নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ

ক্রোধে বিস্ফোরিত বিপ্লবী আগ্নেয়গিরি উর্ধ্বমুখী, ধ্বংস? সে নিজেও হতে জানে!

এনাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জলপতনের সাথে সাথেই স্থবির হয়ে যায় জনজীবন!

১৪ ই জুলাই, ২০২০ রাত ১:৩৮


আকাশের পুরোটা জুড়েই মেঘ। সূর্য উঠতে গিয়েও মিলিয়ে যাচ্ছে কৃষ্ণ কাদম্বিনীর আড়ালে। দিনভর টিপটিপ বিন্দু বৃষ্টি আবার কখনো সখনো অবিশ্রাম জলপতনে ভিজে একাকার হচ্ছে সবকিছু। আষাঢ়ের বিদায় বেলায় গত ক’দিন হলো ঋতু রানী বর্ষা প্রকৃতির সাথে এরূপ বৃষ্টিসঙ্গমে মেতেছে। এভাবেই চলবে আরো কয়েকদিন। যতক্ষণ না সমুদ্র শান্ত হয়। তারপর রোদ বৃষ্টির খেলায় মাখামাখি থাকবে পুরোটা ঋতু।



ঋতুর এমন জলপতনের খেলায় প্রকৃতি সবুজ হয়ে উঠছে। এমন সজল জলদ দিনে কারো বুকে প্রেমের ঢেউ খেলে গেলেও কেউ কেউ পুষে রাখা অনুভূতির বৃষ্টি ঢেলে দিচ্ছেন। কেউ কবিতার খাতা ভরে ফেলছেন বর্ষালী শব্দে। কেউ গল্প উপন্যাসে বাদল দিনগুলোকে সেঁটে দিচ্ছেন শব্দগুচ্ছে। বর্ষণসিক্ত দিন কবি-লেখকদের লিখালিখা’র বিশেষ রসদ যোগায় আর সাধারণ প্রেমিকযুগল এবং নিঃসঙ্গ মানুষদের অনুভূতি এভাবেই তাড়া করে বেড়ায়।


তবে শহুরে সাধারণ খেটে খাওয়া মানুষদের কাছে বৃষ্টির দিন মানেই যেন একটি শঙ্কা! কারণ জলপতনের সাথে সাথেই স্থবির হয়ে যায় জনজীবন। ছাতা মাথায় আর কতটুকু কূলোয় যদি বৃষ্টিপাত ঝমঝমিয়ে নামতে থাকে দীর্ঘক্ষণ? আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি থেকে রেহাই পেতে অধিকাংশ কর্মজীবী মানুষই নিরাপদ আশ্রয়ে গুঁটিসুঁটি মেরে যে যার মতো দাঁড়িয়ে যায়। বৃষ্টিমুক্ত আকাশের অপেক্ষা করতে হয় অনবরত। এরপর বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ায় কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপায় না থাকায় নোংরা পানিতে জুতা-পোশাক ভিজিয়ে গন্তব্যমুখী হতে হয়। যেন এক দুর্ভোগ জেঁকে বসে।


ছবিঃ আমার তোলা।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২০ রাত ২:০১

রাজীব নুর বলেছেন: বৃষ্টি নিয়ে বিলাসিতা আমার ভালো লাগে না। দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়।

১৪ ই জুলাই, ২০২০ রাত ২:৩৬

এনাম আহমেদ বলেছেন: আমারও ভাল লাগে না।

২| ১৪ ই জুলাই, ২০২০ রাত ২:০২

নেওয়াজ আলি বলেছেন: বর্ষায় কেউ রোমান্টিক হয় কেউ অনাহারী হয়

১৪ ই জুলাই, ২০২০ রাত ২:৩৭

এনাম আহমেদ বলেছেন: টানা বৃষ্টিপাত ভাল লাগে না। যদিও এটা প্রয়োজন।

৩| ১৪ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্ষা অবস্থাপন্নদের জন্য ভালো আর গরীবের জন্য সমস্যার। তবে নগরবাসীদের মনে হয় বর্ষা ছাড়া অন্য কোনও ঋতুকে উপভোগ করার সুযোগ তেমন নেই ঘনবসতির জন্য।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৩০

এনাম আহমেদ বলেছেন: সব সময় বৃষ্টিপাত ভাল লাগে না আমার।

৪| ১৪ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৩

আকিব ইজাজ বলেছেন: নগর জীবনের সাধারণ মানুষের জন্যে বর্ষা আসলে বাড়তি এক বিড়ম্বনা। তারপরও বিড়ম্বনাকে পাশে রেখে মনের কোথায় জানি বর্ষার জন্যে ঠিকই একটা আকুলতা লুকিয়ে থাকে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৩১

এনাম আহমেদ বলেছেন: মাঝরাতের বৃষ্টি ভাল লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.