নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরতর সমাজ বিরোধী

বেনামী রাজপুত্র

বর্ণনার অযোগ্য

বেনামী রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু!

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩২

না, এই অনুভূতির সাথে মৃত্যুর কোন তুলনা হতে পারে না। অসংখ্য জন্মান্তরে প্রতিবার মৃত্যুকে বরণ করে নেওয়া, গণনাতীত অবর্ণনীয় তীব্র মৃত্যু যন্ত্রণা, আগুণতি অপূর্ণ তীব্র বাসনার ক্ষুব্ধ আর্তনাদ, বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে উপলব্ধি করতে হয় আবিরের। হয়তোবা মৃত্যুও এর চেয়ে স্বস্তিদায়ক হতো।
অন্ধকার কুঠুরিতে চোখ বন্ধ করে ভাবে আবির, কতোই না ভালো হতো, যদি এতোখানিতেই ওর যন্ত্রণার উপসংহার দাগ টেনে দেওয়া হতো।
ঘুমাতে চায় আবির। প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা ঘুমানোর চেষ্টায় প্রতিবারই ওকে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়। আরও ভয়ানক মর্মযন্ত্রণা গুলো যেন ওর ভাবনার জগত গ্রাস করতে না পারে, সেই আগুণতি ব্যর্থ প্রচেষ্টার কথা ভুলে গিয়ে আবারো নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যায় নিজেকে যন্ত্রণা মুক্ত রাখতে।
ব্যর্থতার স্বাদ বরাবরই তিক্ত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই তিক্ত স্বাদই ওর নিত্যসঙ্গী।
একটি ঝাপসা মুখমণ্ডল ও তার চাহনি প্রতিটি মুহূর্তে তাড়িয়ে বেড়ায় আবিরকে। ও জানে না কে সেই রহস্যময়ী। প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করে ও। কিন্তু এখনো অজানা সে আবিরের কাছে।
তার সাথে কাটানো অসংখ্য মুহূর্তের ঝাপসা স্মৃতিতে আবির হারিয়ে যায়। কিন্তু প্রতিবারই আকাশের অপূর্ণ চাঁদটি পূর্ণিমায় রূপান্তরের আগেই মৃত্যু এসে ওদের গ্রাস করে নেয়। সে এক অসহ্য অবর্ণনীয় যন্ত্রণা! প্রতিটি মুহূর্তে অসংখ্য মর্মান্তিক চিৎকারে হাজার বার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় আবিরের।
আবির জানে এই ঝাপসা স্মৃতির কোণটাই ওর এই জীবনকালে ঘটেনি। কিন্তু সে অনুভব করতে পারে প্রতিটি মুহূর্ত। প্রতিটি ক্ষত এখনও ওর জন্য তরতাজা। আবির জানে একদিন ঠিকই ফিরে পাবে তাকে। হয়তোবা নিয়তির এই অভিসন্ধির পেছনে কোন অপরিহার্য কারণ রয়েছে, তাই মৃত্যু তাদের মাঝে প্রতিবার দেয়াল হয়ে দাড়ায়।
আবির আরও জানে মৃত্যু যতই প্রতাপশালী হউক না কেন, কোন এক লগ্নে ঠিকই তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। কারণ তাদের ভালোবাসার কাছে মৃত্যুতো তুচ্ছ!
তাই অপেক্ষা করে আবির। যন্ত্রণার নিশ্ছিদ্র আঁধার বাক্সে বন্দী হয়েও তার ভালোবাসার একটু আলোর প্রতীক্ষায় পথ চেয়ে থাকে আবির।
অপেক্ষা...........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.