![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
[ শিরনামহীন একটি ''দ্রোহ''-এর কবিতা ]
----------------------দ্রোহ
বর্তমান,ভবিষ্যত মুখোমুখি সব
একজন যাচ্ছে,একজন আসছে
এক থেকে অগণিত স্পন্দন অহেতুক বেমাতালি নাচছে !!
মেঘের ভরসা কি,যদি কেটে তারে রোদ
ফেরে ঘর...
যদি রুপের নদী রুপ হারিয়ে জাগায় চর
ওরা মুখোমুখি
আসা-যাওয়ার অপেক্ষা কেবল,কেউ আপন নয়
তবু কেন আমার ডানায় তোমার এত ভর?
এইসব রোদ-বৃষ্টির দিন গুণে প্রহরের তিন
একদিন
সব হারিয়ে যায়।
একদিন কেউ ছিল,কেউ আছে,কেউ আসার নামে
নিরাশার ভরসা পায় !!
তবু তুমি সংখ্যা গোনো,আর আমি
থেকে যেতে চাই,- শূন্যতায়।
©somewhere in net ltd.