নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত ও আমার ভাললাগা। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত।

আনন্দ ধারা

আমি আনন্দধারা। লিখতে ভালবাসি। ভালবাসি অনলাইনে ঘুরে বেড়াতে।

আনন্দ ধারা › বিস্তারিত পোস্টঃ

বনফুলের গল্প-- নিমগাছ

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৫



বনফুলের গল্প-- নিমগাছ

কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাদ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে। এমনি কাঁচাই…..

কিংবা ভেজে বেগুন- সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক…। দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুসী হন। বলেন-”নিমের হওয়া ভাল, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে। শান দিয়ে বাধিয়েও দেয় কেউ- সে আর এক আবর্জনা।

হঠাৎ একদিন একটা নূতন ধরণের লোক এল। মুগ্ধ দৃষ্টিতে বেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙ্গলে না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠলো, “বাঃ কি সুন্দর পাতাগুলো…..কি রূপ। থোকা থোকা ফুলেরই বা কি বাহার….এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাঃ–” খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল।` কবিরাজ নয়, কবি।

নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না।মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।
ওদের বাড়ীর গৃহকর্ম-নিপুণা লক্ষ্ণী বউটার ঠিক এই দশা।

~~ বনফুল-বলাইচাঁদ মুখোপাধ্যায়

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর!

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

আনন্দ ধারা বলেছেন: বনফুলের ছোট গল্প বই টি আমার অনেক প্রিয়। অনেক ভাল একটি বই এটি। :)

২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

সবুজসবুজ বলেছেন: এই পোস্ট টা দেবার কোনো মানে বুঝতে পারলাম না। ঠিক কী উদ্দেশ্যে দেওয়া ? বনফুলের লেখার সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্যে ? ঠিক বুঝতে পারলাম না।

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

আনন্দ ধারা বলেছেন: এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত। :)

৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৯

সবুজসবুজ বলেছেন: এখানে কোন মতামত প্রকাশ পেল তাও তো বুঝলাম না।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৫

আনন্দ ধারা বলেছেন: ভাই আপনি হয়ত বনফুলের লেখা সম্পর্কে ভাল ধারনা রাখেন, কিন্তু আমার মত অনেকে আছে যারা কম জানা মানুষ। লেখাটা অনেক প্রিয় আমার কাছে। তাই পোস্ট করেছি। সেই কারনেই আমি আমার ব্লগ ওপেন করার সময়ই বলে নিয়েছি << "এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত। "
এখানে একটু বলা বাকি আছে, যা হলঃ "এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত ও আমার ভাললাগা । সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত।"



এখন আশা করি বুঝতে পেরেছেন?

৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৮

সবুজসবুজ বলেছেন: আপনাকে আঘাত করাটা আমার লক্ষ্য নয়। নতুন ব্লগারদের উৎসাহিত করাটাই উচিত। যেহেতু আপনি লিখেছেন "এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত। "
-তাই এই গল্পটাতে আপনার সুচিন্তিত মতামত আশা করেছিলাম। যাই হোক আপনি উল্টো পথের পথিক ।তাই আপনার কাছ থেকে সেই মতামত টুকু পেলাম না।

এই ব্লগের সকল লেখা আপনার নিজস্ব মতামত।কিন্তু প্রকৃতপক্ষে এই গল্পটি যেহেতু বনফুলের, আপনার নয় তাই আপনার কাছ থেকে কেন ভালো লাগে বার বার প্রশ্ন করে সেই উত্তরেরই অপেক্ষায় ছিলাম।

একটা কথা মনে হয় সকল ব্লগারেরই মনে রাখা উচিত- পাঠকই যে কোনো ব্লগের প্রাণ ভোমরা।

যাই হোক আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৮

আনন্দ ধারা বলেছেন: আমার পুর্বের পোস্ট গুলো পড়েন, তাহলেই বুঝতে পারবেন ওই পোস্ট গুলোর সাথে বনফুলের গল্পের সামঞ্জস্য আছে। (সেই মেয়েটির সম্পর্কে) আর আপনি আপনার প্রশের উত্তরও পেয়ে জাবেন।
"আমি উল্টো পথের পথিক" এটা ভাল ছিল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.