নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনামিকাসুলতানা

অনামিকাসুলতানা › বিস্তারিত পোস্টঃ

জাপানে ভ্যালেন্টাইন ডে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৯

আজকে জাপানে ভ্যালেন্টাইন ডে।
কিন্তু মেয়েরা এই দিন কিছুই উপহার পায় না ।
আজকে শুধু মেয়েরা পুরুষদের উপহার দেয়।
এই দিনে শুধু প্রেমিক কে মেয়েরা বিশেষ উপ হার দিলেও ,
গিরি চকো নামে ব ন্ধু, ক লিগ দের চকোলেট দেয়।

তবে মার্চ মাসের ১৪ তারিখে আবার একটা বাড়তি ভ্যালেন্টাইন ডে

পালন করে জাপানিজরা। এই দিনটিকে হোয়াইট ডে বলে।

হোয়াইট ডে এর প্রথাটি জাপানে উদ্ভূত হয়েছিল এবং পূর্ব এশিয়ার কিছু অংশ যেমন গণপ্রজাতন্ত্রী চীন, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে দেখা যায়।

এই দিন জাপানিজ পুরুষেরা তাদের উপহার দেয়, যারা তাদেরকে উপহার দিয়েছিল। তবে বিশেষ মানুষকে ( প্রেমিকা)
বিশেষ উপহার দেয়।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

শাওন আহমাদ বলেছেন: নানান দেশের নানান সংস্কৃতি, নানান রীতিনিতী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

অনামিকাসুলতানা বলেছেন: জাপানিজরা সব সময় আলাদা কিছু করতে চায়।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

জুল ভার্ন বলেছেন: নতুন কিছু জানতে পারলাম।

ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬

অনামিকাসুলতানা বলেছেন: আমি ও এখানে এসে এই রীতি জেনে অবাক হয়েছিলাম।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আজকের দিনে শুধু মেয়েরা ছেলেদের উপহার দেয়।
জাপানি নারীরা নাকি তাদের প্রেম প্রকাশ করতে খুব লজ্জাবোধ করে। মনের কথাটা উপহারের মাধ্যমে প্রকাশ করে।

ভালোবাসার প্রস্তাবে সাথে সাথে হা বা না বলা যাবে না। অপেক্ষা করতে হবে ১৪ মার্চ ‘হোয়াইট ডে’ পর্যন্ত। এদিন ছেলেরা সাদা রঙের চকোলেট দিয়ে তাদের ভালবাসার সাড়া দিয়ে থাকে।


আমি প্রপোজ করেছিলাম ১৪ ফেব্রুয়ারি। সাড়া পেয়েছিলাম ৩ মার্চ। আর কিছুদিন পর ছিল ১৪ মার্চ হোয়াইট ডে। একটু হলে জাপানিজদের সাথে মিলে যেত। যদিও আমি ছেলে কিন্তু অনুভূতির প্রকাশ করেছিলাম আমি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৭

অনামিকাসুলতানা বলেছেন: অনেক আগে জাপানিজ মেয়েরা এমন ছিল। এখন মেয়েরাই আগে প্রপোজ করে। জাপানে এখন

ছেলেরা আগে প্রপোজ করতে ভয় পায় কারণ আইন খুবই কঠোর যদি মেয়ে বির ক্ত হয়ে যায় ,

তাহলে খবর আছে ।

জাপানিজ দের বিষয়ে অনেক জানেন দেখছি।

আর একটু দেরি করলে জাপানিজ স্টাইল হতো।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন কিছু জানাহলো।


লেখার ধরনটা বেশছিলো। কবিতার মতো।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

অনামিকাসুলতানা বলেছেন: ধ্ ন্য বাদ।
উৎসাহ পেলাম।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জাপানিজ দের বিষয়ে অনেক জানেন দেখছি।

তেমন কিছুই জানিনা।
বিভিন্ন দেশের ভ্যালেন্টাইন ডে নিয়ে একটু পড়েছিলাম।
আপনার পোস্টে মন্তব্য করতে এসে নিজেও একটা পোস্ট দিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

অনামিকাসুলতানা বলেছেন: আপনার পোষ্ট টা পড়েছি। ভাল লেগেছে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: জাপান উন্নত দেশ।
ওদের কাজ কারবার আমাদের চেয়ে আলাদা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

অনামিকাসুলতানা বলেছেন: জাপান সত্যই উন্নত আর সভ্য একটা দেশ। । আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে, তারা সব কিছু লজিক্যালি চিন্তা করে ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০০

ঢাবিয়ান বলেছেন: আপনি জাপানে থাকেন ? ভাল লাগল আপনার পোস্ট পড়ে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪

অনামিকাসুলতানা বলেছেন: হ্যাঁ , আমি জাপানে থাকি। ধন্যবাদ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: এক ভ্যালেন্টাইন ডে নিয়েও কত রকমের সাংস্কৃতি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৭

অনামিকাসুলতানা বলেছেন: হাজার রকমের মানুষ , হাজার রকমের কালচার। ঠিক বলেছেন।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

নীল আকাশ বলেছেন: ব্লগে সুস্বাগতম আপনাকে।
আপনি কি জাপানে থাকেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

অনামিকাসুলতানা বলেছেন: ধন্যবাদ।
হ্যাঁ , আমি জাপানে থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.