নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দ্রোহ..একটি কবিতায় আমার জন্ম,একটি কবিতায় আমার শেষ...আমি কেউ না,কেউ নই।

আমি দ্রোহ

আমি দ্রোহ এটুকুই...

আমি দ্রোহ › বিস্তারিত পোস্টঃ

কবি তা#৮

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

[ শিরনামহীন একটি ''দ্রোহ''-এর কবিতা ]

----------------------দ্রোহ

ভাবছি,এবার বর্ষা গেলে আসছে ফাগুণে
একটা নতুন বসন্ত কিনবো
জানালায় নতুন পর্দা,বিছানায় নতুন চাদর,দুটো নতুন ফুলের টব
তাও নিতে চাই ।
পুরনো পেন্ডুলামের ঘড়ি ওটাও পাল্টাবো
দেয়ালে নতুন রং,আয়না,বিছানার ঢং ওদেরও বদল চাই
তিনটে পাঞ্জাবি তাদের রঙ জ্বলে গ্যাছে
প্যাচে পরে ফেষে গ্যাছে দরজার নব !!
তাদেরও একটা গতি না করে উপায় নেই...
আর ভাললাগেনা চার দেয়ালের শ্যাওলার দাগ
রাগেরা ধুকে ধুকে না মরে নাহয় এবার একবারই মরুক
জীবন না থাকলে
অভিমান কার?
বাঁধ খুলে দিলে তৃষ্ণার্ত ব্রক্ষ্মপুত্র-ও গিলতে চায় ফারাক্কার জল
তবে আর আমার দোষ কি?

আর কত?-
এবার কেউ আসতে চাইলে ঠিকানা তার
আবার কেউ বাঁধতে চাইলে ঘর
একটা বালিশ,একটা প্লেটে দেনায় ছুটবে ধার।
আমি আবার কারো ঘারের কাছে মাথা রেখে নতুন পথটা চিনবো...
ভাবছি,এবার বর্ষা গেলে আসছে ফাগুণে
একটা নতুন বসন্ত কিনবো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার, ভাল লাগলো :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

আমি দ্রোহ বলেছেন: শুনে ভাল লাগলো আজাদ ভাই....

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

কানিজ রিনা বলেছেন: নুতন বসন্তের সাথে, নুতন চোখ নুতন যৌবন ফিরে
আসুক। সেই কামনান্তে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৩

আমি দ্রোহ বলেছেন: বসন্ত সমান ভাগে মেপে হোক ভাগ...অংশিদার আপনিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.