নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভালোমানুষ হওয়ার স্বপ্ন দেখি। আর মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার দ্বারা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। মহাকবি চণ্ডীদাসের মতো আমিও মনে করি: “সবার উপরে মানুষ সত্য---তাহার উপরে নাই।” আর আমার একমাত্র দেশ---এই বাংলাদেশ।

আমি মিয়াবাড়ির ছেলে

আমি মিয়াবাড়ির ছেলে। আমি বাংলাদেশের নাগরিক। সুনাগরিক হওয়ার জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর দেশের প্রয়োজনে আমাকে একজন সুনাগরিক হতেই হবে। এই রাষ্ট্র আমাদের। জীবনে-মরণে শুধু এই রাষ্ট্রকেই ভালোবাসতে হবে। আমার আর-কোনো দেশ নাই। আমার একমাত্র দেশ বাংলাদেশ।

আমি মিয়াবাড়ির ছেলে › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার প্রথম পোস্ট: আমি সত্যের উপাসক হতে চাই

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২২


আমি সত্যের উপাসক হতে চাই

ব্লগে এসেছি দেশের জন্য আর মানুষের জন্য কিছু বলার জন্য। এই জীবনে আমি অনেক রকমের হুজুগে বাঙালি দেখেছি। কিন্তু আমি তাদের মতো হতে চাই না। আমি সবকিছু নিজের চোখে দেখে কিংবা নিজের বিবেককে জাগ্রত করে তারপর সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে সত্যের উপাসক হতে চাই। আমার প্রভু সত্য। আর আমি সত্যের প্রকৃত-বন্ধু হতে চাই। আমার জীবনে সত্য ব্যতিরেকে আর-কিছু থাকবে না। আর এই সত্যপ্রতিষ্ঠার জন্য আমি সদাসর্বদা বাংলাদেশরাষ্ট্রের পক্ষে থাকবো।

জীবনের সকল ক্ষেত্রে দেশ আর দেশের মানুষই হবে আমার সাধনার মূল বিষয়। কিন্তু যারা এই দেশে বাস করে আজও দেশের ভালো চায় না, তাদের সঙ্গে কখনও বন্ধুত্ব নয়। আমি এই দেশের কিছুসংখ্যক স্বার্থপর-অমানুষের মতো আমি স্বার্থের জন্য সাপের মুখে আবার ব্যাঙের মুখে চুমা দিতে চাই না। আমি সাপ আর কালসাপকে চিরতরে ঘৃণা করছি। আর তা চিরদিন করেই যাবো।
আমার একমাত্র সাধনা হবে সত্য।

আমি মনে করি: সত্যের চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নাই। আর সত্যের জয় একদিন-না-একদিন এই পৃথিবীতে হবেই হবে। আর সত্যকে দমিয়ে রাখার শক্তি কারও নাই। তার উৎকৃষ্ট প্রমাণ: ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ। এই জনযুদ্ধকে দমন করার জন্য পাকিস্তানআর্মি নামক হায়েনাবাহিনী যারপরনাই ষড়যন্ত্র ও চক্রান্ত করেছিলো। কিন্তু তারা সফলকাম হতে পারেনি। সত্যেরই জয় হয়েছে। আর বাঙালির বিজয় হয়েছে। আর এর থেকে বুঝা যায়: পৃথিবীর কোনো অপশক্তিই কোনোদিন সত্যকে দমিয়ে রাখতে পারেনি এবং পারবে না।

সত্য হলো মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। মানুষের সবচেয়ে বড় সাধানার নাম হলো সত্য। আর এইসত্যপ্রকাশে কখনও আপস করা চলবে না। সত্যপ্রকাশের সময় আমাদের সবাইকে নিঃসংকোচে একেবারে আপসহীন হতে হবে। সত্যপ্রকাশের জন্য—দেশ, জাতি, মানুষ আর মানবতার জন্য সত্যপ্রকাশে আমাদের সবসময় ধারালো তরবারির মতো হতে হবে। আর এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া যাবে না।
আমি দেশ, জাতি, মানুষ ও মানবতাকে ভালোবাসি। আর এদের সেবার জন্য আমি চিরদিন সত্যের উপাসক হতে চাই।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৫

প্রামানিক বলেছেন: অভিনন্দন।

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫৭

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদসহ শুভেচ্ছা। আর সঙ্গে শুভকামনা।

২| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১১

আহমেদ জী এস বলেছেন: আমি মিয়াবাড়ির ছেলে ,




এমন বাসনার প্রতি সম্মান বজায় রেখে যদি সত্যি সত্যিই আসতে পারেন তবে স্বাগতম

শুধু অনুরোধ বিতর্কে জড়াবেন না । শালীনতার ভেতরে থেকে দেশের কথা লিখে যান , মানুষের কথা লিখে যান দেখবেন সত্যিকারের ব্লগাররা আপনার সাথেই থাকবে ।

শুভেচ্ছান্তে ।

০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৯

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: সত্য বলতেই এসেছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে থাকছে শুভেচ্ছা।

৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৪০

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: সামহোয়্যারে আপনাকে স্বাগতম।
সত্য ও যুক্তি ভিক্তিক কথা বললে সবাই আপনার পক্ষে থাকবে।

০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫০

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা।

৪| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৮

নতুন বলেছেন: স্বাগতম.. হ্যাপি ব্লগিং..

০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৭

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।

৫| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং..... !:#P

০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৬

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদসহ শুভেচ্ছা।

৬| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:০০

রানার ব্লগ বলেছেন: শপথ বাক্য পাঠ শেষে দেখি কতদিন মনে রাখেন এই শপথ ।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৪

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: মনে থাকবে। আর শেষের কথাগুলো বেশি মনে থাকবে।

সত্যপ্রকাশের জন্য—দেশ, জাতি, মানুষ আর মানবতার জন্য সত্যপ্রকাশে আমাদের সবসময় ধারালো তরবারির মতো হতে হবে। আর এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া যাবে না।
আমি দেশ, জাতি, মানুষ ও মানবতাকে ভালোবাসি। আর এদের সেবার জন্য আমি চিরদিন সত্যের উপাসক হতে চাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:২২

গেম চেঞ্জার বলেছেন: উপাসক মানে কি বুঝেন, আগে সেইটা বলেন।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৩২

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: বুঝেই বলেছি। আর সত্যের উপাসনা করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.