নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালিকা

I realized it doesn't really matter whether I exist or not.

আমিনুল ইসলাম

একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়। http://aisjournal.com http://www.androidkothon.com

আমিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

লেখক ও ভাষাবিদদের দৃষ্টি আকর্ষণঃ বাংলা বানান নিয়ে কনফিউশনগুলো দূর করতে চাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০

ফেব্রুয়ারি মাসের সঙ্গে বাংলা ভাষার একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। আর তাই এই ফেব্রুয়ারিতেই হয়ে থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বইমেলা- যা প্রতিবারের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে। বাংলা ভাষার প্রতি যথেষ্ট টান ও ভালোবাসা আছে বলেই বাংলায় প্রচুর লেখালেখি করি। এছাড়াও কয়েকটি ওয়েবসাইটও চালাই বাংলা ভাষায়। কিন্তু সমস্যা হচ্ছে বাংলা বানান নিয়ে। বাংলা বানানরীতির বই হয়তোবা কোথাও কিনতে পাওয়া যায়, কিন্তু কেনা সম্ভব না বিধায় যেসব বানানগুলো নিয়ে আমার কনফিউশন রয়েছে, সেগুলো এখানে তুলে দিচ্ছি। আশা করছি সঠিক তথ্য দিয়ে শুদ্ধ বানানে বাংলা লিখতে সহায়তা করবেন।



সাথে/সঙ্গে

অনেকে পরামর্শ দিয়ে থাকেন দৈনিক পত্রিকা থেকে বাংলা বানানের সহায়তা নিতে। কারণ, তারা নাকি সময়ের সঙ্গে সঙ্গে তাদের বানানরীতিকে হালনাগাদ করে থাকেন। কিন্তু কিছু কিছু বানান একেক পত্রিকায় একেকরকম ভাবে লেখা হয়। তার মধ্যে একটি হলো "সাথে/সঙ্গে"। প্রথম আলোসহ বেশকিছু পত্রিকা তাদের লেখায় সাথে এর পরিবর্তে সঙ্গে ব্যবহার করে থাকে। আমি শুনেছি সাথে শব্দটা সাধু ভাষা। সেই হিসাবে চলিত ভাষার সঙ্গে সাধু ভাষার মিশ্রণ দূষণীয়। কিন্তু নয়াদিগন্তসহ আরো বেশকিছু পত্রিকায় প্রতিদিনই সাথে লেখা হয়ে আসছে।



প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ



কোনটা সঠিক?





এছাড়াও নিচেরগুলো থেকে সঠিকটা বেছে দিন।

বৈরি/বৈরী

আনুষঙ্গিক/আনুষাঙ্গিক

বন্দি/বন্দী

ইতিমধ্যে/ইতোমধ্যে

ভিড়/ভীড়

বরং/বরঞ্চ

বৈরিতা/বৈরীতা

প্রতিযোগীতা/প্রতিযোগিতা - প্রতিযোগী/প্রতিযোগি

সহযোগীতা/সহযোগিতা - সহযোগি/সহযোগী

দায়ি/দায়ী

দাবি/দাবী

নেহাত/নেহায়েত

উপযোগী/উপযোগি - বিশ্বব্যাপি/বিশ্বব্যাপী

দাগি আসামী/ দাগী আসামী





আপাতত এতটুকুই মনে আসছে। পরে মনে আসলে আরো জানাব। অনুগ্রহ করে সঠিক বানানটি বলে দিন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৪

আতিকুল হক বলেছেন: কনফিউশন - সন্দেহ :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৯

আমিনুল ইসলাম বলেছেন: হুমম।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৯

নাঈম বলেছেন: ভালো পোষ্ট.......

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১০

আমিনুল ইসলাম বলেছেন: তা মানলাম। কিন্তু সঠিক কোনটা তা কেউ বলছে না কেন :(

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৬

কৌশিক বলেছেন: বাংলা একাডেমীর ডিকশনারীটা দেখা যেতে পারে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩১

আমিনুল ইসলাম বলেছেন: কোথায় পাওয়া যাবে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩১

আমিনুল ইসলাম বলেছেন: দাম কতো হবে?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৩

পারভেজ রবিন বলেছেন: এসব ব্যাপারে ভাল বলতে পারবেন ব্লগার ম্যাভেরিক। উনি এ বিষয়ে বিশেষজ্ঞ।

'ইতোমধ্যে' সঠিক। 'ইতিমধ্যে' ভুল হলেও প্রচলিত।
বন্দি/বন্দী উভয়ই প্রচলিত।
বিশ্বব্যাপী, উপযোগী এদুটোই অধিক ব্যবহৃত। বিশ্বব্যাপি, উপযোগি এই বানান আমি কখনো দেখি নি।

তবে কিছু শব্দে ি ও ী উভয়ই ব্যবহৃত হয়। ক্ষেত্র বিশেষে উভয়ই সঠিক। 'কি' লেখা হয় অব্যয় বোঝাতে, যেমন, 'সে কি এসেছিল?' 'কী' লেখা হয় সর্বনাম, বিশেষণ ও ক্রিয়া বোঝাতে, যেমন, "এটা কী বই?"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৭

আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। ওনার পোস্টে এই পোস্টের লিঙ্ক রেখে এসেছি। আশা করছি ওনার মন্তব্য পাবো।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬

পারভেজ রবিন বলেছেন: বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানের দাম ৩৪০ টাকা। সংক্ষিপ্ত বাংলা অভিধানের দাম ২০০ টাকা। বাংলা একাডেমী হতে কিনলে ৩০% কমিশন পাবেন। বাইরে হতে গায়ের দাম নিতে পারে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪১

আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। দামটা একটু বেশি :( তবুও কিনতে হবে। মূলত বিবর্তনের জন্য।
http://bn.biborton.com/

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪১

পারভেজ রবিন বলেছেন: বাংলা একাডেমীর আরও দুটি অভিধান হল উচ্চারণ অভিধান ও বানান অভিধান।

ভাই পত্রিকার প্রুফ রিডারদের ভাত মাইরেন না। তাই সাংবাদিকরা শুদ্ধ বানান শিখে না।

পত্রিকার বানান রীতি অনুসরণ না করাই ভাল। বাংলাদেশের পত্রিকাগুলো দীর্ঘদিন সাবেক ইংলিশ অধিনায়কের নাম লিখেছে 'ভঘান'।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪২

আমিনুল ইসলাম বলেছেন: হা হা। পত্রিকায় ভুল লিখলেও সমস্যা নেই কারণ প্রুফ রিডাররা "হয়তো" ঠিক করে দেবে। কিন্তু http://bn.biborton.com/ এর জন্য আমাকে সঠিক বানানটা জানতেই হবে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৫

পারভেজ রবিন বলেছেন: ম্যাভেরিক ভাই আপততঃ ব্যস্ত আছেন। উনি খুব হেল্পফুল, ব্যস্ততা কমলে মন্তব্য করবেন আশা করি। উনি এসব বিষয়ে পালাক্রমে পোস্ট দেবেন।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৮

কৌশিক বলেছেন: আপনি না কিনেও ডিকশনারীটা পেতে পারেন। একটা ওয়েব আছে http://ovidhan.org/

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯

আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। তবে এখানে বানানরীতির কিছুই নেই।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২

অনিশ্চিত বলেছেন: সঙ্গে/সাথে
- সাধু ভাষায় সাথে, চলিত ভাষায় সঙ্গে।

বৈরি/বৈরী
- দুটোই ঠিক হলেও বৈরি লেখা উচিত। তবে ি কার বা ী কার যাই ব্যবহার করুন না কেন, সবজায়গায় একই নিয়ম বজায় রাখা উচিত।

আনুষঙ্গিক/আনুষাঙ্গিক
- আনুষঙ্গিক শুদ্ধ।

বন্দি/বন্দী
- বৈরির নিয়ম।

ইতিমধ্যে/ইতোমধ্যে
- ইতিমধ্যে ভুল, শুদ্ধ হলো ইতোমধ্যে। তবে ইতিমধ্যে ভুল কিন্তু প্রচলিত। এটা ব্যবহার না করাই উচিত।

ভিড়/ভীড়
- বৈরির নিয়ম।

বরং/বরঞ্চ
- বরং (বাহুল্য দোষে দুষ্টরা বরঞ্চ ব্যবহার করেন)।

বৈরিতা/বৈরীতা
- বৈরিতা। বৈরী যদি ী কার দিয়েও লিখেন, তাহলেও বৈরিতা হবে। কেন তা পরেরটার ব্যাখ্যায় দেখুন।

প্রতিযোগীতা/প্রতিযোগিতা - প্রতিযোগী/প্রতিযোগি
- প্রতিযোগী শুদ্ধ। তবে এর সাথে তা যুক্ত হলে সেটা ি কার হবে। সুতরাং প্রতিযোগিতা শুদ্ধ।

সহযোগীতা/সহযোগিতা - সহযোগি/সহযোগী
- আগের উদাহরণ দ্রষ্টব্য।

দায়ি/দায়ী
- বৈরি দেখুন।

দাবি/দাবী
- বৈরির নিয়ম।

নেহাত/নেহায়েত
- নেহায়েত। নেহাত বলে কোনো শব্দ নেই।

উপযোগী/উপযোগি - বিশ্বব্যাপি/বিশ্বব্যাপী
- প্রতিযোগীর নিয়ম।

দাগি আসামী/ দাগী আসামী
- ি কার ব্যবহার করাই ভালো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

আমিনুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে নেহাত শব্দটা আমি দৈনিক প্রথম আলোয় একটি প্রতিবেদনে দেখেছি। তাই আমিও বুঝতে পারিনি নেহাত শুদ্ধ নাকি নেহায়েত।

প্রথম আলোর মতো একটি পত্রিকা এমন ভুল করবে এটা মোটেই প্রত্যাশিত ছিল না।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৫

অনিশ্চিত বলেছেন: প্রথম আলো প্রায়ই ভুল করে।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৩

ম্যাভেরিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, 'সঙ্গে' শব্দটি সাধু। 'সাথে' চলিত, এর সমান্তরাল সাধু শব্দটি হল 'সহিত'।

(১) সংস্কৃত /-ইন্/ প্রত্যয়ান্ত শব্দের(সহযোগিন্/প্রতিযোগিন্/স্থায়িন্/ব্যয়িন্ প্রভৃতি) বাংলা পুরুষবাচক রূপ ঈ-কারান্ত। কিন্তু এদের শেষে /-তা, -ত্ব/ যুক্ত হয়ে যখন বিশেষ্য গঠিত হয়, বিশেষ্যটিতে /-ই/ কার চলে আসে।
বৈরী--বৈরিতা
বন্দী--বন্দিত্ব
প্রতিযোগী--প্রতিযোগিতা
সহযোগী--সহযোগিতা
দায়ী--দায়িত্ব
উপযোগী--উপযোগিতা

(২) আনুষঙ্গিক শুদ্ধ।
ইতিমধ্যে প্রচলিত, কিন্তু অশুদ্ধ।

(৩) বাংলা একাডেমির প্রস্তাবনা অনুযায়ী সকল 'অতৎসম' শব্দে কেবল /ই, উ/ এবং তাদের /ি, ু/ চিহ্ন ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক এবং জাতিবাচক শব্দের বানানেও। ফলে,
ভিড়, দাবি, দাগি আসামি গ্রহণযোগ্য।

(৪) -ব্যাপী একটি /ঈ/-কারান্ত পরপদ, তাই
বিশ্বব্যাপী, কালব্যাপী, দিনব্যাপী।

(৫) সরলতার জন্য 'বরং' অধিকতর গ্রহণযোগ্য। 'নেহাত' সঠিক শব্দ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩০

আমিনুল ইসলাম বলেছেন: কথায় মিল খুঁজে পেলাম না। সঙ্গে শব্দটি সাধু??? আর সাথে শব্দটি চলিত??? আর কারও কাছে শুনলাম না এমনটা।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮

ম্যাভেরিক বলেছেন: কিছুক্ষণ পরে কমলাকান্তের ডাক হইল। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে 'সঙ্গে' করিয়া এজলাসে লইয়া গেল। দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া, ব্যাপারখানা বুখিতে পারিলাম।
[কমলাকান্তের জবানবন্দি--বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়]

বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম। মন্ত্র পড়ার 'সঙ্গে সঙ্গেই' স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাধঃকরণ করা হ্য়। ...

আমার মনে একটা ভাবনা ছিল যে, লেখাপড়া জানা বড়ো মেয়ে, কী জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে। কিন্তু অতি অল্পদিনেই দেখিলাম, মনের রাস্তার 'সঙ্গে' বইয়ের দোকানের রাস্তার কোনোজায়গায় কোনো কাটাকাটি নাই।...

বাপ হাসিতে হাসিতেই বলিলেন, "ফের যদি আসি, তবে সিঁধকাটি সঙ্গে করিয়াই আসিব।"
[হৈমন্তী--রবীন্দ্রনাথ ঠাকুর]

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২

আমিনুল ইসলাম বলেছেন: ধনবাদ। দৈনিক পত্রিকাগুলো তাহলে সঙ্গে লিখে কেন? আমাকেও তো সঙ্গে লিখতে হয়। যদি সাথে লিখি তাহলে প্রুফ রিডাররা সেটাকে সঙ্গে করে দেয়।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০

ম্যাভেরিক বলেছেন: বুখিতে --বুঝিতে

কোনোজায়গায় --কোনো জায়গায়

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪

অনিশ্চিত বলেছেন: আমার মনে হয় কোথাও কোনো সমস্যা হচ্ছে। সাথে শব্দটি সাধু, সঙ্গে চলিত। তাও আবার চেক করা দরকার।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯

অনিশ্চিত বলেছেন: সাথে-সঙ্গে সমস্যার সমাধান পাওয়া গিয়াছে। উৎস অনুসারে সাথে শব্দটি সাধু রীতি, সঙ্গে চলিত রীতির অন্তর্ভুক্ত।

কিন্তু কাব্য বা পদ্য লিখিবার বেলায় সবসময়ই সাথে লিখিতে হইবে, আর গদ্যরচনা লিখিবার বেলায় সঙ্গে লিখিতে হইবে। স্বয়ং বঙ্কিমচন্দ্র নাকি এই ধারাটা চালু করিয়াছিলেন এবং রবীন্দ্রনাথ এইটা মানিয়া চলিয়াছেন।

--- একজন ব্যাকরণজানা মানুষের সাথে কথা বলিয়া নিশ্চিত হইয়াছি। তবে তিনি এই মুহূর্তে কোনো রেফারেন্স দিতে পারেন নাই। রেফারেন্স পরে বাহির করিয়া জানাইবেন বলিয়াছেন। তবে এই ব্যাপারে তিনি নিশ্চিন্ত।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩

ম্যাভেরিক বলেছেন: "ভাষা সৌরভ" নামের একটি ব্যাকরণগ্রন্থে, লেখকের নাম সম্ভবত মাহাবুবুল হক বা অনুরূপ বানানের, সাধু-রীতিতে "সহিত" এবং এর রূপান্তরে চলিত-রীতিতে "সাথে" উল্লেখ করা আছে।

আমার মতে, যেহেতু বর্ণের সংকোচন হয় না, যা সাধারণত সাধু-চলিত ক্রিয়াপদের ক্ষেত্রে ঘটে থাকে, সেহেতু "সাথে/সঙ্গে" উভয়টির ব্যবহারে কোনো আপত্তি করা উচিত নয়। তা না হলে, ভাষার শব্দভান্ডার কমে যাবে, ভাষা বৈচিত্র হারাবে, এবং সেই সাথে বরং জটিল হবে। কারণ কিছু বলতে গেলে "সাথে/সঙ্গে"র মত নিরীহ শব্দেও যদি সাধু-চলিত চিন্তায় মনোনিবেশ করতে হয়, ভাষা সাবলীল হবে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৪

আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। তবুও কনফিউশন থেকে যায় আর কি। সাথে ব্যবহার করবো নাকি সঙ্গে :(

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫

নাজিম উদদীন বলেছেন: সাধু ও চলিত ভাষার মিশ্রণ এখন আর দোষণীয় নয়।

সেই সত্য যা রচিবে তুমি
আর সব সত্য নহে।

সমানে লিখে যান।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০২

আমিনুল ইসলাম বলেছেন: এইটা কী বললেন :-/

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১২

সাঈফ শেরিফ বলেছেন: ঈ-কার বিরোধী বিপ্লবের কারণে অনেকেই শুদ্ধ ভেবে "শতাব্দি" লিখেন। কাপড় পরার 'র' ছাড়া সব ধরনের পড়াতে "ড়"- এটা অনেকেই ভুলে যান। আকাঙ্ক্ষা বানানে ভুল বশত "ক্ষ" বদলে "খ" ব্যবহার করতে দেখা যায়। "দিঘি, বুদ্ধিজীবী" বানান ভুল হয় প্রায়শ।

"নিচ তলায় নতুন ভাড়াটে এসেছে, আর তুমি এত নীচ!" ঈ-কার, ই-কার হেরফেরের কারণে অর্থই বদলে যায়, সেটা ভাবার সময় কোথায়?

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৫

আমিনুল ইসলাম বলেছেন: আমি ঠিক এই জিনিসটাই খুঁজে বের করতে চাচ্ছি যে কোন কার ব্যবহার করলে কোন অর্থ প্রকাশ হয়।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৯

বাফড়া বলেছেন: নিচ / নীচ দুইটা তে অর্থভেদে সম্ভবত ি /ী দুটাই ব্যাভার করা সম্ভব... বানান এর ব্যাপারে তেমন ধারনা নেই.. তবে রফিক আাজদের কবিতার বইয়ে কোথায় জানি লেখা পেয়েছিলাম যে যেসব বানান ই এবং ঈ দুই কারেই প্রচলিত সেখানে ই-কার টাই ব্যাভার করতে হবে না জানি কি.। যেমন হাতি / হাতী এখানে হাতি টাই লিখতে হবে...

তরাপরো দেখে নেবেন

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩২

আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.