নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকসন্ধানী

মন থেকে বা্ঁচার চেষ্টা করে চলেছি......

আলোকসন্ধানী › বিস্তারিত পোস্টঃ

নারীর অন্তর্বাস ব্যবহার

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭

বর্তমানে হালের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে নারীদের ব্রায়ের ব্যবহার। আসুন জেনে নেই এর উপকারিতা আর অপকারিতা সম্পর্কে।



ব্রায়ের ব্যবহার আসলে ব্যক্তিগত সাচ্ছন্দবোধের উপর নির্ভর করে থাকে।



১। ব্রা পরলেই ব্রেস্টের সেপ ঠিক থাকবে এটা একটা ভুল ধারণা।



২। বয়স বাড়ার সাথে সাথে খুব স্বাভাবিক ভাবেই ব্রেস্ট ঝুলে যাবে ব্রা তাতে কোন সাহায্য করতে পারবে না।



৩। যারা ব্রা কম ব্যবহার করেন তাদের ব্রেস্টের গঠন আর ভারসাম্য ভালো থাকে তাদের থেকে যারা দিন রাত ২৪ ঘণ্টা ব্রা পরে থাকেন।



৪। অতিরিক্ত ব্রা ব্যবহারে ব্রেস্ট ঝুলে যেতে পারে।



৫। চিকন স্ট্র্যাপের ব্রা ব্যবহারে হতে পারে বারে বারে প্রচণ্ড মাথা ব্যাথা, স্নায়ুর ক্ষতি, এমনকি হতে পারে ঘাড়ে ব্যাথা ও অবশ ভাব।



৬। ব্রা ব্যবহারে লসিকা প্রবাহের বাঁধা সৃষ্টি করতে পারে।



৭। অতিরিক্ত ব্রা ব্যবহারে ব্রেস্টে ব্যাথার ঝুঁকি বাঁড়ায়, হতে পারে ব্রেস্টে সিস্ট এমনকি ব্রেস্ট ক্যান্সারেরও ঝুঁকি রয়েছে।



৮। ৩০ দিন ব্রা ব্যবহার না করলে ব্রেস্টের গঠন অনেকটাই ঠিক হয়ে যায়, ঝুলে যাওয়াও কমে যায়, এমনকি মাসিকের আগের ব্রেস্টের ব্যাথা ও ব্রেস্টের ব্যাথাযুক্ত চাকার পরিমাণও কমে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.