![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
[ শিরনামহীন একটি ''দ্রোহ''-এর কবিতা ]
----------------------দ্রোহ
এখনো দিন কাটাই
আমি ঘুড়ি হই,সুতোর লেজে টানাটানি
সময়ের হাতে নাটাই।
কাটছেতো
দিন কাটাই
কেটেই তো যায়
আমি হাটি,দিনকেও হাটাই।
দিন যায়
চোলছে আর কি
বোজা তো শরীরের
আমার ভার কি?
এইতো যাচ্ছে
তোমার কপালে সিঁদুর বেশ লাল
আর আমার কপালে ভেজা ঘাম আছাড় খাচ্ছে।
না না সব ঠিক আছে
ভাল আছি
দূরে দাড়িয়ে তোমার ঘর দেখি
সেই ঘরে তুমি যতবার আমায় মারো,আমি ততবার তোমার চোখ ছুঁয়ে বাঁচি।
কেটে যায় এখানে আমার দিন
রাত পোহালে স্মৃতির বেঁচেকেনা শেষ,দিন উঠলেই পাওনা চুকাই....
লুকাই একটি গল্প আর আমাদের
চুকাই কিছু ঋন।
ভাল থেকো
ভালো রেখো সব দাগ তুলে মুছে,আয়নায় রেখো মুখ
বুকের দীর্ঘশ্বাস তুলে রেখো,আমি ভাল থাকবো
কমা নয় ক্ষমায়
দাড়ি টেনে দিও,ওখানে মিশে আছে যত ভুল-চুক।
©somewhere in net ltd.