![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
হঠাৎ করে ছোটবেলা মেখে আজ কোলে বসেছি বিকেলের
মায়ের হাতের গরম সিঙ্গারা,আদা চা নাকে তা দিয়ে ঘুরে গেল!!
দূরে গেল চোখ কাঁদা-পানি মেখে দ্রোহ খেলছে
ডানা মেলছে একটু একটু কালো
আলো নিভিয়ে দিয়ে আকাশে উড়বে
ঘরের দরজায় ছোটকাল ঘুরছে মুখ,ওখানে মা ডাকছে
থাকছে বাবার বকুনি-হাকুনি,আদর
বাদর বড় হয়ে যায় একদিন
একদিন সব বদলায়,
এখন আর কেউ ডাকেনা,কেউ বকেনা
আদরদেরও একদিন হারিয়ে যায় পথ,হারায় ঠিকানা!!
আজ বহুকাল পর ঘর চিনে ছোটবেলা ফিরে এলো
শুকনো নদীতে জল এলে যা হয়,তাই হলো
কেউ কিছু না জানুক,দ্রোহ জানে কি পেলো।
___________________দ্রোহ
©somewhere in net ltd.