![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগঃ Email: [email protected] ** আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়। শুভ ব্লগিং....
খেজাবের আর্শীবাদে যাদের বয়স কমে আসে
যারা দাঁড়িয়ে থাকে পাখিহীন বটবৃক্ষ হয়ে
যারা দেখতে ও শুনতে পায় ধীরে আর গভীরে
তাদের খুব কাছাকাছি অর্বাচীন পাবে,
অথবা স্বপ্নেও যদি দেখতে পাও সম্মুখ বিপদ, এবং
আসন্ন মৃত্যুর প্রতীক্ষায় তুমি নীলপদ্ম, তবে জেন বাস্তবতার কাছাকাছি আছ।
আমার পূর্বপুরুষেরা আমার জন্মের আগে গল্পে বলত-
ফুলেরা আপনার জন্য জন্মায় না,
সাগরের ঢেউ কখনো সাজে না, কারো ডাকে আসে না
এবং দু-হাতের কামাই নাকি সব কর্মকে নির্ধারণ করে
এই আমার বয়স কত?
অথচ আমাকে শুনতে দেওয়া হয় না, শুনানো হয় শ্লোক আর সূরা
আমাকে বুঝতে দেওয়া হয় না, বুঝানো হয় নীতি আর আদর্শ
আমাকে বলতে দেওয়া হয় না, বলানো হয় মুখের বুলি।
এখন আমি অবুঝ ক্লান্ত -
আমাকে (প্যাট্রিক হেনরি’র) স্বাধীনতা দাও, নয়তো মৃত্যু
স্বাধীনতা দিলে- একটা জানালা চাই
জানালা পেলে- একটা আকাশ চাই
আর আকাশ পেলে জোনাকির পিছু পিছু আমিও সূর্যে পুড়ে পুড়ে হতে চাই ধূসর ছাই।
(১৪.০৪.২০১৪ (পহেলা বৈশাখ-১৪২১)
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
আমির আসহাব বলেছেন: মতামত জানানোর জন্য ধন্যবাদ।
২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো খুব ভ্রাতা ।
শুভেচ্ছা নিবেন
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
আমির আসহাব বলেছেন: সঙ্গে আছেন জেনে খুশি হলাম।
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬
আমির আসহাব বলেছেন: ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
টুম্পা মনি বলেছেন: স্বাধীনতা দিলে- একটা জানালা চাই
জানালা পেলে- একটা আকাশ চাই
আর আকাশ পেলে জোনাকির পিছু পিছু আমিও সূর্যে পুড়ে পুড়ে হতে চাই ধূসর ছাই।
এই অংশটুকু অসাধারণ লাগল/