নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I ♥ MYSELF

আরোগ্য

পৃথিবী আজ তার বার্ধক্যে এসে পড়েছে, শৈশব পেরিয়ে যৌবন ও সে হারিয়েছে, তাই বৃথা আনন্দ করো না, ক্ষণিকের সময় হাতে, নশ্বর এ পৃথিবী যেন মৃত্যুর দ্বারপ্রান্তে। সে মৃত্যু আসার আগে আজ তীর্থে ভ্রমণ করো, পবিত্র জলে হে পৃথিবী তুমি অবগাহন করো, ধুয়ে ফেলো তোমার গায়ের শত কালিমা, সাজিয়ে নাও বিদায়ের আগে আবার আঙিনা।

আরোগ্য › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্ট

১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬



ওসমান হাদী অন্যতম জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, স্পষ্টবাদী কণ্ঠ, প্রতিবাদী চেতনা লালনকারী, ঢাকা ৮ নং আসনের নির্বাচন প্রার্থী আজ জুমুআর নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর গুলিবিদ্ধ হয়েছে অথচ আমাদের ব্লগে তাকে নিয়ে একটি পোস্ট নেই, তাই বিবেকের তাড়নায় সাময়িক পোস্ট করছি। এই মুহূর্তে সে লাইফ সাপোর্টে আছে, তার অবস্থা আশঙ্কাজনক। পরম করুণাময়ের কাছে তার জন্য সুস্থতা ও নেক হায়াত কামনা করছি এবং একের পর এক কাঠের পুতুল সরকারী ব্যবস্থা থেকে মুক্তির প্রার্থনা করছি। দেশটা পুরাই মগের মুল্লুক হয়ে গেছে যেখানে জন্মের চেয়ে মৃত্যু সহজ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ কুতুব বলেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টার কুম্ভকর্ণের ঘুম দিয়েছে। ডেইলি খুন হচ্ছে!

১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩

আরোগ্য বলেছেন: যেখানে ৩০০ আসনে দেশ চলেনা সেখানে হাতে গোনা কয়েকটা অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে দেশটার বারোটা বাজিয়ে দিল।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

জুলাই পরবর্তী ক্ষমতা-টাকার সাথে আপোসহীন একমাত্র তরুণ নেতা ছিল হাদী।
এই ছেলেটার সাথে এমন একটা ঘটনার ইউনুস প্রসাশন ব্যর্থতা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা
পরিস্থিতি চিত্র উঠে। অবস্থা সংকটাপন্ন তারপর ও প্রান ভরে দোয়া করি হাদী সুস্থ হয়ে উঠুক।
হাদী সারা বাংলাদেশের মজলুম জনতার কন্ঠস্বর।

১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

আরোগ্য বলেছেন: আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক। ওর কিছু হলে দেশের পরিস্থিতি হয়তো আবারও ভয়াবহ হবে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ হাদীকে দ্রুত সুস্থ করে দিন। দেশের অবস্থা দিনকি দিন আরো খারাপের দিকেই যাবে মনে হচ্ছে। দেশের প্রতিটি নাগরিককে হেফাজত করুন।

১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩২

আরোগ্য বলেছেন: কঠিন সত্যি এটাই যে, দেশ অনিরাপদ, দেশের মানুষ অনিরাপদ। জানিনা সামনে কি অপেক্ষা করছে তবে খারাপ কিছু আশঙ্কা করছি। একমাত্র আল্লাহই ভরসা,।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই কি শতাব্দীর সেরা নির্বাচনের নমুনা ?
তফশীল ঘোষনার ২৪ ঘন্টা পার হলো না ???

.......................................................................
প্রতিবাদী কন্ঠকে যুগে যুগে এভাবেই থামায়ে দেয়া হয়
আমরা বেঈমান, আমাদের চরিত্র বদলাবে না ।

১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৪

আরোগ্য বলেছেন: হয়তো সামনে আরো কিছু দেখবেন। তবে প্রতিবাদী কণ্ঠ নির্মূল করা যায় না বরং তা আরো তীব্রতর হয়ে গর্জে উঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.