![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
পথ এখন দুটো
একটা দৃশ্যমান
আরেকটা অদৃশ্য....
একটা দেখছি
আরেকটা দেখছিনা
একটায় হেঁটে হেঁটে ভাগ্য লিখছি
আরেকটায় লেখার কিছু নেই,তাই লিখছিনা।
___________________দ্রোহ
দুটো ছোট শব্দে জানাই শুরু-
ভাল আছি
দুটি ছোট শব্দে করি শেষ-
ভাল থেকো।
____________________দ্রোহ
আমি এক মহা-সত্যের কাছাকাছি প্রতিদিন ঘুমাই,-
ঘুমিয়ে পরি মৃত্যু নিয়ে !!
তুমিও কি তাই ?
________________দ্রোহ
-ছিলে কোথায়?
-ঘরের কোনে
-কি কারণে?
-মুক্তা খুঁজি নিজের বনে
-পেয়েছ কি?
-চলছে খোঁজা মনে মনে....
___________________দ্রোহ
প্রতি বিকেলেই জীবন ওড়াই বেঁধে নীল ঘুড়ি,
লাল সুতো
আর চিলেকোঠার ছাঁদে কাঁদি-কাঁদাই,কাঁদে
কিছু কালো-সবুজের ছুতো.....
.......................................দ্রোহ
ছোঁয়াছে রোগ অনেক আছে
ভালবাসার মত এত বিধ্বংসী কিছু নেই।
________________দ্রোহ
হঠাৎ করে ছোটবেলা মেখে আজ কোলে বসেছি বিকেলের
মায়ের হাতের গরম সিঙ্গারা,আদা চা নাকে তা দিয়ে ঘুরে গেল!!
দূরে গেল চোখ কাঁদা-পানি মেখে দ্রোহ খেলছে
ডানা মেলছে একটু একটু কালো
আলো নিভিয়ে দিয়ে...
এথায়,সেথায় চিনচিন করে
অথচ কোথাও ব্যথা নেই !!
ঠোটের কাছে হাসি সবার,
কান্নার দায় কেবল আকাশের.....
___________________দ্রোহ
[ শিরনামহীন একটি \'\'দ্রোহ\'\'-এর কবিতা ]
----------------------দ্রোহ
-হ্যালো
-বলো,শুনছি
-তোমার কোন খোঁজ নেই!- কোথায় থাকো আজকাল?
-ঘরে,খাঁচায়
-হঠাৎ খোলা আকাশের পাখি খাঁচায় কেন?
-মানুষ মারে,ঘর বাঁচায়- তাই
- তাহলে বেঁচে আছো!
-আছি,না থেকে উপায় নেই...অজুহাত বাঁচিয়ে রাখে,
আর...
পথ টানে,চোখও টানে...
জোয়ার-ও টানে
কপাল টানলে বৃক্ষের মত জীবও হই,
অথচ তখন
মানুষের মত জীবন থাকে না !!
___________________দ্রোহ
ঘটনা বাড়ে
অঘটন বাড়ে
অভাব,সভাব সব বাড়ন্ত
পড়ন্ত বিকেলে কেবল ঝরন্ত পাতায় জীবন নিম্নগামী
একটু পরে হাওয়া এলে সব উড়ে যাবে।
ভেবে লাভ নাই যা ভেবে লাভ তাই
ঐ যে শুনেছি- শূন্য থেকেই সংখ্যার শুরু
ভুরু কুচকে...
কেউ চলে যায় যেতে নয়
থেকে যেতে অহর্ণিশ
কেউ দূরে রয় থাকতে আড়ালে নয়
ঝুলে থাকতে মনেরও কার্নিশ.......
____________________দ্রোহ
[ শিরনামহীন একটি \'\'দ্রোহ\'\'-এর কবিতা ]
----------------------দ্রোহ
কাল চলে যাবে,
পিছু রেখে গেলেনাতো কিছু?- এমনটা নাহয় যেন
সব ঘুচিয়ে নিয়ো
গতকালের ছাদের বিকেলটা রেখে যেও,
ওটা নিতে পারবেনা বড্ড ভারী- ছাদের কার্ণিশে
দুটোহাত মিশে আছে,ওখানে...
একটা লুকানো মুখ হাতরে জানতে পারি
সেকোন এককালে
ওখানে কালো ঘেরা আলো ছিল,
কেউ কখনো ভাল ছিল
আজ ওখানে অন্ধকারে লুকিয়ে আদল
বদল দিনের গান শুনালো
ভাল থেকো কালো টিপ,ভাল থেকো লুকানো মুখ
তোমার আদলে জ্বলুক দীপ.......
___________________দ্রোহ
এই মাঝবিকেলে চোখাচোখি
জানালার পর্দা সরলে তোমার মুখ
আমার ব্যলকোনীতে একটা জীবন অনেক কথা
না বলে তা হারায় সুখ.......
____________________দ্রোহ
©somewhere in net ltd.