![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগঃ Email: [email protected] ** আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়। শুভ ব্লগিং....
হাচি, তোমার মনুষ্যত্ব আছে কিনা জানা নেই
জানলেও নিয়মের বেড়াজালে বলতে চাই না
বললেও অনেকে মানবে না জানি,
তুমিও ভালোবাসতে পার এবং বেসে ছিলে মানুষের মতো।
চোখ থাকলেই সত্য দেখা যায় না-
প্রাণ থাকলেও থাকে না আকাশ
দেহ থাকলেও থাকে না যৌবন
এবং
থাকে না সত্য খোঁজার সৎ সাহস।
একদিন-একদিন পর গত হচ্ছে সব, হবেই
মরছে সাহস, মরছে অভয়, মরছে লতাপাতা গুল্ম-বাগান।
কিছু দিন আগেও গাছের পাতায় মিশে ছিল স্বপ্নের ভোর
সূর্যের গায়ে ছিল সোনালি বিবেক।
এখন গুটি কয়েক মানুষ,
সরে যাচ্ছে পড়ে যাচ্ছে নীল হয়ে ডুবে যাচ্ছে নীল সাগরে
আমাদের আদরের হাচিরা-
তুমুল যুদ্ধের মাঠে আঁকরে ধরছে মনুষ্যত্ব, বিবেক আর মানুষে মানুষ নাম।
©somewhere in net ltd.