| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যালার্জি
একজন পাঠক। মূলত, পড়ার জন্যই এখানে আসা। কখনো কখনো পড়ার প্রভাবে মাথায় এলোমেলো কথারা চলে আসে। তখন তাদের না লিখে ফেললে স্বস্তি হয়না। এটুকুই, আর কিছু নেই।
দাবদাহে বৃষ্টির হালকা হিমেল পরশ বড় লোভনীয়
বর্ষার বৃষ্টি এবং শীতের হিম ভীষণ কাব্যিক
আষাঢ়ের আগমন হৃদয় সিক্ত করে।
ভিজে যাওয়ার সে রোমাঞ্চকর উপলব্ধি কবিতা সৃষ্টি করে। রোমাঞ্চিত সরস হৃদয় থেকে মাটির সোঁদা গন্ধ পাওয়া যায়। একান্ত মৌলিক গন্ধ।
সেই বরষায় বর্ষন শুরুতেই
উত্তর কোণে দাঁড়িয়ে ছিলাম নিজের বেপরোয়া ভঙ্গিতে
ভিজব না বলে।
আমি জানি, আর্দ্রতা আমার জন্য স্বাস্থ্যকর নয়
অনবরত বর্ষা এবং শীতের ঠাণ্ডা আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতিকে ব্যাহত করে
দখিন হাওয়া আমাকে ভিজিয়ে দেবার মানসে বর্ষার সঙ্গে যুক্ত হয়ে প্রবলভাবে বইতে শুরু করল
না চাইতেও সেই জলের ঝাপটা এড়ানো গেল না
এবং তার প্রতিক্রিয়াকেও নয়
পরিণতি জানা ছিল
আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো।
হঠাৎ করেই দখিন হাওয়ার দিক পরিবর্তন ঘটল
এল উত্তুরে বাতাস
শীত আসছে-
এখন আর আমি সাবধান হব না
এবার শীতে আমি ঠাণ্ডা জলেই নাইবো,
এবার শীতে আমি জমাট বেঁধে বরফ হব।
©somewhere in net ltd.