![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগাযোগঃ Email: [email protected] ** আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়। শুভ ব্লগিং....
প্রতিদিন সূর্য ওঠে সূর্য অস্ত যায়
প্রতিটি প্রাণি জন্মের পর থেকে অপেক্ষা করে মৃত্যুর
মৃত্যুরা অপেক্ষা করে এক একটি সু-সম সময়ের,
আবার মৃত্যুকেই অনাকাঙ্ক্ষিত ভেবে- গুণে গুণে পার হয় দিন মাস বছর..।
আলোর পিছনে আলেয়া আদিগন্ত কাল হতে
কখনো আঁধারে ডুবে যায় আলো, কখনো আঁধার আলোয় খুঁজে নেয় আশ্রয়
রাতের আকাশে চাঁদ হাসে, তারা হাসে, হাসে অমাবস্যার কুটিল চক্র।
মিথ্যেরাও সত্যের খোলসে সতত সুন্দর হলে
কম-কে বেশি বেশি-কে কম বলা যায়,
কখনো আলোই হয়ে ওঠে আলোর প্রতিদ্বন্ধী
জীবনই হয়ে ওঠে ধ্বংসের কারণ।
প্রতিটি সকালের মানে বুঝলেই ভালো থাকা যায়
দেশকে ভালোবাসা যায়,
দেশের প্রতিটি পরিবার এক একটি গাছ
প্রতিটি গাছে অসংখ্য পাতা
পাতার গায়ে গাছের ভোর, প্রাণির প্রাণ
এবং সোনালি বিবেক….।
(২৪.০২.২০১৫ইং)
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১
আরজু পনি বলেছেন:
দেশের প্রতিটি পরিবার এক একটি গাছ...
আর আমরা সেই গাছ মেরে ফেলছি পেট্রলবোমার সাহায্যে।