নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আহ! প্রেম!

১১ ই মে, ২০২০ রাত ২:৫৭

এনাম আহমেদ

এসো, রক্তের কণিকা হয়ে মিশে যাও প্রতিটি শিরায়
হৃৎধমনিতে ছুটে বেড়াও, অস্থির আলোড়ন তোলো।
আহ! প্রেম!
তুমি বুকের ভেতরটায় ছুয়ে যাওয়া আজন্ম শীতল পরশ!
তুমি ছুয়ে দিলে শরীরময় মাতাল ঢেউ
ফিরে গেলে নিরব জলেশ্বরে জেগে ওঠা জলোচ্ছ্বাস।
আহ! প্রেম!
একখন্ড গল্প লিখবো তুমি এলে!
একদন্ড বেঁচে থাকবো তুমি বললে!
আহ! প্রেম!
তুমি কি?
তুমি থাকলে পৃথিবী স্বপ্নীল হয়ে যায়
না থাকলে বিদীর্ন সব, যেন হৃৎপিন্ড ছিঁড়ে যায়!
আহ! প্রেম!
এসো, পানকৌড়ির মতো ডুবসাঁতার কাটি
মেঘে মেঘে ভেসে বেড়াই!
এসো প্রেম,ভালবাসি!
আহ! প্রেম!
তুমি সুখ দিতে পারো।
তুমি সুখ দিতে পারো!
তুমি সুখ দিতে পারো?
আহ! প্রেম!
তোমার জন্য পৃথিবীশুদ্ধ বুকে বুকে মিছিল
ঈশ্বরের বুকেও তুমি ঝড় তুলে হারিয়ে যাও
বলো প্রেম! ছুয়ে ফেললে তোমায় কোথায় রাখি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ ভোর ৪:২৭

নেওয়াজ আলি বলেছেন: তুমি সুখ দিতে পারো এতবার কেন লিখলেন।

১১ ই মে, ২০২০ বিকাল ৫:৪০

এনাম আহমেদ বলেছেন: তিনটি তিনভাবে বলা হয়েছে।

২| ১১ ই মে, ২০২০ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই মে, ২০২০ বিকাল ৫:৪২

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.