![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আনন্দধারা। লিখতে ভালবাসি। ভালবাসি অনলাইনে ঘুরে বেড়াতে।
"বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না।"
~~ লাবন্য রায়
বন্ধুরা যখন সফলতার সুফল উপভোগ করছে, মেয়েটি তখন পরের সংসারে বান্দিগিরি করছে ! হ্যাঁ, ষোল বছরেও তার স্বামী তাকে একটি সংসার দিতে পারেনি বা পারার ইচ্ছা ছিলনা কোন কালেই ! বোকা মেয়ের এটা বুঝতে ষোল বছর লাগল !
কিন্তু এমনটি হবার কথা ছিল না, মেয়েটি ছিল বন্ধুদের মাঝে সেরা সব দিক দিয়ে ! "ভালবাসা" হ্যাঁ ভালবাসার অলিখিত কমিটমেন্ট রক্ষা করতে যেয়েই মেয়েটি নিজের সর্বস্ব শেষ করে দিয়েছে ! যার উপর ভরসা করে সে সব কিছু ত্যাগ করেছিল সেই মানুষটাই তাকে সব থেকে বেশি অপমানিত করেছে সমাজের কাছে এবং নিজের কাছে !
তবুও "বিয়ে" নামক লিখিত দলীল সে ছিন্ন করতে পারে না ! শুনেছি বিয়ে নাকি দুটি মনের বন্ধন ! কিন্তু কই, আমি তো বেশিরভাগ মানুষের মাঝে এর সঠিক পরিনতি দেখি না ! আমি দেখি "বিয়ে" হল নিজের ইচ্ছার বিরুদ্ধে সমাজে "ভাল আছি" নাটকের চুক্তিপত্র মাত্র !
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ রাত ২:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: