![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আনন্দধারা। লিখতে ভালবাসি। ভালবাসি অনলাইনে ঘুরে বেড়াতে।
বাসার সব থেকে কনিষ্ঠ মেম্বার (২মাসের শিশু) কে মৌমাছি কামড়াল ! আম্মা তো ভীষণ রেগে গেল, তার আগে একটু বলি আমাদের বাসার পরিবেশ সম্পর্কে ......
আমাদের বাসাটা ছিল অনেক গাছ আর জীবজন্তু দিয়ে ভরা। আম্মার খুব সখ ছিল গাছ লাগানো। আর আব্বুর সখ পশুপাখি পালা। দেশি ফল আর ফুলের গাছ ছিল অনেক, আব্বু গরু-ছাগল, হাস-মুরগি থেকে শুরু করে কুকুর-বিড়াল, মাছ, খরগোশ, পাখি, মৌমাছি কোনটাই পালার বাদ রাখত না। তো আমাদের বাসাতে মোটামুটি একটা বনায়ন হয়ে গিয়েছিল। সে যাই হোক,
মুল কথায় আসি... আম্মা অফিস থেকে ফিরে দেখে ছোট শিশুটিকে মৌমাছি কামড়ে দিয়েছে ! আর যায় কোথায় আব্বুকে সার্ফ-এক্সেল ধোলাই শুরু করে দিল ! আব্বু কখনও রেগে যেত না, বিইল্ড ইন পিছলা টাইপের মানুষ আমার আব্বু। রাগের এক পর্যায়ে আম্মা বলতে লাগলো......
""বাসাটাকে একটা সুন্দরবন বানাইছে, খালি বাঘ আর হাতির কমতি, ওই দুইটাও আনো, ষোল কলা পুর্ন হোক তোমার""
আমরা সব ভাইবোন সহ আব্বু একদম চুপ। আব্বু আমাদেরকে ফিস ফিস করে আম্মার কথাটার উত্তর দিলা এইভাবে......""ওই দুটাও আছে""
আমি চট করে আব্বুর মুখ চাপা দিয়ে ফেললাম, ভাবলাম আম্মা যেন না শুনে আব্বু কি বলেছে। আম্মা বুঝতে পারল আব্বু কিছু একটা কথা বলেছে যা তার বিরুদ্ধে !! কিন্তু কি সেটা না শুনতে পেয়ে আরও ক্ষেপে গেল !
বিঃদ্রঃ আম্মা শেষ বয়সে একটু মোটা হয়ছিল।
এই ছিল আমার পরিবার, অনেক মিস করি, কিন্তু ফিরে পাবার আর কোন অবকাশ নাই। পরিবারের আনন্দময় ও বেদনাময় সব স্মৃতিগুলো মানুষকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার প্রেরনা যোগায় !!
~~আনন্দধারা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:১৯
পাউডার বলেছেন: সুন্দর তো। আমার একটা কুকুর আছে।