![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
[ শিরনামহীন একটি ''দ্রোহ''-এর কবিতা ]
----------------------দ্রোহ
ডানা থাকলে উড়েই যেতাম
ঘুরেই যেতাম জানালায় তার কার্নিশের ঐ মেঝে
তাকিয়ে যেতাম,
দেখে যেতাম- কি করছিলে...
ভেজা চুলে তোয়াল খুলে কি ভাবছিলে ?...
রেখে যেতাম সরম চোখে আদর দিতে দু'টি পালক
বালক পাখির ভালবাসা নাহয় রেখেই যেতাম।
কাছে কিংবা দূরে
তোমার নামটি বাঁধাই করি সুরে
পাশেই তোমার থাকবো বলে কথা,থাকছি আমি...
রাখছি আমার কথা
স্রেফ দু'খানা ডানা যদি পেতাম...
ডানা থাকলে উড়েই যেতাম।
©somewhere in net ltd.