![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দ্রোহ এটুকুই...
এই দুপুর একলা হয়ে থাকে
ছায়ার ফাঁকে ফোটা ফোটা আলোর বিন্দু
ক্লান্তি নিয়ে ডাকে।
ঝাকে ঝাকে এবেলায় পাখিরা সব হারিয়ে গেছে
বাড়িয়ে গেছে ক্ষুদ্র ঋনে মোটা সুদের দেনা
আমার ঘরে আমার ছায়া তন্দ্রা লুটায়
আমি...
বেলা ১২ টায় দেখা হবে,
আজ আকাশ মেঘলা হলে একলা হবো
রোদ হাঁসলে দোকলা...
তাঁতের শাড়িটা পড়ে এসো,খোঁপায় দিও ফুল
কোন একদিন
তুমি না থাকার কষ্ট হবে,তবু
এভাবেই দিনের সাথে গড়িয়ে চলুক ভুল।
_________________ দ্রোহ
কেমন হয়,
যদি এমন হয়,এই বর্ষায় ভুলে যাব সব
ভেজা পাতা,ভেজা ছাতা...
লেখার খাতা সব রইবে ঠিক
শুধু স্মৃতি গুলো পাল্টে নেবে দিক ?
কেমন হয়.....
_________________দ্রোহ
ভালবাসি সহজ করে বললে তুমি বুঝবেনা
সহজ কথা সহজ হলে এটাও সত্য-
তুমি আমায় খুঁজবেনা.....
__________________দ্রোহ
আপন কথা ভুলে যাই সব
ভিজি
পরের ব্যথার বর্ষণে....
_________________দ্রোহ
মেঘ দেখেছি আড়াল করে রোদ
প্রেম দেখিছি গাঁয়েব করে বোধ !!
শোধের বেলায় ষোলআনা,সময় এলে কিসের মানা
সময় জানে উসুল নিতে খোদ !!
_________________দ্রোহ
ধরা হাতেও দূরত্ব হয়
ঘেষা ঘারেও দূরত্ব হয়
দূরত্ব হয় কাছে থাকলেও
দূরত্ব হয় মনে রাখলেও !!
কেবল
মন মনে তে জমাট বাঁধলে দূরত্ব নেই আর।
__________________দ্রোহ
জেগে থেকো
দূর্বাঘাসে শিশির
মুক্তা দেখবো অবাকে
জেগে থেকো ভোরের আলো
গায়ে
মেখে নেবো সবাকে ।
_________________________দ্রোহ
মনের অস্থিরতা ছাপিয়ে,
বাতাসের কানে কানে বলি-
"আমিতো ভাল নেই"........!!
বলো,-
তোমার খবর কি ?
----------------------------দ্রোহ
তোমার ধনু রং মেখে রয় বর্নময়ের মেলায়
আমার ধনু ধূসর কেবল,চরম অবহেলায় !!
______________________দ্রোহ
[ শিরনামহীন একটি \'\'দ্রোহ\'\'-এর কবিতা ]
----------------------দ্রোহ
বর্তমান,ভবিষ্যত মুখোমুখি সব
একজন যাচ্ছে,একজন আসছে
এক থেকে অগণিত স্পন্দন অহেতুক বেমাতালি নাচছে !!
মেঘের ভরসা কি,যদি কেটে তারে রোদ
ফেরে ঘর...
যদি রুপের নদী রুপ হারিয়ে...
[ শিরনামহীন একটি \'\'দ্রোহ\'\'-এর কবিতা ]
----------------------দ্রোহ
ডানা থাকলে উড়েই যেতাম
ঘুরেই যেতাম জানালায় তার কার্নিশের ঐ মেঝে
তাকিয়ে যেতাম,
দেখে যেতাম- কি করছিলে...
ভেজা চুলে তোয়াল খুলে কি ভাবছিলে ?...
রেখে যেতাম সরম চোখে...
[ শিরনামহীন একটি \'\'দ্রোহ\'\'-এর কবিতা ]
----------------------দ্রোহ
এই সাতসকালে চায়ের কাপে,ঠোটের ছাপে
শেষ রাত্তিরের ক্লান্তি দিলাম।
বারান্দার শেষ কোনায় না গোনায় ঘুমিয়ে আছে চন্দ্রমল্লিকা
ওকে দেখি,-
ওর আর আমার মিলটা থাকে না গোনায় !!
গোনায়...
©somewhere in net ltd.