![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিয়াবাড়ির ছেলে। আমি বাংলাদেশের নাগরিক। সুনাগরিক হওয়ার জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর দেশের প্রয়োজনে আমাকে একজন সুনাগরিক হতেই হবে। এই রাষ্ট্র আমাদের। জীবনে-মরণে শুধু এই রাষ্ট্রকেই ভালোবাসতে হবে। আমার আর-কোনো দেশ নাই। আমার একমাত্র দেশ বাংলাদেশ।
আমাদের মাঝে একশ্রেণীর ব্লগার আছে—তারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে প্রতিনিয়ত শুধু সরকারবিরোধী রাজনৈতিক লেখা ছাড়া আর কিছু লিখতে পারে না। সবসময় এদের টার্গেট ইনিয়েবিনিয়ে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার অবিসংবাদিত নেতা শেখ মুজিব ইত্যাদি। এরা বুঝেশুনে, জেনেশুনে ও স্বজ্ঞানেই এসব লিখে থাকে। উদ্দেশ্য সস্তা জনপ্রিয়তা অর্জন করা। কিন্তু এদের কলম থেকে কখনো-কোনোদিন বাংলাদেশের স্বাধীনতার প্রধান শত্রু জামায়াত-শিবির ও তাদের মিত্র বিএনপি’র বিরুদ্ধে একলাইন সমালোচনাও বের হয় না।
আপনি সমালোচনা করবেন ভালো কথা। কিন্তু আপনাকে তো গঠনমূলক সমালোচনা করতে হবে। মনে রাখবেন: কারও বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করাটা আপনার গণতান্ত্রিক অধিকার হতে পারে। কিন্তু আপনার বুকে জামায়াত-শিবিরের শ্লোগান ও তাদের দলীয় আদর্শ রেখে আপনি বর্তমান সরকারকে গালি দিচ্ছেন কেন? আপনি তো পক্ষপাতদুষ্ট আচরণে বিশ্বাসী। আপনি নিজেই তো একটা স্বৈরাচার! অথচ, সেই আপনি অহেতুক কারও প্ররোচনায় সরকারকে ‘স্বৈরাচার’ বলে বিশেষায়িত করে কেন নিজের পরিচয় জনসমক্ষে তুলে ধরছেন? আপনাকে এখন নিরেট বোকা বলবো নাকি খুব বুদ্ধিমান বলবো?
আগে নিজের সমালোচনা করুন। নিজের দিকে তাকান। আপনি মানুষ কিনা—একবার ভাবুন। আর আপনি ভালোমানুষ কিনা—সেই বিচার পরে হবে। আপনি সরকারের সমালোচনা করুন। আর তা দিন-রাত করুন। আর আপনি মসজিদে বসেও সরকারের বিরুদ্ধে অভিসম্পাত করুন এবং মনের সুখে গালিগালাজ করতে থাকুন। কিন্তু আপনি সরকারের সমালোচনা করতে গিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পর্যন্ত ব্যঙ্গবিদ্রুপ করছেন! আপনার এই ধৃষ্টতাপ্রদর্শনের পারমিশন আপনাকে কে দিয়েছে?
আপনারা সরকারের সমালোচনা করলে আমার তাতে কিছুই যায় আসে না। এমনকি সরকারেরও। কিন্তু প্রতিদিন ব্লগে এলে এইসব নিম্নমানের লেখা পড়ে মনটা খারাপ হয়ে যায়। সরকারের সমালোচনা করতে যোগ্যতা লাগে। অনেক পড়াশোনার প্রয়োজন আছে। যারা রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রদর্শন বোঝে না—তারা কীভাবে সরকারের সমালোচনা করবে? সরকারের সঙ্গে রাষ্ট্রের কী সম্পর্ক রয়েছে—তাও যাদের জানা নাই তারাই এখন সরকারের সমালোচনার নামে কয়েকটি গালিগালাজ কিংবা তৎপরিবর্তে কয়েকটি বিশেষণবাচক শব্দ-ব্যবহার করে বিমল আনন্দ অনুভব করে থাকে। ব্যাপারটি খুবই হাস্যকর। তারা মনে করে থাকে—তাদের দুই-চারটি লেখায় বুঝি সরকার কাত হয়ে এখনই পড়ে যাবে!
প্রবন্ধ-নিবন্ধ লেখা এতো সহজ নয়। সুচিন্তিত প্রবন্ধ লেখা আরও কঠিন ও জটিল কাজ। সস্তা লেখা খুব সহজ। আর বাংলাদেশের মতো যদি কোনো দেশ হয় তবে তো পোয়াবারো! এখানে, নানির বাড়ির তালগাছ নিয়ে রচনা লিখতে গিয়ে শেষমেশ নানির সতীত্ব নিয়ে টানাটানি! হায় রে বাঙালি! হায় রে ত্রিশলক্ষ শহীদের বাংলাদেশ! আমরা দিন-দিন কোথায় যেন নেমে যাচ্ছি!
অনেকের লেখায় খুব রাজনীতি থাকে। আর তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই যেন এসব নিম্নমানের লেখা লিখে থাকে। কিন্তু এর ভবিষ্যৎ কী? নিজের পায়ে কুড়াল মারা। যারা এতোটাই রাজনীতিবিদ—তাদের উচিত মাঠে গিয়ে সরাসরি রাজনীতি করা। সেখানে জমবে ভালো। দেখি, আপনি কত কী করতে পারেন! আর কত কোটি লোক আপনার সামনে-পিছনে এসে দাঁড়ায়!
আর রাজনীতি না করলে মুক্ত ও সুস্থ গদ্যচর্চা করুন। আর ব্লগটাকে সৃজনশীলতা, মননশীলতা, জ্ঞানচর্চা ও বিবেকচর্চার পীঠস্থান হিসাবে আমাদের ব্যবহার করতে দিন। আমরা সাধারণ পাঠক এখানে সৃজনশীলতার লোভে আসি—কারও সস্তা রাজনৈতিক লেখা পড়তে নয়।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: একমত হতে পারলাম না।
ব্লগারদের লিখতে হবে। লিখে যেতে হবে।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০
তারেক_মাহমুদ বলেছেন: কেউ কেউ ফেসবুক থেকে কিছু আবর্জনা সংগ্রহ করে এখানে এনে ফেলে যাচ্ছে এমনি একটা আবর্জনা এখনো প্রথম পাতায় রয়েছে, এগুলো ব্লগিং হতে পারে না।
১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই।
এরা ব্লগটাকে জগাখিচুড়ি বানাতে চাইছে। এদের কারণে ভালো-ভালো ব্লগারের অপমৃত্যু হচ্ছে।
আমরা ভালোকিছু পড়ার লোভে এখানে আসি। এসে যদি নিম্নমানের এসব লেখা পাই, তখন কী ভালো লাগে?
ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫
খাঁজা বাবা বলেছেন: মাঠে তো রাজনীতি করতে দেবেন না, ব্লগেও দেবেন না?
বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই অন্যের মতামত নিজের মতের সাথে মিল না থাকলে তা গঠনমূলক না।
জামায়াত শিবির ব্যপারটা আসলে কি? এটা কোন আদর্শ? কোন সংগঠন? নাকি ভয়? নাকি জুজু?
১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: রাজনীতির মাঠ একেবারে উন্মুক্ত। আপনার যোগ্যতা, শক্তি, মেধা ও সাহস না থাকলে রাজনীতির মতো কৌশলীখেলায় পেড়ে উঠবেন না। তাই বলে ব্লগের পরিবেশ নষ্ট করাটা ঠিক নয়।
আর জামায়াত-শিবিরের কথা বলছেন? এটা একটা পাপ। পাকিস্তানের পাপের ফসল এখন বাংলাদেশের ঘাড়ে। কেন আপনি একাত্তরের ইতিহাস পড়েননি? না পড়লে শুধু শহীদ অধ্যাপক আনোয়ার পাশার লেখা “রাইফেল রোটী আওরত” পড়ুন।
জামায়াত-শিবির কী তখন বুঝবেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
রাকু হাসান বলেছেন:
প্রযুক্তির যুগে সমালোচনা খুব হচ্ছে । কিন্তু গঠনমূলক সমালোচনার খুব অভাব । কেউ দলকানা কেউ কোনো দল বিদ্বেষী । ব্লগে গঠনমূলক নির্মহ সমালোচনাও হয় ।
খাঁজা বাবা
বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই অন্যের মতামত নিজের মতের সাথে মিল না থাকলে তা গঠনমূলক না।--হুম এটা অনেকেই মনে করে । নিজের মন্তব্যকে সাচ্চা গঠনমূলক মন্তব্য বলে দাবি করে । এমন একটা শ্রেণি আছে । বিপক্ষে গেলেও তা গঠনমূলক হতে পারে ।
পোস্ট দাতা যে বিষয়টি উল্লেখ করেছেন তাও যুক্তিযুক্ত --অবশ্যই একদল মানুষ ভাবে তাদের পক্ষে না গেলেই ওরা জামাত -শিবির /মুক্তিযোদ্ধের বিরোধী। উভয়পক্ষই নেতিবাচক ।
কোন গঠনমূলক আর কোনটা গঠনমূলক না সেটার মানদণ্ড কি ? কিভাবে একটি নির্মহ গঠনমূলক মন্তব্য রাখা যায় ?
১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: দলকানা ও অন্য দলবিদ্বেষী দুটোই খারাপ।
যে বা যারা জামায়াত-শিবির নয় তাদের এটা বলা অন্যায়।
ব্লগে ভালো লেখাও আছে এবং হচ্ছে। আলোচ্য বিষয় কারও উদ্দেশ্যপ্রণোদিত লেখা নিয়ে।
গঠনমূলক লেখা কাউকে আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা হয়।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
হাবিব ইমরান বলেছেন:
চরম বৈষম্যমূলক পোষ্ট। আপনি নিজেই তো গঠনমূলক সমালোচনা করতে পারছেন না।
আপনার সাথে একমত হতে পারছিনা ভ্রাতা। আপনি সরকার পক্ষের, অন্যজন বিরোধী পক্ষের, দুজনের মতামত এক হবে না সেটা আপনিও জানেন। কিন্তু তাদের মতামত, সমালোচনাকে আপনার অশ্রদ্ধা করার অধিকার নেই। বিএনপি, আওয়ামীলীগ, শিবির, জাতীয়পার্টি এসব বাংলাদেশের বৈধ রাজনৈতিক দল। সব দলের রাজনীতি বাংলাদেশের বৈধ নাগরিকরাই করে।
কোনটা স্পেশাল? বলতে গেলে কোনটাই আমার কাছে স্পেশাল না। সবগুলা দলই পালের গোদা। জনগণকে বোকা বানানোর কলাকৌশল তারা রপ্ত করেছে বহু আগে। চেতনা ব্যবসা সবাই ভালো পারে।
৯৬' সালের রাজনীতিতে আওয়ামীলীগ জামাত একসঙ্গে ছিল। তখন তারা রাজাকার ছিলো না। কিন্তু সেই জামাত যখন ২০০১ এ বিএনপির সাথে রাজনীতি শুরু করেছে তখন তারা খারাপ। খুব খারাপ।
এসব বৈষম্য কেন ভাই?
সব দলেই রাজাকার ছিলো, আছে, থাকবে। আওয়ামীলীগে আছে, বিএনপিতে আছে, জামাতে ছিলো তাদের ফাঁসি দেয়া হয়েছে, তাদের বিচার শেষ হয়েছে। তারা ব্যাপারটা মেনেও নিয়েছে। এ প্রজন্মের যারা এখন সেই দল করছে তাদের দোষটা কোন জায়গায় সেটা আপনি সেটা স্পষ্ট করতে পারবেন? তারপরও নির্দিষ্টভাবে জামাত - আর তাদের মিত্র বিএনপিই খারাপ আর সব সাধু।
এসব কেমন কথা ভাই?
১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: সত্যটা আপনার হজম হবে না।
আপনি খুব রেগে গেছেন।
জামায়াত আপনার কাছের মানুষ হতে পারে। কিন্তু বাঙালি জাতির নয়।
‘সব দলেই রাজাকার আছে বলে’ আপনি রাজাকারের পক্ষে সাফাই গেয়েছেন।
তাই, আপনার সঙ্গে আর কথা নয়।
ধন্যবাদ।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
মেটালক্সাইড বলেছেন: ৭০ এর প্রজন্ম অস্ত্র হাতে নিয়েছিলো আর বর্তমান প্রজন্ম হাতে কি তুলে নিচ্ছে বা নেবে প্রশ্নের উত্তর আপনাদের নিজের কাছেই। মিয়া সাহেবরা ব্লগিং করে গলাটা পেঠে গেলো .।। কিন্তু বর্তমানে দেশে দুর্ভিক্ষের যে পদধবনি শোনা যাচ্ছে সেটি নিয়ে কারা গলা পাঠাচ্ছে বা চেচাচ্ছে.।।। নিজের দেশে নিজেই এখন রোহিঙ্গা.।।।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: দেশে দুর্ভিক্ষসৃষ্টি হলে আপনি যে খুব খুশি হবেন তা আপনার কথা শুনেই বুঝা যাচ্ছে।
কিন্তু আল্লাহর রহমতে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে না, ইনশা আল্লাহ।
ধন্যবাদ।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
কামরুননাহার কলি বলেছেন: দেখুন দলকানা লোক আমার মোটেও পছন্দ না। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যা অন্য কোন উন্নত দেশেগুলোতে আছে কিনা আমার জানা নাই। তবে আমার মতে এতোগুলো দল একটা দেশে থাকা উচিত না। প্রধান দল দুটো থাকলেই হয়। জামাত, শিবির, হেফাজত বা অন্য কোন দল এসব আমার কাছে হিসাবের বাহিরে এগুলোকে আম চরম ভাবে.. কি আর বলবো। সাথে বড় প্রধান দুটোও আমার পছন্দ না। কারণ এরা সবাই একই পানির মাছ। তবে আমি একটু উচিত কথার মানুষ।
আমি শুধু এটুক জানি যে আজ দেশ ও দেশের মানুষ খুব একটা ভালো নেই। মানুষ আজ তাদের স্বাধীনতা, নাগরিকতা সবটাই হারিয়ে ফেলেছে। মানুষ না পারে গিলতে না পারে ফেলতে। তবে আমি সরকারের দোষ দিবো না। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো সরকার আজ তার জনগণের কাছে আটকে গেছে।
একটা জিনিস মনে করে দেখবেন আপনি সবাইকে যেমন মিন করে বলেছেন সেটা কিন্তু ঠিকনা ব্যক্তি স্বাধীনতা এটা সবার আছে। সবার পছন্দ অপছন্দ আছে। আপনি বলবেন আর সেটা সবাই মেনে নেবে তা তো হবে না। আপনি যেমন অন্যরাও ঠিক তেমনি। আপনি যেমন একটা দলকে ভালোবাসেন তেমনি অন্যজনে তার পছন্দ মতো কোন দলকে ভালোবাসতেই পারে এটা আপনি কাউকে মিন করে বলতে পারেন না।
আপনি যদি যুক্তিসংগত ভাবে কথা বলেন তাহলে নিজেকে প্রশ্ন করে দেখুন আজ দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে এতো এতো ধর্ষণ শিকার হচ্ছে মেয়েরা বিষেশ করে ছোট ছোট শিশুরা, বাংলাদেশে অনেক মানুষকে অন্যভাবে হত্যা করা হচ্ছে, বাংলাদেশে খাদ্যে ভিজাল দিয়ে তিলে তিলে মানুষকে মারা হচ্ছে। শিক্ষার ক্ষেতে, অষুধের ক্ষেত্র, সব ক্ষেতে এতো এতো দুর্নীতি হচ্ছে। এগুলো আপনারা কিভাবে মেনে নিচ্ছেন? এতো এতো কোটি কোটি টাকা প্রতিদিন পাচার হচ্ছে কেনো বলতে পারেন? কোটি কোটি টাকা শুধু মাত্র এক শ্রেনীর হাতে কেনো? কেনো বাংলাদেশের সাধারণ জনগণের সাথে দিনের পর দিন অন্য করা হচ্ছে। গরিব অসহয় মানুষ না খেয়ে মরছে, সামান্য টাকার আয় দিয়ে তারা বাজার ঘাট কিনতে পারছে না। অথচয় সরকারি চাকুরিজীবিদের টাকা বাড়িয়ে দিয়েছে আর দিনমজুরিদের কি হাল হচ্ছে তা কি কখনো ভেবে দেখেন?
আমি কাউকে অমানবিক কথা বা প্রশ্ন করি না। আমার কথাগুলো ভেবে তারপর উত্তর দিবেন। যদি না আমার আবার বুয়েট ছাত্র আবরার ফাহদের মতো মৃত্যু না হয়। এসব লেখার কারণে।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি জাতীর নিজস্ব রাজনীতি আছে; তবে, বিশ্ব রাজনীতির বৈশিষ্ঠ্য এখন প্রায় একই লেভেলে: জাতির উন্নয়ন, নাগরিক অধিকারের উন্নয়ন, বিশ্বের উন্নয়ন। বাংলাদেশের মানুষের রাজনীতি সেই লেভেলেমুখী কিনা?
ব্লগে রাজনীতি হলো, রাজনীতি নিয়ে আদর্শ ভাবনা ও নিজের নিজের ভাবনাকে তুলে ধরা, রাজনৈতিক বিষয়ে নিজের মতামত তুলে ধরা।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
হাবিব ইমরান বলেছেন:
লেখক বলেছেন: সত্যটা আপনার হজম হবে না।
আপনি খুব রেগে গেছেন।
জামায়াত আপনার কাছের মানুষ হতে পারে। কিন্তু বাঙালি জাতির নয়।
‘সব দলেই রাজাকার আছে বলে’ আপনি রাজাকারের পক্ষে সাফাই গেয়েছেন।
তাই, আপনার সঙ্গে আর কথা নয়। ধন্যবাদ।
আমার সঙ্গে আর কথা নয় বুঝলাম। আমি রেগেও নেই। কিন্তু আমি বিরক্ত, পাশাপাশি আমি তেলমারা চেতনাধারীও না, বলতে পারেন একটু রসকষহীন।
কিন্তু ভাই আপনিতো মারাত্মক জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মানুষ। জাতীয়তাবাদ চরমপন্থী একটা মতবাদ। জাতীয়তাবাদীরা কট্টরপন্থী হয়ে থাকে। এরা বাস্তবতা বুঝে না, যুক্তি বুঝে না, পরিস্থিতি বুঝে না। নিজে যা বুঝেছে তাতেই সব।
আরেকটা বিষয়ে আমাকে অযথা একটা দোষ দিয়ে দিলেন। আপনি বলেছেন, ‘সব দলেই রাজাকার আছে বলে’ আপনি রাজাকারের পক্ষে সাফাই গেয়েছেন। লেখাটির মর্মকথা বুঝেননি এটা বলতে দোষ কোথায়? এখানে সবাই শিখতে আসছি ভাই। লজ্জা কিসের?
বরং আমি তো আপনাকে বাস্তবতা কি তা বললাম।
যুদ্ধাপরাধী আর রাজাকার যে এক না এটা আপনি জানেন? আমি সিওর আপনি জানেন না। তাহলে তো আপনার সঙ্গেই আমার কথা বলা উচিৎ না। এরকম ইস্যু ধরে কথা না বললে কোন ইস্যুই ক্লিয়ার হবে না।
দেখুন,
মুক্তিযুদ্ধ শেষ হয়েছে ৪৮ বছর আগে, এখন তা ৪৯ বছরে পড়েছে। এখন আমাদের উন্নয়নের দিকে চোখ দেয়া উচিৎ নাকি অন্যের দোষ খুঁজে বেড়ানো উচিৎ?
মানুষ চলে নিজের বুদ্ধিমত্তায়, অন্যকারো বুদ্ধিতে নয়। তাই ব্যক্তির নিজস্ব একটা চিন্তাধারা থাকতেই পারে। পছন্দ অপছন্দ ও আলাদা আলাদা।
৭১ এ যুদ্ধ শুরু হয়েছে। মানুষ তার পছন্দের দলকে জেতানোর জন্য লেগে গেছে। (যেমন ধরুন আওয়ামীলীগ আর বিএনপির নির্বাচন বা মারামারির মত বিষয়)। তো সেক্ষেত্রে মুক্তিযদ্ধে বাংলাদেশ জিতে গেছে। তাই বিরোধীরা হয়ে রাজাকার। কিন্তু বাংলাদেশ হেরে গেলে কি হতো? বঙ্গবন্ধু বা মুক্তিযোদ্ধারা হয়ে যেত রাষ্ট্রদ্রোহী। এতে কিন্তু মেজর জিয়াও বাদ যেতেন না।
কিন্তু বিরোধীরাও আমাদের দেশের মানুষ। তাই বলে তারা তাদের কৃতকর্মের জন্য মাফ চাইলে আপনি তাদের মাফ করবেন না? যদি মাফ করতে না জানেন তাহলে আপনার মধ্যে আর পাকিস্তানি বর্বরদের মধ্যে পার্থক্য কোথায় রইল?
ঠিক আছে আপনি শাস্তি দিবেনই। ভালোকথা।
তাহলে যুদ্ধাপরাধী যারা তাদের দেন।
রাজাকার বা দালালদের কেন দিবেন? তারা কোন ক্ষতি করেনি। ক্ষতি করেছে যুদ্ধাপরাধীরা। দালালরা শুধু সাপোর্ট দিয়েছে মানে তারা সমর্থক।
বিঃদ্রঃ- যুদ্ধাপরাধী আর রাজাকার বিষয়টা নিয়ে প্যাঁচে পড়বেন নিশ্চিত। রিপ্লাইতে বললে রেফারেন্স দিয়ে দিবো, যদি আপনি জ্ঞানার্জনের ক্ষেত্রে আগ্রহী হন।
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১
নীল আকাশ বলেছেন: দেশে এখন কোন গনতন্ত্র নেই। জনগনের ভোটাধিকারকে টুটি চেপে ধরে হত্যা করা হয়েছে। রাতের আধারে চোরের মতো ক্ষমতা দখল করা হয়েছে। মিডিয়ার মুক্ত বাক স্বাধীনতা বন্ধ করে দেয়া হয়েছে। মতের বিরুদ্ধে গেলেই গুম করে দেয়া হচ্ছে।
এখন আপ্নি নিজের অবস্থান পরিষ্কার করুন, এইসব জঘন্য নিকৃষ্ট কাজের প্রতিবাদ করা কি শুধুই সরকারের বিরোধিতা?
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
মা.হাসান বলেছেন: ব্লগে ভাদু এবং বাকশালীদের উৎপাত ইদানিং বাড়িয়া গিয়াছে। আগে জানিতাম জামাতিরা জন্মনিয়ন্ত্রণ সমর্থন করেনা। এখন বোঝা যাইতেছে ভাদু এবং বাকশালীরা ঐ পথে হাটিতেছে । বিয়াই মশাইয়ের পুতা-পুতির স্ংখ্যার দিক হইতেও ইহার প্রমাণ মেলে ।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: বাকশালী-বাঘের ভয়ে
ছাগুদের আতঙ্ক তাইলে শুরু হয়ে গেছে!!!
বাকশালীদের সংখ্যা তাইলে বৃদ্ধি পাক।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
নীল আকাশ বলেছেন: আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আপনি নিজে কি সেটা আগে বলুন?? বাকশালী না ছাগু?
০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: বাকশালীদের নাম শুনে ছাগুদের মনে ভয় ধরেছে।
ছাগুরা নিপাত যাক।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩
নীল আকাশ বলেছেন: ২৪ শে ডিসেম্বর থেকে ০৩ রা জানুয়ারি,
এতদিন পর এত চিন্তা ভাবনা করে নিজেকে শেষ পর্যন্ত বাকশালী হিসেবে চিহ্নিত করলেন? ভালো অন্তত আসল চরিত্রটাও বুঝা গেল কেন এইসব রাবিশ লিখেছেন!!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: একমত হলাম এভাবে এগে যাক--------