![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
[ শিরনামহীন একটি ''দ্রোহ''-এর কবিতা ]
----------------------দ্রোহ
এই সাতসকালে চায়ের কাপে,ঠোটের ছাপে
শেষ রাত্তিরের ক্লান্তি দিলাম।
বারান্দার শেষ কোনায় না গোনায় ঘুমিয়ে আছে চন্দ্রমল্লিকা
ওকে দেখি,-
ওর আর আমার মিলটা থাকে না গোনায় !!
গোনায় যদি মিলতো হিসেব,জীবন নিয়ে হালখাতাটা থাকতনা...
রাত পোহালে শূন্য দু'চোখ ঘুম খুঁজে আর ভাগতোনা।
হিসেব কি আর?
মায়ের মত বাঘের ভয়ের গল্পতো কেউ আর বলেনা
Aim in life রচনাটা বইয়ের পাতায় আটকে গেছে
ওটাতো আর চলেনা !!
ক্যালেন্ডারের পাতা গোনা শ্রাবন গুলো হারিয়ে গেছে মুড়ির ঠোংয়ায়
জানিতো,কেউ সে খবর রাখেনা
তো হিসেব কি আর?
আবার একদিন বৃষ্টি এলে ফিরবো ঘরে
ভিড়বো ঘাটে
না চুকানো পাটটা তুলে ১ অকক্ষে ১,২ অকক্ষে ২
হাত গুণে সেই নামতা আবার শিখবো ধীরে
ছিড়ে যাওয়া বইয়ের মলাট ললাট ছুঁয়ে
শূন্য ছেড়ে সংখ্যা গেরে আওরে নিতে ফিরবো ঘরে।
এবার চোখে ঘুম এসে যা.......
©somewhere in net ltd.