নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উপসংহারে পানপাত্র

০২ রা জুন, ২০২০ রাত ১:০১

এনাম আহমেদ


দৈবাৎ ডাক হরকরা ঘন্টি বাজিয়ে পত্র সপে গেলো
তখন ফাল্গুনের আগুন গায়ে জ্বলে
খুব জ্বলে চোখের কার্নিশে জোনাকির আলো
খুব জলে ভেসে যায় লবণঠোঁট
উপসংহারে পানপাত্র
নিস্তরঙ্গ নদী বেয়ে ওপারে বিবেকের এপিটাফকাব্য
ভুলচাষে নিমজ্জিত জীবন, ফুলচাষ করেনি এ জন্ম!
শেষ জীবনের হিসেবপত্তর বুঝে নিয়ে নিজের সাথে
ভাল থাকার দেনদরবার কার সাথে করো হে?
তোমাদের দিনমান রাত্রি কেটেছে মিত্রদ্রোহিতায়
মানুষ হয়ে জন্ম নেয়া মানুষগুলো কতকাল মানুষ ছিলো?
কতজন ভালোবেসে লীন হয়েছে
কতজন ভালোবেসে আলো জ্বেলেছে?
কোথাও কেউ নেই
চোখের ভেতর ঘুটঘুটে অন্ধকার
বুকের ভেতর হু হু বাতাস বরফ জমে যায় শরীর
নারী হাত ছুঁয়ে জঠরে ভ্রুণ ছেড়ে পুরুষ
এবার থেকে জন্ম নিক আপাদমস্তক মানুষ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ রাত ২:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই সাহেব।

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:০৮

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নেবেন।

২| ০২ রা জুন, ২০২০ ভোর ৫:০১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার হয়েছে

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:০৯

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নেবেন।

৩| ০২ রা জুন, ২০২০ ভোর ৫:২২

কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে।

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৪

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নেবেন।

৪| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ ।

মানুষের বড্ড অভাব।
পুন:জন্মে মানুষ হবার বড় সাধ জাগানিয়া কাব্যে ভাললাগা।

+++

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৫

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ। ভালবাসা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.