নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬


যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?

যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!

যাবি কি তুই সঙ্গে আমার
যেথায় যাব সেথায় যাবি,
আয় না সঙে, গল্প করব
সঙ্গি হবি? রাখলাম দাবী!

যন্ত্র শহর কালো ধোঁয়া
আর এখানে টিকে না মন,
দূরে যাব হেঁটে হেঁটে
সবুজ বনে হবে ভ্রমণ।

দেখবো চেয়ে বনারণ্যে
প্রজাপতির ওড়াউড়ি,
মনটারে আজ উড়াব দূর
হব বন্ধু রঙ্গিন ঘুড়ি।

লাগবে ভালো, তুই যদি আজ
সঙে আমার-হাঁটিস পথে,
আয় না বন্ধু ওঠে পড়ি
দূরে যেতে - হাওয়ার রথে।

হাওয়ার রথে পা রাখবি কি?
দেশে দেশে করবি ভ্রমণ?
রবের ধরা কী যে সুন্দর
দেখলে মনে সুখ শিহরণ।
==================
©কাজী ফাতেমা ছবি
১৭/১২/২০২৩

মন্তব্য ৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০০

বাজ ৩ বলেছেন: চমৎকার কবিতা।সবুজ বন বনানীতে হারিয়ে যেতে আমারও ভালো লাগে।চলুন হারিয়ে যাই আমরা সবাই,

১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেোথায় হারাবো, চারিদিকে সন্ত্রাস ছড়িয়ে আছে । ভয়ই লাগে এখন

তবুও হারাতে ইচ্ছে করে। শহরে ভাল্লাগে না আর

ধন্যবাদ আপনাকে

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:




নতুন বাড়ী কি শহরে না বনে বানিয়েছেন? :)
কবিতা ছোট হলেও ভাল লেগেছে ।

আমাদেরে রিজিওনে ইমগুর ব্যন্ড করায়
ইমগুর ব্যাবহার করে বড় করা সকল ছবিগুলি
এখান হতে দেখা যাচ্ছেনা । আপনার
রিজিউন হতে ইমগুরে ছবি বড় করার
সুবিধা কি এখনো আছে ।
আমার পুরান কিছু পোস্টে গিয়ে
দেখবেন ইমগুর ব্যবহৃত কন্টেন্ট/
ছবি দেখা যাচ্ছে কিনা । দয়া
করে বিষয়টি জানাবেন ।

শুভেচ্ছা রইল ।

১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বলতে গেলে বনেই, গ্রামীণ পরিবেশ উপভোগ করা যাবে আলহামদুলিল্লাহ।

ইমগোরে ছবি আপলোড করি না এখন।

https://imgbb.com/ এটাতে করি
এটাতে দেখতে পারেন।

ইমগোরে আজ ট্রাই করে দেখবো

থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। +
কবিতায় কিছুটা বিষণ্ণতা থাকলেও, স্নিগ্ধ একাকীত্বের ছবিটাও ফুটে ওঠে।
"দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর” - নগর "সভ্যতার প্রতি" কবিগুরুর এ আহবান চিরন্তন।

১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান কেমন আছেন? অনেকদিন পর আমার পোস্টে আসলেন। অনেক ধন্যবাদ। ভালো থাকুন। মতিঝিল আসলে কখনো ব্যাংকে আসিয়েন।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দারুণ, ছবি আপু!

আপনাকে না জানিয়ে কিছু অংশ নিয়ে গান বানিয়েছি। ৩টি ভার্সন।

অনুমতি না দিলে ডিলেট করে দিবো।

১) ভার্সন ১ - Click This Link

২) ভার্সন ২ - Click This Link

৩) ভার্সন ৩ - Click This Link



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.