++++ অসাধারন !
শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
হাতুড়ে লেখক বলেছেন: ফুসফুসে লিখে ফেলি কিছু প্রশ্ন
ওসব ঈশ্বরকেই করবো।
থাকুক জমা। সুন্দর কবি।