নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিক সব খোলা চিঠি

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা.....

আনন্দক্ষন

মানুষ হয়ে জন্মে যখন ফেলেছি, তাই নিরুপায় হয়ে মৃত্যুকে বরন করতেই হবে। পৃথিবীতে এসেছিলাম একা, জীবনের প্রতিটি অধ্যায়ে চলতে হয় একা, মরতেও হবে একা। তাই তো নিজের খুশি মতো বাচবার চেষ্টা করে চলেছি, আনন্দের সাথে। জন্ম নেবার সময় মাকে কষ্ট দিয়ে ছিলাম আর কিছু অক্ষমতার জন্য চলার পথে ইচ্ছে না থাকা সত্বেও কষ্ট দিয়েছি ভালোলাগা মানুষগুলোকে। তাই হয়তো পৃথিবীটা ছাড়বার সময় এদেরকেই আবার কষ্ট দিতে হবে ! তাই তো কেবল ভালোলাগার- ভালোবাসার এই মানুষগুলোকে গুরুত্ব দেই। সমাজ নামক জঞ্জালটাকে এড়িয়ে চলি আর প্রতিটা নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে।

আনন্দক্ষন › বিস্তারিত পোস্টঃ

অনুসরন করা ভালো কিন্তু অনুকরন কি গ্রহনযোগ্য?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১

বিষয়টা খুবই সামান্য কিন্তু আমার ভালো লাগে নাই তাই হয়তো আলোচনায় আনলাম। রাজাকার নিপাতজাক, সেটা আমারও দাবী। একবাক্যে স্বীকার করি, এতো দিন এই কাজ সম্পন্ন না করে, সহ্য করার মাধ্যমে আমরা সাধারন জনগনই নিজেদের আত্নসম্মানবোধের নীচতারই প্রমান দিয়েছি।



কিন্তু আজ যখন একটা আন্দোলনের আকার ধারন করছে, সেটার পেছনে কে? কারন কি? এসব নিয়ে চিন্তা করার ইচ্ছা কিংবা মনোভাব কোনটাই পোষন করবোনা। কারনটা সচেতন মনেই এড়িয়ে যাচ্ছি বলা যায় (আমার জীবনে আমি ছোট-বড় অনেক আন্দোলন কিংবা ঘটনার প্রত্যক্ষদর্শি বলেই হয়তো আজ খুব কম কাজের পেছনেই সরল কারন খুজে পাই। হয়তো নিজেই জটিল মানসিকতার কুটিল মানুষ হয়ে গেছি।)



সকল কিছু বাদ দেবার পরও যে বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে তা হচ্ছে, "শাহবাগ স্কয়ার"। শাহবাগ মোড় কিংবা কেবল শাহবাগ শব্দটার সাথেই সারা বাংলাদেশ পরিচিত। কোন দরকার কি ছিল, তাহ্‌রীর স্কয়ারকে অনুকরন করে "শাহবাগ স্কয়ার" বলার ? অনেক মহৎ জিনিসও যে কখোনো কখোনো কেবল অনুকরনের ছায়া পরে তুচ্ছ হয়ে যায় অনেক চিন্তাশীলদের দৃষ্টিতে, তা কি আমরা জানি না?



নিজেদের স্বকীয়তাকে ভুলে যাওয়া আমাদের আজন্ম অভ্যেস, এবারও তারই প্রমান দিলাম আমরা। আর তাই তো ভয় হয়, এটা কি আসলেই সাধারন, সচেতন মানুষদের দাবী, নাকি পেছনে কলকাঠি নাড়ছে অন্যকেও , নিজের স্বার্থ সিদ্ধির আশায়, আর আমরা পুরো জাতি আছি ধোঁকায়। প্রত্যাশা করি , এই বার যেন অন্তত আমি নিজে ভুল প্রমানিত হই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২

মেলবোর্ন বলেছেন: এখন এটাকে প্রজন্ম চত্বর বলা হয় শাহবাগ স্কায়ার নয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

আনন্দক্ষন বলেছেন: দয়া করে, আজকের নিউ এইজ সহ আরো কিছু পত্রিকা ঘাটাঘাটি করে দেখুন। প্রজন্ম চত্বর আমিও দেখেছি, কিন্তু প্রথম দিন প্রথম আলো থেকে শুরু করে সব গুলো পত্রিকাই শাহবাগ স্কয়ার হিসেবে উল্লেখ করেছে, ট্রেড মার্কা হিসেবে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

আল-রোমান বলেছেন: B:-/

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

আনন্দক্ষন বলেছেন: কি বলেন, ঠিক বলি নাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.