নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"একদিন সুখী হবো\" এই লোভে বেঁচে থাকা একটা পরান...

অনাকাঙ্খিত কেউ

অতি সাধারণ একটা মানুষ...

অনাকাঙ্খিত কেউ › বিস্তারিত পোস্টঃ

“গ্রীকদেবীর মুর্তি”

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯

সুপ্রিমকোর্টের সামনে থেকে “গ্রীকদেবীর মুর্তি” কি সরানো হইছে?
অনেক আন্দোলন করলেন হুজুররা এই মূর্তি সরানোর জন্য। আমার একবন্ধু গ্রীকদেবীর মুর্তি অপসারনের ১০১ টা কারণও খুজে বের করেছিলো!

হেফাজত নেতারা সমাবেশে হুমকি দিয়েছিলো যে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্যটি অপসারণ করা না হলে 'শাপলা চত্বরের মতো পরিস্থিতি' তৈরি হতে পারে।

গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবীতে চরমোনাইর পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেব্রুয়ারীর ০৩ তারিখ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে।
অফ লাইনে অন লাইনে অনেকেই অনেকভাবে এই মূর্তি অপসারনের দাবীতে প্রতিবাদ করে ঈমানী দায়িত্ব পালন করেছেন!
আপনাদের অভিনন্দন। আপনারা আন্দোলন করে সফল হইছেন।

কিন্তু হুজুর আপনার ঘরের মধ্যে যে মূর্তি আছে সেই মূর্তিটা কবে সরাইবেন...????
অবাক হইলেন!!!
বহুত আওয়াজ দিলেন হাইকোর্টের সামনের মূর্তি সরানোর জন্য, কিন্তু জনাব আপনার ঘরের মূর্তি সরাবে কে?
আপনার বাচ্চাকে খেলার জন্য পুতুল কিনে দিছেন, এই পুতুল মূর্তি না!!!
আদরের ছেলেকে খেলনা কিনে দিলেন, এই খেলনা মূর্তি না!!!
ঘরের সৌন্দর্যের জন্য জন্য যে শো পিস রাখছেন এই শো পিচ মূর্তি না!!!
সুপ্রিমকোর্টের সামনের মূর্তি সরানোর আন্দোলন সফল।
জনাব এবার নিজের ঘরে আন্দোলন শুরু করেন।

Anyway হুজুর তারাবীহ নামাজ ২০ রাকাত না ৮ রাকাত!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:১৯

খরতাপ বলেছেন: হুজুরেরা নিজেদের ছেলেমেয়েদেরকে কখনও পুতুল কিনে দেয়না। আমি কোন হুজুরের বাসায় পুতুল বা প্রাণীর ছবি দেখিনি।

২| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২৯

সমাজের থেকে আলাদা বলেছেন: হুজুরদের কখনো এক্স-রে করানো উচিৎ নয়। সেখানে ছবি ওঠে, পর্দা করারও কোনও সুযোগ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.