নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

শরীর

১৫ ই মে, ২০২০ রাত ১২:১০

এনাম আহমেদ

মৃদু হৃদকম্পনে নীলকন্ঠে প্রেমের কবিতা
বকুলতলা থেকে ঝিঙে ফুলের আবদার
মাঝ নর্দমার পদ্মে মশকুল জোড়া সাপে
আড়াআড়ি দীর্ঘ সঙ্গমে জলে বীর্যপাত
নেতিয়ে পড়া শিশ্ন কার্তিকের ঘ্রাণে জাগ্রত
কুয়াশাগুলো ধীরে ধীরে আঁকড়ে ধরে
ভিজে দেয় খড়ের চালা, নিওর গড়িয়ে
টুপটাপ ঝরে নববধূর নাভির গুহায়
ভিজে যায় বিছানা দম্পতির
নিহত মশার রক্তে মেকি সতী রক্তের দাগে
নরমনে আনন্দের বন্যা
উথলে পড়া গরমভাতের মার
দীর্ঘ পরিচিত বালিকা তোমার
এক একটি ব্রোথেলে বিবেকের জন্ম
এক একটি জিগেলোয় মৃত বিবেক
আড়মোরা দেয় প্যারাসাইট জন্মের ক্ষুধায়
মশাল হাতে তুমি তেড়ে আসো
তারা লাঠি তুলে প্রতিরোধ গড়ে
নব্য প্রজা’র দল বৃহন্নলা সেজে বসে থাকে!
এটাকে তুমি প্রেমের কবিতা বলো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আজকে কবিতার সাথে ছবি দেন নাই কেন??

১৫ ই মে, ২০২০ রাত ১:০১

এনাম আহমেদ বলেছেন: কার শরীরের ছবি দিয়ে মার খাবো ভাই ;) ;)

২| ১৫ ই মে, ২০২০ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: পাঞ্জল শব্দের গাঁথুনি।

১৫ ই মে, ২০২০ ভোর ৪:০৪

এনাম আহমেদ বলেছেন: :) :) :) ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.