![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগঃ Email: [email protected] ** আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়। শুভ ব্লগিং....
আজ আমি মুক্ত
কালোমেঘ মাথা থেকে সরেছে
কালোমেঘ বলছি, মগ্নছিলাম এজন্যে
আজ আমি বুঝতে শিখেছি
নতুন ভাবে নিজেকে নিয়ে
অন্যরা যে ভাবে বুঝে।
সে ভালোবাসতো আমাকে, আমি নজরে আনিনি
আমি ছিলাম অন্যকে নিয়ে ব্যস্ত
আর সেই অন্যটা অন্য কেউ নয়,
সেই মেয়েটি।
চিন্তা-চেতনা সবই হারিয়ে ছিল
ঐ এক তাকে সাজাতে।
ময়ূরের পেখম নাচ অনেকের পছন্দ
কিন্তু পেখম না তুলে যদি দর্শকের চারপাশে মনাকর্ষণের চেষ্টা চালায়, তবে ?
কাজটা আমার সে-রকম।
নিজেকে বিসর্জন দিলাম
সে চাক বা না চাক।
সমাজের দশজন অন্য চোখে তাকালো
লোকমুখে দু’একটা কথা ভাসে
যত্নহীন কাংক্ষিত বীজ একধাপ পিছিয়ে
তেমন ছিলাম, আজ বুঝলাম।
ভালোবাসা স্থান কাল পাত্রের ফাংশন
প্রতিটির অন্তত একটি শুন্যে গেলেই পন্ড
সেই শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিলাম বহুদিন
অবশেষে মুক্তি…।
সে চায় ক্ষুধায় অন্ন-
আমি দেই কাগজে লেখা ভাত।
নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার শুরু
অনেক নিচে চলে এসেছি
ওপরে উঠতে দমেকোলাবে না
তবু বাঁচতে হবে;
নিজেকে বাঁচাতে শেষ চেষ্টা।
ঐযে মেয়েটা, যে ভালোবাসতো আমাকে
সে এখন অন্যের সঙ্গীনি!
ঢের সময় কেটেছে,
নিজেকে সাজাতে বসিনি কখনো।
আমাকে না পেয়ে গেছে দূরে।
আজ আমি সব থেকে মুক্ত
যা ইচ্ছে করতে পারি।
পিছনে কোন টানাপোড়েন নেই
যেমন এক পাগলের…।
(রচনাঃ ২০.০৩.২০০৫ ইং)
১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১
আমির আসহাব বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা ।
শুভেচ্ছা অনেক