![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
[ শিরনামহীন একটি ''দ্রোহ''-এর কবিতা ]
----------------------দ্রোহ
-হ্যালো
-বলো,শুনছি
-তোমার কোন খোঁজ নেই!- কোথায় থাকো আজকাল?
-ঘরে,খাঁচায়
-হঠাৎ খোলা আকাশের পাখি খাঁচায় কেন?
-মানুষ মারে,ঘর বাঁচায়- তাই
- তাহলে বেঁচে আছো!
-আছি,না থেকে উপায় নেই...অজুহাত বাঁচিয়ে রাখে,
আর আমরা বাঁচি।
-ভাল আছো তো?
-ধুলো না পরলে নেহাত ফ্রেমের ছবি ভালই থাকে...
আছি।
-এমন করে না বোললেই কি নয়?- জীবন এখনো বাকী,
ফ্রেমে বন্দী হবার মত মৃত সে এখনো নয়....
-ঐ যে বললাম অজুহাত চাই
মানুষ মরেনা,আমরা মারি...
অথচ বাঁধাইকরা ফ্রেম আমাদের বাঁচিয়ে রাখে।
-ভাল থেকো
-মনে রেখো।
-রাখলেই কি থাকবে?
-অদৃষ্ট কে জানে?- থেকে থেকে নেই যেখানে,
সেখানেইতো বারবার খুঁজে পাও।
লাইনটা কেটে গেল,অদৃষ্ট চায়না সব এখানেই শেষ হোক
কথা রইলো বাকী......
©somewhere in net ltd.