![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগঃ Email: [email protected] ** আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়। শুভ ব্লগিং....
কেউ কেউ জীবনে মানে খোঁজে
কেউ কেউ জীবনের মানে বোঝে
কেউ কেউ তুলে আনে সীমাহীন সীমা..
প্রতিটি অভিজ্ঞতার নির্যাসিত রস শরীরকে পুষ্ট করে
সত্য সাজাতে সজ্জিত হয় আকাশ-বাতাস পাদপের সারি
দেহের ভাজে ঢেলে দেয় সংসার মহতীর মায়া।
জীবন বেঁচে থাকে মোহে, ভালোবাসায় আর হিংসায় জ্বলে জ্বলে
মানুষ বেঁচে থাকে জোনাকির আলোক ছটায়।
প্রতি ফোঁটা রিমোটের আলো- এক নয়,
পাত্রীর পাত্রে বেড়ে ওঠা সব শিশুর- সব হাত, সব পা, সব চোখ
এক নয়, এক নয় সব প্রেম;
তবু সূর্যের প্রস্থান গুণতে গুণতে- যে পার করে ধরিত্রীর সব সময়
সেও বুঝে যায়, শিখে যায়
এবং সময়ের বীর্যে রেখে যায় এক গভীর ভবিষ্যৎ।
১৪.০৫.২০১৪ইং
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২০
আমির আসহাব বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন সব সময়।
২| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতা পাঠে ভাল লাগলো ।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১
আমির আসহাব বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা ++++++
শুভেচ্ছা নিবেন
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৩
আমির আসহাব বলেছেন: অশেষ ধন্যবাদ।
৪| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২
আমির আসহাব বলেছেন: কবিতা পাঠে ভাল লাগলো[/sb
জেনে ভালো লাগল।
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪
আমির আসহাব বলেছেন: সবাইকে শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৩:২৬
না কবি বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।