নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত ও আমার ভাললাগা। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত।

আনন্দ ধারা

আমি আনন্দধারা। লিখতে ভালবাসি। ভালবাসি অনলাইনে ঘুরে বেড়াতে।

আনন্দ ধারা › বিস্তারিত পোস্টঃ

সুখের সন্ধানে...

২৯ শে মে, ২০১৬ রাত ১:২৫

প্রতিটা মানুষের মনে একটা কল্পনা থাকে তার জীবনসঙ্গীকে নিয়ে, সে এমন হলে ভাল হত, এটা তার থাকা দরকার, ওইটা যেন তার মাঝে কম না থাকে ইত্যাদি। কেউ কেউ আবার একটু বেশি ভবিষ্যৎ চিন্তা করে ভাবে মেধাবী কাউকে খোঁজে যেন আগামী প্রজন্ম আরও মেধাবী হয় !
বেশির ভাগ ক্ষেত্রে তাদের স্বপ্ন পুরোপুরি পুরন হয় না, কিছু না পাওয়া থেকেই যায়, সেই না পাওয়ার আক্ষেপ করতে করতেই তারা ছোট ছোট অনেক সুখ নিতে ভুলে যায়। জীবন হয়ে উঠে জ্বালাময় !

কথা হইল ভাই আমাদের জীবন কতটুকুই বা সময়, লেখাপড়া, কর্ম জীবন পার করতে করতেই তো অর্ধেক শেষ করে ফেলি। বাকি জীবনটাও যদি আফসুস করতে করতে কাটাই তাহলে তো কিছু হল না।

হিসাব নিকাশ কর্ম জীবনে জরুরী হলেও, সাংসারিক জীবনে মনের মিল খুব জরুরী। হতে পারে তার সাথে মতের মিল হবে না অনেক বিষয়ে, কিন্তু দুজন দুজনের প্রতি আস্থাশীল থাকা খুব জরুরী।

একটা উদাহন দেইঃ আমার মামা খুব মেধাবী ছাত্র ছিলেন, বেছে বেছে তিনি বিয়েও করলেন একজন আরও বেশি মেধাবী ছাত্রীকে। দুজনেই নামকরা ডাক্তার, থাকেন অস্ট্রেলিয়া। তাদের ৩ ছেলে, তারাও ডাক্তার হল। কিন্তু দেখা গেল মামা-মামি কোনদিন সংসার কি জিনিস বুঝতেই পারল না, যখন তারা সেটা ফিল করল দেখল জীবন আর বাকি নাই, এখন দুজন দু দেশে থাকেন। জীবনের যে সময়টা একজন আরেকজনের উপর নির্ভরশিল হবার কথা তখন তাদের মাঝে চলছে পরস্পরের প্রতি পরস্পরের দোষারোপ !!

কি লাভ এত ভাল কিছুর পেছনে ছুটাছুটি করা, অল্পতেই অনেক সুখী হয়া যায়। আমার দেখা এমন সুখী পরিবারের একজন সুমন ভাই, জেসমিন ভাবি ও আমার মেয়ে ইকরা। যাদের বাসায় গিয়ে আমি দেখেছি সুখ কি জিনিস ! যা অনেক ইঞ্জিনিয়ার/ডাক্তারের বাসাতে নাই।

শো-অফ জিনিস দিয়ে অনেক প্রশংসা পাওয়া যায় সমাজে, কিন্তু প্রকৃত সুখের সন্ধান মেলে শুধু মনের মাঝে। সুতরাং দিন শেষে আমি ভাল আছি এই কথা মনের মাঝে অনুভব করতে হলে মনের মানুষ খোঁজা উচিত, হিসাবের মানুষ নয় ! :-)

~~ আনন্দধারা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ১:৪৩

ইলি বলেছেন: খুব ভাল লাগসে আপনার লেখা। ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৩

আনন্দ ধারা বলেছেন: খুশি হলাম। আমি লিখতে পারি তাহলে :) আপনাকেউ ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য।

২| ২৯ শে মে, ২০১৬ রাত ২:১৪

বেনামবাদশাহ বলেছেন: ভাল লাগলো

২৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৬

আনন্দ ধারা বলেছেন: :) ধন্যবাদ। সাথে থাকুন।

৩| ২৯ শে মে, ২০১৬ রাত ৩:০১

বাংলা গান শুনুন বলেছেন: মানুষ জানেনা তার প্রত্যাশার শেষ কোথায়।আরো চাই আরো চাই মানুষের সহজাত প্রবৃত্তি। প্রত্যাশার প্রাপ্তিতে তৃপ্ত এমন মানুষ এখন খঁুজে পাওয়া ভার।যারা প্রত্যাশার প্রাপ্তিতে তৃপ্ত হতে পারেনা তারা জীবনকে ভোগ করতে পারেনা, অতৃপ্ত থেকে যায় তাদের জীবন।আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার আশেপাশে দশজন মানুষের দিকে তাকান এবং কাছ থেকে তাদের সম্পর্কে জানুন কিংবা খুব নিবিড় ভাবে তাদের বুঝার চেষ্টা করুন, দেখবেন ঐ দশ জনের তুলনায় আল্লাহ আপনাকে অনেক ভাল রেখেছে।হয়তো তখন আনমনে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে- আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি।



♥ আমি ব্লগে নতুন এসেছি,আমার পোষ্টগুলো দেখার আহবান জানাচ্ছি ♥

২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩০

আনন্দ ধারা বলেছেন: সুখ আমাদের হাতের কাছেই, সুখ নিতে জানতে হয়। :)
আপনার ব্লগটি দেখলাম, গানের কালেকশান গুলো ভাল। আমার পছন্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.