![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই, খেলাধুলা আর চেনা পরিচিত জগতের বাইরে আরেকটা জগতৎ ছোট- বড় সবারই প্রিয়। আর সেটা হচ্ছে ছায়াছবির জগৎ যেখানে রয়েছে অনেক অনেক কাল্পনিক চরিত্র। যাদের অনেকগুলো ঠিক আমাদেরই মতন। কেউ কেউ আবার আমাদের স্বপ্নের চরিত্রগুলোর মতন দেখতে। অনেক বাবা-মাই ভেবে থাকেন মুভি দেখা তার সন্তানের পড়াশোনা আর দৈনন্দিন জীবনের জন্যে হতে পারে সমস্যার কারণ। কিন্তু সত্যিই যদি আপনি হন একজন সচেতন বাবা কিংবা মা তাহলে একটুও দেরী না করে আপনার সন্তানদেরকে তাদের অবসর সময়ে দেখতে উৎসাহিত করুন এই মুভিগুলো। দেখুন নিজেও আর সন্তানের কাছে পৌঁছে দিন আপনার পক্ষ থেকে এই মুভিগুলোর মাধ্যমে কিছু অনুপ্রেরণামূলক শিক্ষা।
১. মুলান
নিজের বাবাকে বাঁচাতে মুলান নামের এই মেয়েটি নিজেকে সাজায় ঠিক বাবার মতন করে আর অংশ নেয় যুদ্ধে তার বাবার জায়গায়! এই মুভি আপনার সন্তানকে শেখাবে যে কোন পরিস্থিতিই আসুক, সময় যতটা কঠিনই হোক, কখনোই হাল ছাড়া উচিত নয়। মনে সবসময়ই আশা রাখা উচিত।
২. দ্যা লায়ন কিং
এক সদ্য হওয়া রাজা কি করে তার নানারকম ভুল আর ঝামেলার ভেতর দিয়ে সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে শেখে সেটাই দেখানো হয় এই ছবিটিতে। এ ছবিটি শিক্ষা দেয় অতীতে করা ভুল থেকে শিক্ষা নিতে আর ভবিষ্যতে আরো ভালো করতে।
৩. সিন্ডারেলা
মায়াবী মেয়ে সিন্ডারেলার কথা কে শোনেনি যার এক সৎ মা আর দুই সৎ হিংসুটে বোন ছিল? সিন্ডারেলা বড্ড দুঃখী ছিল। সবসময়েই তাকে কষ্ট দেওয়ার চেষ্টায় থাকতো তার মা-বোনেরা। কিন্তু সব শেষে কিন্তু সিন্ডারেলাই জয়ী হয়। এই ছবিটি দেখলে আপনার সন্তানেরা শিখতে পারবে ধৈর্য্য অনেক মূল্যবান জিনিস। তাই ধৈর্য্য কখনো হারাতে নেই।
৪. আলাদিন
গরীব ছেলে আলাদিন আর তার বন্ধু বানর আবুর সাথে একদিন দেখা হয়ে যায় মহলের পরিবেশে বিরক্ত হয়ে যাওয়া রাজকন্যা জেসমিনের। প্রাসাদে তখন ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছিলো জাফর নামের এক দুষ্টুলোক এক আশ্চর্য প্রদীপের সাহায্যে। একজন বিশেষ মানুষের কথাতেই কেবল কাজ করতো সেই প্রদীপ। আর শেষমেশ জানা যায় যে আলাদিনই সেই মানুষ। এই মুভিটি সবাইকে শিক্ষা দেয় যা দেখা যায় তাই ঠিক নয়। কয়লার ভেতরেও হীরে থাকতে পারে। আর তাই বাইরের রুপ দেখেই কাউকে বিচার করাটা বুদ্ধিমানের কাজ নয়।
৫. লিলো এন্ড স্টিচ
এক্সপেরিমেন্ট ৬২৬ কে তার গ্রহ থেকে তাড়িয়ে দেওয়া হলে সে পৃথিবীতে চলে আসে। এখানে সে দেখা পায় দুই বোনের। যারা তাকে একদম আপন করে নেয়। মজার এই ছবিটির ভেতরে কেবল মজাই নেই, আছে অসাধারন এক শিক্ষাও। আর সেটি হল আমাদের সকলের উচিত সকলের খেয়াল রাখা।
৬. ফাইন্ডিং নিমো
নিমোকে খুঁজতে তার বাবা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ফেলে ছবিটিতে। এখানে নিমো হচ্ছে একটি মাছের নাম। যাকে কিনে নিয়ে চলে যায় এক দাঁতের ডাক্তার। আর তারপর থেকে তার আর তার বাবার জীবনে ঘটতে থাকে অনেক রকমের অভিজ্ঞতা। এই ছবিটি শিক্ষা দেয় অতীতে আটকে না থেকে সামনে এগিয়ে যেতে।
৭. র্যাটাটৌল
ছোট্ট এক ইঁদুরের গল্প। খেতে খুব ভালোবাসে সে। আর ভালোবাসে নতুন নতুন সব রং, গন্ধ আর স্বাদ নিতে ও তৈরি করতে। ঘটনাক্রমে এক রাঁধুনীর সাথে দেখা হয় তার যে তাকে সাহায্য করে শ্রেষ্ঠ রাঁধুনী হতে। ছবিটি অনেক বেশি উৎসাহ যোগায় নিজের অক্ষমতা বা কমতিকে পাশ কাটিয়ে ভালো কিছু করার। কোথা থেকে শুরু হয়েছে সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে কোন পর্যন্ত যেতে পারবে কেউ। এই ছবিটি খুব সহজেই সেই প্রবাদটি মনে করিয়ে দেয়- জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো!
৮. পিনোক্কিয়ো
গোপেত্তো একটা কাঠের পুতুল তৈরি করে। আর নাম দেয় পিনোচ্চিয়ো। পরীর কাছে প্রার্থনা করে সে পুতুলটিকে জীবন্ত করে দিতে। তার ইচ্ছে মেনে নেয় পরী আর প্রাণ দিয়ে দেয় পিনোক্কিয়োর ভেতরে। এই ছবিটি শিক্ষা দেয় নিজের সিদ্ধান্ত আর বিচারের ওপর বিশ্বাস রাখতে।
৯. রেক ইট রালফ
ভিডিও গেমের পুতুল রালফ হতাশ হয়ে পড়ে ভিলেন হয়ে থাকতে থাকতে। তারও ইচ্ছে করে নায়কের মতন কাজ করে ভারো কিছু পেতে। মেডেল পেতে। সবার ভালোবাসা পেতে। কিন্তু সেটা খুব সহজ হয়না। অনেক অনেক দুর্গম রাস্তা পেরিয়ে সবার ভালোবাসা জয় করতে হয় রালফকে। ছবিটির মাধ্যমে নিজেকে ভালোবাসার জন্যে উৎসাহ দেওয়া হয় সবাইকে।
১০. কুংফু পান্ডা
প্রচন্ড আলসে পান্ডা পো এর খুব পছন্দের হলো কুংফু। একটা সময় কুংফু শেখায় যোগদানও করে সে। আর অনুভব করে তার সবচাইতে বড় দূর্বলতাই তার সবচাইতে বড় শক্তিতে পরিণত হয়ে গিয়েছে। ছবিটিতে এই শিক্ষা দেওয়া হয় যে চিন্তা আর দুশ্চিন্তা অনেক বেশি কমিয়ে দেয় সামনে যাওয়ার গতি। আর তাই সেগুলো পাশ কাটিয়েই সামনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত।
সূত্র প্রিয়ডটকম
©somewhere in net ltd.