নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর এক যুগ পরে বাবাকে কতখানি মনে পড়ে?

২১ শে জুন, ২০২০ রাত ১১:৫০

বাবা দিবস নিয়ে ফেসবুকবাসীদের অনেকে অনেক রকমের স্ট্যাটাস দিয়েছে আজ। আমিও দিয়েছিলাম একটা স্ট্যাটাস। সাথে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। কিন্তু অনেকেই আমার সম্পর্কে বাজে ধারণা নিয়ে ফেলেছে। যদিও কে কি মনে করলো ওসব নিয়ে ভাবা অনেক দিন আগেই বাদ দিয়েছি। তারপরেও কি মনে হলো, তারপর পোস্টটা ‘অনলি মি’ করে রেখেছি। যা হোক পোস্টটা এরকম ছিলো
“আজ বাবা দিবস গেলো। এরকম দিবস টিবস আমার ভাল লাগে না। তবে ম্যারেজ ডে বা বার্থ ডেতে যদি কেউ দাওয়াত দেয়, সময় পেলে যাই। একটা কথা জানতে চাই, আমার বাবা মারা গেছেন ১৩ বছর হবে। সত্য কথা বলি, বাবাকে এখন আমার আগের মতো খুব একটা মনে পড়ে না। আপনাদের যাদের বাবা এরকম এক যুগেরও বেশি হলো মারা গেছেন তাদের কি অবস্থা? খুব একটা মনে পড়ে না এজন্য আমি কি বাবাকে কম ভালবাসতাম? বাবাকে আর আগের মতো মনে পড়ে না কেন? বাবাকে আর আগের মতো মনে পড়ে না কেন?” এখানেও একই প্রশ্ন রেখে দিলাম।
#বাবা’র সঙ্গে আমার সম্পর্ক কিন্তু মোটেও খারাপ ছিলো না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: বাপের জন্য নামাজ পড়ে দোয়া করেন।

২২ শে জুন, ২০২০ রাত ১২:৩৫

এনাম আহমেদ বলেছেন: প্রতিবার নামাজ পড়ার সময় বাবা’র জন্য দোয়া করি। মাঝে মাঝে কবর জিয়ারতও করি।

২| ২২ শে জুন, ২০২০ রাত ১২:২৫

নেওয়াজ আলি বলেছেন: মিড়িয়ায় আজ বাবাকে নিয়ে এত পোষ্ট যে বলতে ইচ্ছে করে তাহলে আশ্রয় কেন্দ্রে বাবা গুলি আসমান হতে এসেছে

২২ শে জুন, ২০২০ রাত ১২:৩৭

এনাম আহমেদ বলেছেন: ওল্ড এজ হোম নিয়েই দু’একজনকে মন্তব্য করলাম। কিন্তু আমার নাকি এরকম মনোভাব পোষণ করা অন্যায় হয়েছে। আমি কিন্তু প্রতিবার নামাজের সময় বাবার জন্য দোয়া করি। মাঝে মধ্যে কবর জিয়ারতও করি। কিন্তু বাবাকে আগের মতো মনে পড়ে না। এটা সত্যি।

৩| ২২ শে জুন, ২০২০ রাত ১:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যদি তার কোন গুনাবলী থাকে তা শরন করে আয়ত্তে আনতে চেষ্টা করা যায়। শুধুশুধু দুঃখ পাওয়ার জন্য বেশি মনে না করাই ভালো।

২২ শে জুন, ২০২০ সকাল ১১:১৫

এনাম আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৪| ২২ শে জুন, ২০২০ ভোর ৪:৩২

নেওয়াজ আলি বলেছেন: এনাম ভাই এটা দোষের কিছু না । অতীত আস্তে আস্তে মানুষ ভুলে যায়। তবে যখনি সুযোগ পাবেন দোয়া করবেন । আমাদের একটা প্রচলন আছে জুমা পড়ে কবর জিয়ারত করা।

২২ শে জুন, ২০২০ সকাল ১১:১৬

এনাম আহমেদ বলেছেন: আমি কিন্তু এটা করি। ধন্যবাদ নেওয়াজ ভাই। ভাল থাকবেন।

৫| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাবা ও মার কথা প্রতিদিন নামাজে মনে পরে। তাদের জন্য সন্তানের পক্ষ থেকে শ্রেষ্ঠ দোয়া হলও ' রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা' অর্থাৎ হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো,যেমন তারা দয়া,মায়া,মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।[সূরা বনী-ইসরাঈলঃ২৪]

২২ শে জুন, ২০২০ বিকাল ৩:০০

এনাম আহমেদ বলেছেন: এটা সঠিক বলেছেন। আমারও নামাজে গেলে বাবার কথা মনে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.