![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
[ শিরনামহীন একটি ''দ্রোহ''-এর কবিতা ]
----------------------দ্রোহ
আর কত?
ঘড়ির কাটাও ছুটি নিতে চায়
খাবলে ধরে টুটি নিতে চায় বাহানারা যত !!
স্বপ্ন নেই
রাস্তা নেই
আস্হা নিয়ে আর কত?
সস্তা আবেগ মেঘের সাথে বৃষ্টি এলেই,
বাহানা খোঁজে যত !!
ছাড়ার নামটি খাঁচায় থাকে বন্দী
সহজ কিছু নয়,তবু
সহজ করেই ভাবি কত ফন্দি
রাত পোহালে সেই চারদেয়াল,চোখ খুললে খোলা জানালা
অথচ সেই পাখিটি বন্দী !!
সিলিং জুড়ে রং চটা রয় চোখ
আমি আমার ব্যথা ভুলেই থাকি
স্রেফ চারদেয়ালে লুকিয়ে থাকে শোক !!
©somewhere in net ltd.