নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, নিতান্তই একজন সাধারণ বাংলাদেশি। এই ব্লগে আমি আমার গল্প বলি — আমার কথা, আমার ভাবনা, একজন সাধারণ মানুষের, যে তার আয়নায় অসাধারণ স্বপ্ন দেখে। চলুন, একসঙ্গে খুঁজে দেখি আমার আয়নার সেই প্রতিচ্ছবি, যেখানে আমি শুধু আমি নই, আমি আমার বাংলাদেশ।

ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান

সহজ মানুষ, ভজে দ্যাখ না রে মন দিব্যজ্ঞ্যানে,পাবি রে অমুল্যনিধি, বর্তমানে, পাবি বর্তমানে।

ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

নৈতিকতা খুঁজছি, পাওয়া যাচ্ছে না: বস্তাপঁচা মূল্যবোধের পুঁজিবাজারে তরুণের দায়

০১ লা আগস্ট, ২০২৫ রাত ৮:২৪



নীতি-নৈতিকতা? ওটা এখন মিউজিয়ামে রাখা, ঘর থেকে কেউ খুঁজে না।

একটা সময় ছিল যখন মানুষ ঘরে বাবা-মায়ের মুখের কথায় সত্য-মিথ্যা বুঝতো। এখন সময় এমন যে, বাবা-মায়ের চালচলনে সন্তান আর প্রশ্ন করে না, “বাবা তুমি মাসে ক’টা টাকা আয় করো? আর এত রকম ব্যয় কীভাবে চালাও?” সেই সৎ-সাহসটাই এখন আর নেই। এটা সচেতনতা নয়, শ্লেষ নয়, এটা আত্মরক্ষার সুর। কারণ ঘরে মূল্যবোধ জন্মায় না, শুধু মুখোশ তৈরি হয়।

বয়স্ক মানেই ‘নৈতিক’ নয়, আর তরুণ মানেই ‘নেতৃত্ব’ নয়

আমরা বড়দের সম্মান করি ঠিকই, কিন্তু তাদের আচরণে যদি দেখা যায় সংসদের গন্ডগোল, দপ্তরে ঘুষের হাস্যরস, সন্তানের হাতে ব্যালেন্সশিট লুকানো, তবে প্রশ্ন উঠবেই নীতির জন্ম কোথায়, আর তার মৃত্যু কখন হয়েছে?

বৃদ্ধ বলেই যদি মানুষ ‘নৈতিক’ হয়, তাহলে চায়ের দোকানে রাজনীতির নামে গালাগাল করা কাকে বলবো? তরুণ বলেই যদি ভবিষ্যৎ হয়, তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লোভী হওয়াটাকে কীভাবে ভবিষ্যতের ‘প্রতিচ্ছবি’ বলবো? নীতির বয়স নেই, মূল্যবোধের বংশ নেই।

পরিবার মূল্যবোধের বারুদের গুদাম না হলে, পচন শুধু সময়ের অপেক্ষা

পরিবার আজ এক সরবরাহ কেন্দ্র; আবেগ নয়, প্রশাসনিক নিয়মে সবকিছু চলে। বাবা বলছেন “উচ্চশিক্ষা নাও,” কিন্তু মা জানেন না ছেলেটা ফ্রড কোম্পানিতে ইন্টার্ন করছে। মেয়ে বলছে, “সিভি বানাচ্ছি,” অথচ বাবা ব্যাংকে আয় দেখিয়ে সংসার চালানোর ব্যয়ের হিসাব জানাতে নারাজ।

আমরা ‘পড়ো তোমার ধর্মগ্রন্থ’ বলি, কিন্তু ‘জীবন কীভাবে চালাতে হয়’ তা শেখাই না। আর শিক্ষার নামেই চলছে অদ্ভুত কিছু, যেমন মেধার চেয়ে নম্বর, সততার চেয়ে ফলাফল, চিন্তার চেয়ে ছক। এখন পারিবারিক শিক্ষাই সবচেয়ে বড় ইনফরমেশন গ্যাপ।

সততা কি পুরোনো বস্তা, যেটা এখন রিসাইকেল হয় না?

নীতি-নৈতিকতার কথা উঠলেই আমরা বলি “জীবন কঠিন,” “এখন আর সম্ভব না,” “সমাজটাই খারাপ।” তবু যখন সন্তান জিজ্ঞেস করে, “তোমার ইনকাম কতো, আর এত দামী ফোন কোথা থেকে আসে?” তখন বুঝতে হয়, পুরোনো গল্প কাজ করছে না।

যদি ঘরে শিশুটি দেখে বাবা পদের অপব্যবহার করছে, মা জীবনযাত্রায় ভুল জোয়ারে চুপচাপ, তবে সেই শিশু ভবিষ্যতে নতুন দুর্নীতির উদ্ভাবক হবে।

পুরাতন বস্তা, যেখানে সৎ থাকা মানে বোকা হওয়া, এখন রিসাইকেল করে নতুন তরুণ তৈরি হয়। এখন তরুণেরা বলছে দুর্নীতিকে ঘৃণা করি, কিন্তু ঘুষ ছাড়া চাকরি হয় না, তাই নীতিকে কফিনে রাখতে হয়।

যে ঘর সৎ নয়, সেই দেশ দুর্নীতিমুক্ত হতে পারে না

আমরা দেশের দুর্নীতির তালিকা দেখি, কিন্তু নিজ ঘরে দেখি না কতবার অপ্রকাশিত আয়, কতবার সুবিধাভোগ, কতবার মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

ঘর থেকেই তো শুরু হওয়া উচিত। বাবা-মায়ের খরচ সন্তানের সামনে স্বচ্ছ করা, প্রতিটি আয়-ব্যয়ের হিসাব শেয়ার করা, সন্তানকে বলা “সৎ থাকলে হয়তো ধীরে এগোবে, কিন্তু মাথা উঁচু থাকবে।” ঘরের এই অভ্যাস নীতির ছোট্ট সূর্য হয়ে ওঠে, যা সমাজে আলো ছড়ায়।

পুরনো মুখ আর পুরনো মুখোশ দিয়ে সমাজ বদলায় না

পুরনোদের কথা শুনে শুধু ত্যক্ত হয়ে নয়, প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। পুরোনো পঁচা মূল্যবোধ দিয়ে যখন তরুণদের পাথেয় বানাতে চাই, তখন তারা হাসে, শ্লেষ করে, মিম বানায়, কারণ তারা জানে, “বাবা যা বলছেন, তা নিজেও মানেন না।”

তরুণদের চাই স্বচ্ছতা, প্রাসঙ্গিকতা এবং পরিবার থেকে সততার শিক্ষা। এটা না দিলে শুধু পোস্টার আর প্রতিজ্ঞা দিয়ে দুর্নীতি রোধ হবে না, বরং বৈরাগ্যই হবে জাতির ভবিষ্যৎ স্লোগান।

শেষকথা: প্রশ্ন করো, শুরু করো, ঘর থেকেই বিপ্লব আনো

জাতি গঠনের কথা বলে যারা ঘরকে গড়ে না তোলে, তারা ভবিষ্যতের শত্রু। সন্তান যখন প্রশ্ন করে, “পিতামাতা, তুমি কতটা সৎ?”, সে সময় ঘরে পরিবর্তনের সূচনা হয়। ঘর হোক নৈতিকতার চর্চাগার, পরিবার হোক সততার উৎস, তরুণ হোক সত্যের সৈনিক। নইলে নীতি-নৈতিকতার প্রহসন চলতেই থাকবে, আর আমরা পোস্টারেই বলবো “এবার বদল চাই!”

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:১০

কিরকুট বলেছেন: নষ্ঠের হাতে দেশ ছেড়ে দিয়ে যদি আপনি নৈতিকতা খোজেন এর থেকে কমেডি আর কি হতে পারে।

আপনার পোস্ট পড়ে মনে হলো যে, আপনি শেয়ালের কাছে মুরগী রেখে আশা করছেন শেয়াল মুরগির তত্বাবধানে করবে।

০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:০২

ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান বলেছেন: আপনি তো এখানেও রাজনীতি খুঁজছেন, অন্তত মন্তব্যে তাই মনে হল। অথচ এই পোস্টে এখানে রাজনীতির ছিটেফোঁটাও নেই। আপনি তো লেখার মূল মর্মই ধরতে পারেননি। প্রতিটি মানুষের বিবেক আর নৈতিকতাই এখানে প্রতিপাদ্য। আর আপনার কথার সুর ধরে বলতে হয় নষ্ট ভ্রষ্টদের হাতে দেশ কয়েক দশক আগেই চলে গেছে সেটা অনেকেই টিনের চশমার কারণে দেখে না বা গায়ের জোরে চাপার জোরে মানতে চায় না, নতুবা তারা বুদ্ধি-বিবেক-বিচার প্রতিবন্ধী। নীতি-নৈতিকতার চর্চা পরিবার থেকেই শুরু করতে হয়, পরিবার থেকেই আসে, রাষ্ট্র তৈরী করে দেয় না। শিক্ষা পরিবার থেকেই আসে যেটা জীবনভর শানিত হয়। বাবা-মা পরিবার যদি শেয়াল হয় তাহলে আর বলার কিছু নাই।

২| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:১৪

সৈয়দ কুতুব বলেছেন: কিরকুট@এটা কি বললেন ? =p~

৩| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা ভাসা ভাসা হয়েছে ।

০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:০৬

ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান বলেছেন: জাতিগতভাবে আমরা গভীর কিছু নিতে পারি না, তাই ভাসা ভাসা -তেই যদি চিন্তার কিছুটা উদ্রেক হয়, কিছুটা এগোনোর পথ তৈরী হয়, তো মন্দ কি!

৪| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:০৭

কিরকুট বলেছেন: আপনার ভাবনা সঠিক না। নৈতিকতা যদি রাস্ট্র জন্য খোজেন তাহলে রস্ট্রের চালকশক্তিকে নৈতিক জ্ঞান সম্পন্ন হতে হবে। আপনি বলতে পারেন আপনি সাধারণ মানুষের নৈতিকতার কথা বলেছি। এর উত্তর হলো, ঘরের কর্তার নৈতিকতার বালাই না থাকলে বাকিদের নৈতিকতা আসবে কই থেকে?

কিছু বললেই তার মধ্যে রাজনিতী খোজাও অনৈতিকতার সামিল।

৫| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান,




গত পনের -বিশ বছর আগেই দেশের ঘরে ঘরে নীতি-নৈতিকতা আর মূল্যবোধের চারাগাছটি অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। নতুন করে মূল্যবোধের ডালপালা আর কখোনই গজাবে না...... :(( :((

৬| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:৩১

কামাল১৮ বলেছেন: একটা পোষ্টে একটা বক্তব্য দিলে বুঝতে সুবিধা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.