নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঋতু

১৪ ই মে, ২০২০ রাত ১:১১

এনাম আহমেদ


ঋতুর মুখখানি গত ক’যুগেও দেখা হয়নি
ছোঁয়া হয়নি চুল, গাল, হাতের নখ
গত জন্মে সে আমার বউ ছিলো
এ জন্মে প্রেমিকা! জোনাকি প্রেমিকা!
আলো জ্বলে, আলো নেভে
জোনাকি এবার তুমি আলো জ্বালো
অন্ধকার থেকে বেরিয়ে আসুক
প্রিয়তমার মুখ
তাকিয়ে দেখি, তৃপ্ত হই, দোহাই!
বড্ড ক্লান্ত হয়ে গেছি
কত সহস্র বছর গেলো, ঋতুর হাত ধরবো বলে
ঈশ্বরের কাছে আবদার জানিয়েছি-
ঈশ্বর আমাকে ফিরিয়ে দেন
ঋতুর ঘ্রাণ সে জন্মে পেয়েছিলাম
সোদা মাটির ঘ্রাণ
জলপাই বনের টক টক ঘ্রাণ
হিমরাতের ঘ্রাণ, বসন্ত ঘ্রাণে
সে আমার কাছাকাছি থাকতো
খুব কাছে, শরীরের সঙ্গে শরীর
সে মুখ ঘুরিয়ে শুয়েছিল
ঠোঁট ফুলিয়ে কেঁদেছিল
সে জন্মে ঋতু আমার বউ ছিল
এ জন্মে প্রেমিকা
প্রেমিকা মানে গগনভাসা মেঘ
মেঘ প্রেমিকা
আকাশে ভেসে ভেসে বেড়ায়
ধরা দেয় না
ঋতুর মুখখানি গত ক’যুগেও দেখা হয়নি
গত জন্মে সে আমার বউ ছিল
এ জন্মে প্রেমিকা বলে তাকে ছোঁয়া যায়না
দুষ্প্রাপ্য, দুর্বোধ্য ঋতুকে
খুঁজতে গিয়ে ওর বুকভর্তি
আমার জন্য ভালবাসা পেয়েছি
যে ভালবাসা দেবতাদের পূজায় ব্যয় হয়
আমি বার বার পুজোর ফুল ছিঁড়ে ফেলি
আগুনে ঝলসাই, ঘি ঢালি গলগলে আগুনে
যেখানে অজস্র প্রেমিকের হৃদপিন্ড পুঁড়ে খাক হয়েছে
ঋতুর মুখখানি গত ক’যুগেও দেখা হয়নি
গত জন্মে সে আমার বউ ছিল
এ জন্মে প্রেমিকা
আমি প্রেমিক
অথচ আমাদের মাঝে প্রেম নেই!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ রাত ৩:০২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৪ ই মে, ২০২০ দুপুর ১:৩১

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর। আপনার ভয় এর পরবর্তী পর্ব কবে আসবে?

২| ১৪ ই মে, ২০২০ ভোর ৪:৪৬

নেওয়াজ আলি বলেছেন: এই ভাইরাস দিনে শরীরের সঙ্গে শরীর । কেমনে কি । ঋতু এই সময় তুমি দুরে থাকো8 :-P

৩| ১৪ ই মে, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: বিশ্ব সংসার তছনছ করে দিলো করোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.