![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি না, কেউ এমন করে ভাবে কিনা ? কিন্তু আমি ভাবি,
কেন আমি নিজেকে দেখতে পারি না?।
ডানে, বায়ে,উপরে, নিচে আশেপাশের সব কিছু দেখতে পারি কিন্তু নিজেকে দেখতে পারি না ।
আয়নাতে যাকে দেখি সে কি আমি? ক্যামারাতে যাকে দেখি সেকি আমি?
আমি তো নিজেকে চিনি না ।
লালনের গানটি মনে পড়ে যায়,
"আপনাকে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা।"
আমি অচেনা রে নিয়ে চিন্তা করিনা , শুধু নিজেরে চিনতে চায়। একটু নিজের দু'চোখ ভরে
নিজেকে দেখতে চায়।
স্ ক্রেটিস বলেছে, "know thyself"
একজন অপরিচিত কে জানা যায়? জানা যায়, কি একজন প রিবর্তন শীল কে। আমার আয়নায়, ক্যামেরায়, যাকে মেয়েবেলায় এক রকম দেখেছিলাম, কিশোরী বেলায় এসে যাকে দেখেছি, এই বয়সে তাকে তো খুঁজে পায়না। পড়ন্ত বেলায় হয়তো তাকে খুঁজে ই পাব না।
নিজেকেই দেখতে, চিনতে আর জানতে না পারার এই সীমাবদ্ধতা নিয়ে একদিন টুপ ক রে মরে যাব।
শুন্য, শুন্য , শুন্য।
অন্ধকার,অন্ধকার,অন্ধকার।
কোথাও কেউ নেই।
আমার অস্তিত্ব সত্যিই কি আছে? না সবই মায়া।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
অনামিকাসুলতানা বলেছেন: ভাইয়া, একটু একটু করে লেখার চেষ্টা করছি ।
আপনা দের ব্লগ মনোযোগ দিয়ে পড়ছি। আর ও পড়া শুনা ক রা দ রকার বুঝতে পারছি।
আশা রাখছি, আপনাদের মন্তব্য অনুযায়ী আমি ভুল গুলি ঠিক ক রতে পারি তবে আর একটু ভাল লিখতে পারবো।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
চারাগাছ বলেছেন:
আপনার লেখা প্রথম পাতায় আসছে?
অভিনন্দন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
অনামিকাসুলতানা বলেছেন: ধ্ ন্য বাদ!
অনেক অবাক হয়েছি। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন:
অনামিকা সুলতানা নিজেকে দেখুন
আপনি একটি মেয়ে। নিজস্ব সত্তায়
আপনি পুরুষ নন। জীবন প্রভায়
আপনার মুখখানি সরল সুন্দর।
এবার আপনি নিজে একটু লিখুন
কিছু স্মৃতি কিছু কথা নিজ চেতনায়
একটু বসুন গিয়ে প্রীতি জানালায়
দেখুন না দোলে কিনা সুখের অন্তর?
পিছন ফিরে দেখুন পেরিয়ে অনেক
আঁকাবাঁকা মেঠোপথ জীবনের কাল
প্রত্যেক মঞ্জিলে দিন সীমানা সঠিক
সেখানে শুনুন গান সুর লয় তাল।
দেখুন ছন্দরা আসে নিয়ে ফুল ঝাঁপি
একপা দু’পা এমন পদ মাপি মাপি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮
অনামিকাসুলতানা বলেছেন: মহাজাতিক ভাইয়া ধন্যবাদ।
অনেক উৎসাহ পেলাম।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩২
রানার ব্লগ বলেছেন: রোজ আমি আমাকে দেখি কাচের জানালায়
সেখানে আমি আছি কিন্তু আমার সত্বার অনুপস্থিতি
বড্ড চোখে লাগে প্রশ্ন জাগে এই আমি যাকে আমি দেখি
সেই আমি কি এই আমি? যার ছায়া ভেদ করে আলো এসে
চোখ ধাধিয়ে দিলো টুকরো হয়ে যাওয়া কাচের ভেতর থেকে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫
অনামিকাসুলতানা বলেছেন: দারুণ।
কি সুন্দর করে লিখেছেন ভাইয়া।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৭
জ্যাক স্মিথ বলেছেন: অতি উত্তম ভাবনা।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬
অনামিকাসুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি যখন এই প্রশ্নটা করতেই পারছেন তার মানে আপনার অস্তিত্ব আছে !
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯
অনামিকাসুলতানা বলেছেন: এ কেম ন অস্তিত্ব আমার যা অন্যের চোখ দিয়ে দেখতে হয়।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৫
নিমো বলেছেন: নিয়মিত লিখতে থাকুন,র্যনে দেকার্ত হতে না পারলেও ব্লগার হতে পারবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২০
অনামিকাসুলতানা বলেছেন: ধন্যবাদ। ইচ্ছে আছে লেখা চালিয়ে যাওয়ার।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: অনামিকাসুলতানা,
নিজেকে নিজে দেখা অতো সহজ নয়। দেখতে হয় অন্যের চোখে।
আর যদি বলেন, নিজেকে চেনা র কথা তবে নিজের ভেতরে ডুব দিতে হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২২
অনামিকাসুলতানা বলেছেন: হ্যাঁ ভাইয়া , এই অক্ষমতাই তো আমাদের বাস্তবতা।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সামুতে স্বাগতম
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩
অনামিকাসুলতানা বলেছেন: ধ ন্যবাদ ভাইয়া।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৮
নেওয়াজ আলি বলেছেন: ও চাঁদ লুকিয়ে যেও পূর্ণিমা রাতে....
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪
অনামিকাসুলতানা বলেছেন: কি সুন্দর ভাবের কথা ভাইয়া।
আপনার লেখা পড়তে চাই।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২
পদাতিক চৌধুরি বলেছেন: ভাবনাটা ভালো। এভাবেই লিখতে থাকুন।
শুভেচ্ছা আপনাকে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮
অনামিকাসুলতানা বলেছেন: ধ্ ন্য বাদ ।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: পড়লাম। মন্তব্যও গুলোও পড়লাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০
অনামিকাসুলতানা বলেছেন: পড়ার জন্য আর মন্তব্য দেওয়ার জন্য ধ্ ন্য বাদ।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার লিখেছেন!
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৭
অনামিকাসুলতানা বলেছেন: ধ ন্য বাদ ভাইয়া। অনেক উৎসাহ পেলাম।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪১
সোহানী বলেছেন: চমৎকার ভাবনা।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪১
এম ডি মুসা বলেছেন: অনুসরণ করে রাখলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
সোনাগাজী বলেছেন:
আপনার অস্তিত্ব ঠিক আছে; আপনি গুছিয়ে লেখার চেষ্টা করেন।