নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেয়ালিকা

I realized it doesn't really matter whether I exist or not.

আমিনুল ইসলাম

একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়। http://aisjournal.com http://www.androidkothon.com

আমিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পুরনো সামুকে মিস করি :(

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

একটা সময় ছিল, সামুর স্বর্ণযুগ বলা যায় যে সময়টাকে, যখন সামুতে মজার একঝাঁক ব্লগার প্রায় সবসময়ই নেটে থাকতো। তাদের কখনও মজার, কখনও গভীর চিন্তার প্ররোচক কিংবা কখনও গল্প-কবিতা দিয়ে সামু পরিপূর্ণ থাকতো। প্রায় প্রতিটা পোস্টে থাকতো প্রাণবন্ত আলোচনা। মজার পোস্টে মজাদার কমেন্টের বাহার আর সিরিয়াস পোস্টে সিরিয়াস ধরনের আলোচনা।



সেই সময়টায় অনেক সময় কাটানো হতো সামুতে। একটা ভার্চুয়াল পরিবার মনে হতো অচেনা পাঠক-লেখকদের এই আড্ডাখানাতে। কিন্তু ইদানিং, ইদানিং না আরও অনেক আগে থেকেই সামুতে আর ঢুকলে লগইন করতেই ইচ্ছে করে না। হোমপেজে সব রাজনৈতিক আর ধর্মীয় বিতর্কে ভরপুর। এগুলোর বিরোধিতা করছি না, বরং একসময় পোস্টের ভিন্নতা ছিল, যেটা এখন খুব একটা দেখা যায় না।



সামুর সেই সময়গুলো মিস করি অনেক। আজ অনেকদিন পর পুরনো পোস্টগুলো ঘাঁটতে গিয়ে মনে পড়লো সামুর সেসব দিনের কথা। কে জানে হয়তো সেসব ব্লগাররা এখনও সামুতে আছেন; নতুন কোনো নিকে কিংবা পুরনো নিকেই চুপচাপ অবস্থায় মাঝে মাঝে এসে ঘুরে যান।



সেই দিনগুলো যদি ফিরে আসতো! :(

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :(

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

আমিনুল ইসলাম বলেছেন: :( :( :( :( :(

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

আমিনুল ইসলাম বলেছেন: এই তো। আগের মতোই লেখালেখি করি (আগের চেয়ে বেশি করি), কিন্তু স্পেসিফিক কিছু ব্লগে, পত্রিকায় আর ইংরেজিতে। আজ অনেকদিন পর সামুকে মিস করছি তাই পোস্ট করলাম।

আপনার কী খবর?

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধর্য ধরুন সোনালি যুগ ফিরে আসবেই।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

আমিনুল ইসলাম বলেছেন: মনে হয় না।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: বাংগালীরা ব্লগিংএ ভালো করছে, সোনালীদিন সামনে, পেছনের স্মৃতিকে সবাই বড় করে দেখে, সেটা ভালো।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

মুর্দা ফকির বলেছেন: :( :( :( :(

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

আমিনুল ইসলাম বলেছেন: :( :( :( :(

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: আপনি নিজেই হয়তো এখন নিয়মিত না। কারণ, এখনোও প্রচুর ভাল গল্প, কবিতা, প্রবন্ধ, আলোচনা, ফান আরো অনেক কিছুই হয়। আর ভাল থাকলে খারাপও থাকবে, আপনি ভালটাই গ্রহণ করুন।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

আমিনুল ইসলাম বলেছেন: হতে পারে। যখনই ঢুঁ মারি তখনই হোমপেজে ওসব পোস্টের সমাহার দেখি। হয়তো সংখ্যাটা অনেক কমে গেছে।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওহ। আমি পড়ালেখা করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

আমিনুল ইসলাম বলেছেন: হুম। :)

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

জাহিদ.হাসান০৮ বলেছেন: আমিও অনেক মিস করি। :( :( :(

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

আমিনুল ইসলাম বলেছেন: :( :( :(

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

বেঈমান আমি. বলেছেন: আফসোস না করে সবাই মিলে আবার এক্টিভ হোন।সব ঠিক হয়ে যাবে । :)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

আমিনুল ইসলাম বলেছেন: আমি একা হলে তো আর হবে না..

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: সময় কখনো থেমে থাকেনা, এগিয়ে যায় । অতীত সব সময়ই সুখকর । বর্তমান সবচেয়ে কঠিন, কারণ বর্তমানের রস পুরো আস্বাদন করতে চাইলে সময়ের সাথে ম্যাচ করতে হয় । অতীত আঁকড়ে থাকা সহজ, সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়া কঠিন ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

আমিনুল ইসলাম বলেছেন: হুমম।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমিও মিস করি।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

রাতমজুর বলেছেন: অক্ষনতরি বাইচ্চা আছেন ছামুতে, মামু? :-B B:-)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬

আমিনুল ইসলাম বলেছেন: আপনেরে চিনা চিনা লাগে :-/

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: যায় দিন সব সময়ই ভাল থাকে! আজকে যারা সামুতে এক্টিভলি ব্লগিং করছে তারা একটা সময় যখন পুরান হওয়া যাবে তখন দেখবেন আপনার মত করে পোস্ট দিছে - আহারে আগে কি সুন্দর দিন কাটাইতাম।


২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৩

আমিনুল ইসলাম বলেছেন: হুমম।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

পাউডার বলেছেন:
হ মিস্করি

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

আমিনুল ইসলাম বলেছেন: মিঠু

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

উদাস কিশোর বলেছেন: কি করে ফিরবে স্বর্ণযুগ !
আপনার মত পুরোনো ব্লগার রাই যদি সটকে পরেন আর গোপনে থাকেন !

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

আমিনুল ইসলাম বলেছেন: আমি ফিরলেও লাভ নেই। আমি একা আর কী করতে পারবো। :

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

খেয়া ঘাট বলেছেন: সেই দিনগুলো যদি ফিরে আসতো!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

আমিনুল ইসলাম বলেছেন: আসবে না। :(

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

মিজভী বাপ্পা বলেছেন: মিস আগের সামু ঠু :((

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

হতাশ মিজান বলেছেন: সত্যি মিস করি তাদের

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫

রাতমজুর বলেছেন: ক্ষেক্ষেক! ওইডা সামুর পুরানা ভুত তাই চিনা চিনা লাগে :D

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

আমিনুল ইসলাম বলেছেন: :-/

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

পাউডার বলেছেন:
পিষে ফেল মিজান।

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১১

চানাচুর বলেছেন: :(

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

আমিনুল ইসলাম বলেছেন: :(

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

আমিই মিসিরআলি বলেছেন: সুমন কর বলেছেন: আপনি নিজেই হয়তো এখন নিয়মিত না। কারণ, এখনোও প্রচুর ভাল গল্প, কবিতা, প্রবন্ধ, আলোচনা, ফান আরো অনেক কিছুই হয়। আর ভাল থাকলে খারাপও থাকবে, আপনি ভালটাই গ্রহণ করুন।

সহমত ওনার সাথে,
তবে আপনার এই পোষ্টটাও কিন্তু ব্যাতিক্রমিই হয়েছে :)
হবে অবশ্যই হবে :) !:#P !:#P

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

আমিনুল ইসলাম বলেছেন: দেখা যাক। :/

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১১

কস্কি বলেছেন: এক্টা সময় সবকিছুই তাদের নিজ্বস্ব আকর্ষণ হারায়!!! :(

নানা কারণে, সামুর অবস্থা ও সেই অবস্থা হয়েছে!!!

অনেক্টা, সেই পিচ্চিকালের রেডিওর মতো!! এফ.এমের কল্যাণে শহুরে কিছু মানুষ হয়তো এখনও শুনছে!! কিন্তু সেই পিচ্চিকালের বাংলাদেশ বেতারের নাটিকা এখন ...................... :( :(


আমি নিজেও মনেহয় দিনতিনেক পরে সামুতে আসলাম!! সারাক্ষণ আশেপাশে থাকলেও কেন জানি সামুতে আসতে ইচ্ছে হয় না .......অথচ কয়দিন আগেও প্রায় টুকটাক সারাদিন ই ব্লগে পরে থাকতাম ..............:(

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

আমিনুল ইসলাম বলেছেন: কথা ঠিক। :(

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

ইসটুপিড বলেছেন: ফেসবুকে কেলানি আর হিটের বেচাকিনি বন্ধ কইরা দেন, সব ঠিক হয়া যাইব আবার।

সুমন কর বলেছেন: আপনি নিজেই হয়তো এখন নিয়মিত না। কারণ, এখনোও প্রচুর ভাল গল্প, কবিতা, প্রবন্ধ, আলোচনা, ফান আরো অনেক কিছুই হয়। আর ভাল থাকলে খারাপও থাকবে, আপনি ভালটাই গ্রহণ করুন।

খিকজ! ২বছর ব্লগিং কইরা আপনের মনে হয় এখনও ঐগুলা আসে ব্লগে। ভালর ডেফিনিশন শিখন লাগব নতূন কইরা,

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

আমিনুল ইসলাম বলেছেন: আপনাদের জন্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.