নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘজীবী হোক অভিমানগুলো

১০ ই জুন, ২০২০ রাত ১২:১০

এনাম আহমেদ

ঘুম চোখ কি রাত জাগা চোখ
যে চোখেই তাকাই সামনে ফিরে আসে
বোধহীনদের ভুখা মুখ
কতকাল তারা খায়নি, বেঁচে থাকার স্বপ্ন দেখেনি
অথচ দিব্যি বেঁচে আছে পারষ্পরিক দ্বন্দ্বে
ভালবাসাকে শত্রু বানিয়ে ঘৃণাকে মিত্র বানিয়ে
আজন্ম তারা খেলে যায় নিজেদের সাথে
প্রেম প্রেম খেলা, শত্রু শত্রু খেলা
বুকে জমানো অভিমানের পাহাড় এক সময়
ছুয়ে ফেলে পর্বতমালা
তারপর বরফ সঙ্গমের সঙ্গী হয়ে কঠিনভাবে বেঁচে থাকা
অভিমানগুলো এক সময় সম্পর্ক ধ্বংসে লিপ্ত হয়
দালানঘর, কুঁড়েঘর, ভবঘুরের মাথার উপরে আকাশ
কিচ্ছু থাকেনা! থাকার কথা ছিলনা কোন কালে
যিনি অট্টালিকায় বাস করেন তার বুকেও প্রেম থাকে
যিনি কুঁড়ে ঘরের বাসিন্দা তিনিও ভালবাসতে জানেন
ভবঘুরে বুকের প্রেম উপচে পড়তে পড়তে এক সময় শেষ হয়ে যায়
অথচ কষ্ট পায় সবাই
ভালবাসার কষ্ট! প্রেমের কষ্ট!
প্রেমিকের কষ্ট! প্রেমিকার কষ্ট!
আহ! কষ্টের কত নাম! কষ্টের কত রঙ
কষ্ট ঠোঁট থেকে ধোয়ায় উড়ে!
অথচ গিরিবাজের পাখায় সুখ উড়তে পারতো
পারেনা! পারবেনা!
কারণ, এখানে কেউ কাউকে বুঝতে শেখেনি
কেউ কাউকে বুঝতে চায়নি
এখানে কেউ কাউকে বুঝতে পারেনা
কেউ কাউকে বুঝতে চেষ্টা করে না!
সুতরাং দীর্ঘজীবী হোক অভিমানগুলো!
বেঁচে থাক পারষ্পরিক দ্বন্দ্ব!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ কম।
কবিতার প্রানই হচ্ছে আবেগ।

১০ ই জুন, ২০২০ সকাল ১১:৫১

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

২| ১০ ই জুন, ২০২০ রাত ১:২০

রুদ্র নাহিদ বলেছেন: বেঁচে থাকার চেষ্টা বুকে তীব্রসব অভিমান সঙ্গ করে।

১০ ই জুন, ২০২০ সকাল ১১:৫১

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ জানবেন নাহিদ ভাই।

৩| ১০ ই জুন, ২০২০ ভোর ৪:৩৫

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনায়   উপস্থাপন ।

১০ ই জুন, ২০২০ সকাল ১১:৫০

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই।

৪| ১০ ই জুন, ২০২০ ভোর ৬:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শ্রেনীর দুঃখ কষ্ট আছে কিন্ত সংগ্রামনেই।ভালো লাগার মতো কবিতা।

১০ ই জুন, ২০২০ সকাল ১১:৫০

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ জানবেন নূর ভাই।

৫| ১০ ই জুন, ২০২০ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় দ্বন্দ্বই যেন মুখ্য হয়ে ওঠেছে ভালোবাসা ছাপিয়ে ।

১০ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯

এনাম আহমেদ বলেছেন: দ্বন্দ্বকে মুখ্য করেই লিখা হয়েছে ভাই। ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.